![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে রয়েছে অসংখ্য তারকাদের নামে অনেক মিথ্যা আইডি। বাংলাদেশী তারকারাও এর ছোবল থেকে রেহাই পায়নি। দেশের অসংখ্য খ্যাতানামা তারকার নামে রয়েছে এক বা একাধিক মিথা আইডি।
তারকারা নিজেদের আসল আইডি ব্যবহার করতে করতে দেখে যাচ্ছেন তাদের ছবি ব্যবহার করে আরও অনেক মিথ্যা আইডি। ফলে নিজেতো বিভ্রান্তিতে পারছেন সেইসাথে আইডিগুলো থেকে ভক্তরা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত।
এসব মিথ্যা আইডি গুলোর মাধ্যমে তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
যেসব অসাধু ফেসবুক ব্যবহারকারী তারকাদের নামে মিথ্যা ফেসবুক আইডি চালাচ্ছে তারা অনেক ভুল তথ্য সরবরাহ করে এবং মাঝে মাঝে অনেক বিকৃত স্ট্যাটাস দেয়। যা একজন মানুষ হিসেবে তো বটেই সমাজের খুব পরিচিত মানুষ হিসেবে তার সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে যায়।
ফেসবুকে ভিজিট করে দেখা গেছে, মডেল ও অভিনেত্রী সুজানা, মেহজাবিন, হৃদয় খান, শখ, জয়া আহসান, অপূর্ব, প্রভাসহ অনেক গায়ক ও অভিনেতার নামে অনেক ফেইক আইডি রয়েছে।
©somewhere in net ltd.