![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।
কিছু কিছু মানুষের চরিত্রে সমালোচনা করার গুনটি এমনভাবে জড়িয়ে যায় যে তারা যা কিছুই দেখুক না কেন সবকিছুতেই তাদের এ গুনটি প্রয়োগ করেই এমনটি হয়ে যায়, যা মোটেই কাম্য নয়। আসলে তারা ভূলে যায় তারা যা বলছে তা ঠিক না বেঠিক।
দেশের মিডিয়া সেক্টরের নতুন খরব হচ্ছে, দেশে ১৩ টি নতুন টিভি চ্যানেল আসছে। আর এ খবরে অনেক শ্রদ্ধেয় প্রবীণ মিডিয়া কর্মীদের গা পুড়ছে। তাদের অনেকে বলছে, এখন দেশে মুড়ি মোয়া বিক্রির মতো টিভি চ্যানেল বিক্রি হচ্ছে, এখন চাইলেই পরিবারের নামেও টিভি চ্যানেল করা যায়, এসব টিভি চ্যানেলে অদক্ষ নতুন কর্মী নিয়োগ করে মান নষ্ট করা হচ্ছে ইত্যাদি কথামালায় সমালোচনা করেছেন অনেক শ্রদ্ধেয় প্রবীণ টিভি মিডিয়া কর্মী।
সমালোচক এসব টিভি মিডিয়া কর্মীদের একটা বিষয় মনে রাখা দরকার যে, আজ যারা নবীন কর্মী তারা কাজ করতে করতে এক সময় প্রবীণ কর্মী হবেন। যেমনটি আপনারাও হয়েছেন। আপনারা একধাপে অভিজ্ঞ বা দক্ষ কর্মী হননি। কাজ করার সুযোগ পেয়েছেন বলেই আপনারা আজ প্রবিণ টিভি কর্মী।
নতুনদের কাজের সুযোগ করে দিতে আসছে নতুন টিভি চ্যানেল। এসব টিভি চ্যানেলে নিয়োগ পেয়ে দেশের বেকারদের একটি উল্লেখযোগ্যসংখক কাজের সুযোগ পাবে। এতে কিছুটা বেকার সমস্যা নিরসন হবে। যা সচেতন মহলের একান্ত কাম্য। যদি কাজের সুযোগই সৃষ্টি না হয় তবে বেকার সমস্যা সমাধান হবে কি করে...! আর যেহেতু মিডিয়া বিশেষ করে টিভি মিডিয়া একটি উন্নয়নশীল ক্ষেত্র। তাই এটি একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে পরিনত হতে পারে নতুনদের জন্য।
প্রবিণ টিভি কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন করে বলতে চাই, নতুনদের কাজের সুযোগ দিয়ে আপনাদের ফেলে যাওয়া স্থানগুলো পূরণ করার সুযোগ দিবেন। আগনমকে সমালোচনা না করে মান উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত রাখবেন এ কামনাই করছি আমরা নতুনরা। ভুলে যাবেন না যে, আপনারাও একসময় নতুন ছিলেন......।
©somewhere in net ltd.