![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষি একটু বয়স্ক লোক,যিনি গ্রামে বেড়ে উঠেছেন বা গ্রাম্য সংস্কৃতির সাথে যার একটু সম্পর্ক ছিল,তারা সবাই এক সময়ের গ্রাম্য আনন্দ বিনোদনের জনপ্রিয় মাধ্যম সায়েরী/হাটুরে কবিতা শুনেছে- বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি । যাদের স্মৃতির অনেকখানি ভান্ডার এখনো সেই ঐতিহ্যে ভরা ।আমার বিশ্বাস এই ধরনের মানুষ সবাই ‘বদরগঞ্জের ফুলমালার কবিতা’ অবশ্যই শুনে থাকবেন। সেই হারানো কবিতাগুলো সংগ্রহ করা আমার অনেকটা নেশায় পরিনত হয়েছে। এ বিষয়ে ভালো -মন্দ অনেক অভিজ্ঞতা আমার অর্জণ হয়েছে। প্রয়াত গ্রাম্য কবি আমজাদ হোসেনের কন্যা রেহানা আপা কবির কয়েকটা কবিতা এবং তাঁর ছবি দিয়ে আমাকে সাহায্য করেন। পরিশেষে নিবেদন- যদি এবিষয়ে যদি কোন ভদ্র মহোদয়ের কাছে কোন তথ্য থাকে;দয়া করে সাড়া দিবেন।নিজে আপ্রাণ চেষ্টা করছি এগুলো সংকলণ করে পান্ডুলিপীকারে প্রকাশ করার।যদি না পারি, আগামীর জন্য রেখে যাবো; কোন এক ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ। আপনার সফলতা কামনা করি।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: আমজাদ সাহেবকে শ্রদ্ধা জানাই।