নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে সবকিছু

লেখালেখির প্রতি আকর্ষন ছোটবেলা থেকেই

মাহাবুব মাসফিক

লেখালেখির প্রতি আকর্ষন আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা যখন আমার বয়স ৭ কিংবা ৮ তথন গুনগুনিয়ে কত অজানা গান গেয়েছি! সেই সব দিনের কথা আজও মনে পড়ে। পড়ালেখা এখনো শেষ হয়নি। চলছে আর সেই সাথে চলছে স্বপ্নের ক্যারিয়ার সাংবাদিকতা।

মাহাবুব মাসফিক › বিস্তারিত পোস্টঃ

অকাজের আন্ডা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

স্যার: বল্টু, তোদের তো অনেক হাঁস, কাল আসার সময় আমার জন্য দুইটা আন্ডা নিয়ে আসিস।
বল্টু: স্যার, দুইটায় চলবে?
স্যার: হ্যাঁ, চলবে। পরে দরকার হলে আমি আবার বলব।
বল্টু: স্যার, এই নেন। (একটা খাতা এগিয়ে দিয়ে)
স্যার: এইটা কী রে?
বল্টু: স্যার, মাত্রই তো দুইটা ডিম চাইলেন। এর জন্য আবার এক দিন অপেক্ষা করার কী দরকার! আপনি তো বললেন, আমি অঙ্কে আন্ডা পাইছি। আর এগুলো তো আমার কোনো কাজে আসবে না, আপনিই রেখে দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.