![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।
এক বড়ভাইয়ের আমন্ত্রনে মাস তিনেক আগে জন্ম নেয়া একটা অনলাইন পত্রিকায় গিয়েছিলাম। সেখানে এক এডিটরের সাথে সাক্ষাৎ হলো।
পরিচয় শেষ তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি করেন?
আমি বললাম, এইতো পড়ালেখা শেষ পর্যায়ে আর একটা পত্রিকায় সাব-এডিটর হিসাবে কাজ করছি।
তিনি বললেন, বেশ ভালো, তা কতদিন ধরে কাজ করছেন?
আমি বললাম, এইতো ভাইয়া প্রায় ২ বছর।
দেখে মনে হলো না যে তিনি আমার চেয়ে বেশি দিন কাজ করেছেন। কিন্তু বোঝালেন অনেক অভিজ্ঞ। যাইহোক চলে আসার তাড়া দেয়ারসময় তার শেষ কথায় আমি অবাক হলাম।
তিনি বললেন, বাইরের অবস্থা ভালো না। ভয় পাচ্ছেন? বাসায় চলে যাবেন? শোনেন, মরনের ভয় পেলে এ পেশায় থাকতে পারবেন না। কিছু করতে পারবেন না। কত গোলাগুলির মধ্যে নিউজ কাভার করেছি...সাঁতরিয়ে নদী পার হয়েছি...গাড়ি না পেয়ে মাইলের পর মাইল হেঁটে এসেছি। মনে রাখবেন জীবনের চেয়ে এ পেশার মূল্য অনেক বেশি।
©somewhere in net ltd.