নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে সবকিছু

লেখালেখির প্রতি আকর্ষন ছোটবেলা থেকেই

মাহাবুব মাসফিক

লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।

মাহাবুব মাসফিক › বিস্তারিত পোস্টঃ

দেশে মোবাইল ফোন গ্রাহক ১১ কোটি

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে দ্রত গতিতে। বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১১ কোটিতে পৌঁছেছে। চলতি বছরে অক্টোবর পর্যন্ত হিসাব শেষে দেখা গেছে, দেশে সক্রিয় মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ৯২ হাজার জন।



গত ৩ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের ৬টি মোবাইল অপারেটরদের দেয়া তথ্য অনুসারে বিটিআরসি এ প্রতিবেদন প্রকাশ করেছে।



গ্রাহকের সংখ্যার দিক থেকে প্রথমে আছে গ্রামীণফোন, দ্বিতীয় অবস্থানে বাংলালিংক, তৃতীয় অবস্থানে রবি, চতুর্থ অবস্থানে রয়েছে এয়ারটেল এবং এর পরেই আছে দেশের একমাত্র সরকারী টেলিকম কোম্পানী টেলিটক এবং গ্রাহকের সংখ্যার দিক থেকে সর্বশেষে অবস্থান করছে আর্থিক সংকটে থাকা সিটিসেল।



বিটিআরসি প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রতিটি কোম্পানীর গ্রাহকের সংখ্যা তুলে ধরা হলো:

অক্টোবর পর্যন্ত গ্রামীনফোন লিমিটেড (জিপি) এর গ্রাহক : ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিডেট (বাংলালিংক) এর গ্রাহক সংখ্যা : ২ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার।

রবি আজিয়াটা লিমিটেড (রবি) এর গ্রাহক সংখ্যা : ২ কোটি ৪৮ লাখ ২৯ হাজার।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল) এর গ্রাহক সংখ্যা : ৮২ লাখ ২৯ হাজার।

প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) এর গ্রাহক সংখ্যা : ১৩ লাখ ৪৪ হাজার।

টেলিটক বাংলাদেশ লিমিটেড (টেলিটক) এর গ্রাহক সংখ্যা : ২৩ লাখ ৪০ হাজার।



বিটিআরসি তথ্য মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার। অর্থাৎ ২৪ লাখ ৪৩ হাজার গ্রাহক বেড়েছে অক্টোবরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.