![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।
ফেসবুকের ইমেইল এবং পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করাই ভালো। মোবাইল ফোনের মাধ্যমে পাসওয়ার্ডের পাশাপাশি চাইলে আরও একটি নিরাপত্তা বাড়িয়ে নিতে পারেন।
আপনার মোবাইল ফোন নম্বরটি ফেসবুকে Privacy Settings থেকে Mobile-এ গিয়ে যোগ করুন। তারপর মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি নম্বর যাবে, সেটি দিয়ে মোবাইল নম্বরটি যোগ করা নিশ্চিত করুন।
এবার Privacy Settings থেকে Security Settings-এ গিয়ে Login Notification টা Enable করে দিন। এতে করে যেখানেই ফেসবুকে ঢুকতে চাইবেন ইউজার নেম, গোপন নম্বর দেওয়ার পর আপনার মোবাইলে একটি কোড যাবে। সেটি দিলেই কেবল আপনি ফেসবুকে ঢুকতে পারবেন।
পাশাপাশি Privacy Settings থেকে Notification Settings-এ প্রয়োজনীয় ই-মেইল নোটিফিকেশনগুলো চালু করে নিন। এতে কেউ যদি আপনার অবর্তমানে ফেসবুকে প্রবেশ করতে চান, তাহলে ই-মেইল পাবেন। পাশাপাশি এসএমএস তো পাবেনই। এতে করে আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
©somewhere in net ltd.