নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেসব বিষয় প্রথম চালু করে

২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮



-জগন্নাথই প্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয় যা সকল বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু করে এবং এই পদ্ধতি এখন আস্তে আস্তে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রয়োগ করছে।

-জগন্নাথই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান যারা কর্মঘণ্টা ঠিক রেখে সাপ্তাহিক দুইদিন বন্ধের রীতি চালু করে আর এর দেখাদেখি অন্যান্য বিশ্ববিদ্যালয় এটির প্রচলন করছে।

-জগন্নাথই প্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি পরীক্ষাতে প্রশ্নপত্রের সাথে OMR সিস্টেম একসাথে চালু করে। যা পরবর্তীতে অন্যান্য ভার্সিটি অনুসরণ করছে।

-দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়াদি সম্পন্ন করা প্রথম শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বর্তমান সময়ে ঘরে বসে ভর্তি হওয়ার মতো সুযোগ তৈরি করে দিয়েছে জগন্নাথ, যার ফলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভর্তির কাজ সম্পন্ন করতে পারছে।

এইরকম অনেক প্রথমের-ই সাক্ষী আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কী! ছোট ভাই?

ক্যাম্পাস কে নিয়ে খুব গর্ব হচ্ছে???
ভাল, ভাল। শুনে ভাল লাগল।

তবে তোমার সব কথাই কিন্তু ঠিক নয়।।

২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

গালিব আফসারৗ বলেছেন: ক্যাম্পাস নিয়ে গর্ব তো হবেই বড়েভাই।

কি কি বিষয় কিভাবে ঠিক নয় যদি বলতেন, উপকৃত হতাম।

২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওই যে দুই দিন ছুটি।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৮

গালিব আফসারৗ বলেছেন: বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে জবিই প্রথম যারা কর্মঘ্নটা ঠিক রেখে দুইদিন ছুটির রীতি চালু করেছে। আপনি খোঁজ নিয়ে দেইখেন ভাই।।

৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

ডায়োজেনিস বলেছেন: নতুন তথ্য। তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রেই উন্নতি করছে, বিশেষ করে বিসিএস ও জব মার্কেটে।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯

গালিব আফসারৗ বলেছেন: হ্যা, জব মার্কেটে জবির ছাত্ররা ভালো করছে অন্যদের চেয়ে।ধন্যবাদ।

৪| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



প্রশ্নফাঁসও কি ওরাই প্রথম চালু করেছিলো?

২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০

গালিব আফসারৗ বলেছেন: প্রশ্নফাঁস বর্তমান শিক্ষাব্যবস্থার ক্যান্সার। অন্য অনেক বিশ্ববিদ্যালয়েই প্রশ্নফাঁস হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁস সব পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। জগন্নাথে প্রশ্নফাঁস হয়েছিলো এবার তবে অতোটা নয়।

৫| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: হুম ঠিক বলেছেন। ওরাই প্রথম বিশ্বজিত কে দিনে দুপুরে কুপিয়ে মেরেছে।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

গালিব আফসারৗ বলেছেন: বিশ্ববিদ্যালয় মারেনি। মেরেছে ছাত্রলীগ। খুনিদের কোন প্রতিষ্ঠান থাকেনা।

৬| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

জগতারন বলেছেন:
আমাদের সময়ে ১৯৮০-৮১ সালে আমা্রা কেহই ঐ কলেজে ভর্তি হতে চাইতাম না।
কারন অই কলেজে ছিল বি-ন-পি'র ছাত্র সংগঠ ও এক সন্ত্রাসী।
সে আজীবন এ সংগঠনের সভাপতি ছিল।
দুখিত! তার নামটি এখন স্মরনে আসছেনা।

একবার একটি ছাত্রকে কলেজ মাঠে মারতে মারতে মেরেই ফেলল সে।
এ ঘটনা ১৯৮১ সালের। এ রকম অহরহই হতো সেখানে।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

গালিব আফসারৗ বলেছেন: এখন অবশ্য সেরকম কিছু নেই।

৭| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৩

বিদেশে কামলা খাটি বলেছেন: এর একটি বড় ক্যাম্পাস দরকার। আপনি যেগুলো বললেন তার বেশীর ভাগই অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক অনেক আগে থেকেই আছে। আনে ইন্টারনেট ছিল না বলে অনলাইনে ভর্তির কোন ব্যাপার ছিল না।

৮| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯

তারেক ফাহিম বলেছেন: শিক্ষাঙ্গনে মারামারিতেও প্রেরণা দিয়েছিল জগন্নাথ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.