![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্নত জাতের মানুষের কথা বলছি না,
আমি ছলিম,কলিমের কথা বলছি;
যারা ভদ্রলোকের মতো ভালো নয়,
যারা এখনো তহবন পরিধান করে
ঘাঢ়ের গামছায় বউকে বেধে,
যৌথ পরিবার রক্ষায়
অভদ্রভাবে বউকে পিটায় ।
আমি সেই নীচু জাতের একজন হলে
পিতা-মাতা অগত্যা আশ্রমবাসী হতেন না!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০
এম.এ.জি তালুকদার বলেছেন: ভাই, ধন্যবাদ অশেষ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮
নাহিদ০৯ বলেছেন: ছোট্ট কিন্তু অনেক বেশি ধারালো
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০
কানিজ রিনা বলেছেন: অসাধারন,
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ংকর লেখা, ব্যাখ্যা করতে গেলে দিস্তা দিস্তা কাগজ লাগবে, কবিতাটি দেশের বরেণ্য কোনো কবি লিখলে দেশের জাতিয় দৈনিক পত্রিকায় শুকবারের ক্রোরপত্রে ছাপা হতো - আর সপ্তাহ ভরে তার সমালোচনা হতো কলামের পর কলাম ।
লিখুন আপানার লেখার প্রয়োজন আছে।