![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।
বাসযোগ্যতার মানদন্ডে আমাদের রাজধানী ঢাকা পৃথিবীর সব শহরের মধ্যে সবচেয়ে নিচের দিকে অবস্থান করছে । যে বুড়িগঙ্গার পানি মানুষ গোসলসহ নানা কাজে ব্যবহার করত তা আজ বিষের সমান। প্রতিদিন গৃহস্থালি ও কলকারখানার বর্জ্য মিশছে বুড়িগঙ্গায়। বাতাস , পানি ও মাটিদূষণের সঙ্গে সঙ্গে শব্দের অনিয়ন্ত্রিত মাত্রা তৈরি করছে মারাত্মক স্বাস্থ্যসংকট। তীব্র যানজট সময়কে স্থবির ও অকার্যকর করে রেখেছে প্রতিদিন।
©somewhere in net ltd.