![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মগের মুলুক " বাগধারাটি র উতপত্তির ইতিহাস কি কারো জানা আছে ?
কোন দেশের অধিবাসিদের "মগ" বলা হয়?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০১
ভরযুক্ত অপদার্থ বলেছেন: এইডা কি কন , ভাই .......
২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
নষ্ট ছেলে বলেছেন: সম্ভবত বার্মার রাজা কিংবা ঐ রাজ্যের অধিবাসীদের মগ বলা হত।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: তাহলে কি বার্মার রাজা কিংবা ঐ রাজ্যের অবস্থার প্রেক্ষিতে মগের মুলুক " বাগধারাটি র উতপত্তি ?
৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
নষ্ট ছেলে বলেছেন: এখানে কিছু তথ্য আছে।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
ভরযুক্ত অপদার্থ বলেছেন: "মগের মুলুক " বাগধারাটি র বিষয়ে তেমন কিছু পেলাম না ...........
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যবহারিক বাংলা অভিধান থেকে স্ক্যান .....
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: অনেক তথ্যমুলক কমেন্ট
আোনেক ধন্যবাদ আপনাকে
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
মৈত্রী বলেছেন:
কুয়াকাটা, বরগুনায় গেলে মগের দেখা পাবেন.....
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ভরযুক্ত অপদার্থ বলেছেন: তাই নাকি !
ামি ভাবছিলাম মগ শুধুই প্রবাদে আছে
৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১
পেন্সিল চোর বলেছেন: মগের মুলুক পাইছেন নাকি যে ইতিহাস জানতে চাইবেন আর আমরা জানামু!!!!!!
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ভাই , এটা কি মগের মুলুক না !!!!!
তো কিসের মুলুক , বলবেন কি?
৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
রাখালছেলে বলেছেন: মগ বা পর্তুগীজদের অত্যাচারকে মগের মুল্লুক বলা হয় ।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
ভরযুক্ত অপদার্থ বলেছেন: নতুন তথ্য জানলাম ।
ধন্যবাদ
৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
পুংটা বলেছেন: রাখাল ছেলে ঠিকই বলেছে। সেই অনেক দিন আগে মগ বা পর্তুগীজরা বাংলাদেশের উপকুলীয় এলাকায় ডাকাতী করতো। এদেশের মানুষদের ধরে নিয়ে দাস হিসেবে বিক্রি করে দিতো। পটুয়াখালীর নাম হয়েছে পর্তুয়ার খাল থেকে। পর্তুয়ার খালের নাম হয়েছে যে খাল দিয়ে পর্তুগীজরা আসতো এবং তান্ডব চালাত সেই সুত্রে। মগদের তান্ডব এতই অতিষ্ট হয়েছিল এলাকার মানুষরা যে সেই এলাকাগুলোকে মগের মুল্লুক বলে ডাকতো। বড়ই দুঃখের কথা যে, সেই সময় মগদের যারা পথ দেখিয়ে নিয়ে যেত তারা আর কেউ নয় আমাদের দেশেরই কিছু স্বার্থন্যাশি মানুষ। তখনও এদেশে রাজাকার ছিলো, এখনও আছে।
আশাকরি মগের মুল্লক সম্পর্কে আপনি এখন অনেক কিছুই জানেন।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
ভরযুক্ত অপদার্থ বলেছেন: হ ভাই ,
অনেক কিছু জানলাম
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল অর্থ জানতে চাইলে এইদিকে আসেন।
ধর তাহারে,
আপনে কুতায় আছেন? সেই দেশের ডিজিটাল শাসকরাই উহা যাহা আপনি খুজিতেছেন!!!
তাহাদের মুল্লুকে থেকে তাহাদের পরিচয় জানেন না!!!
রে নরাধম! এই কে আছিস-নিচ্চয় ব্যাটা পোনা রাজাকার