![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।
শেষ রোজার ইফতারটি করলাম পৃথিবীর বিখ্যাত দুবাইর জুমেরাহ এ্যামিরাটস টাওয়ার হোটেলের । ওরা আমাদের ১৫০ জনকে ইনভাইট করেছিলো । আমাদের ভ্যানু ছিল এ্যামিরাটস টাওয়ার হোটেলের Ballroom এ । আর খাবার মেনুতে ছিল ২৬১টি আইটেমস । আমি অবাক হয়ে দেখলাম যার যতটুকু প্রয়োজন সে নিচ্ছে তারচেয়ে ৫গুণ বেশি । অপচয়েরও তো একটা সীমা থাকা দরকার । আমি এমন অনেককে দেখেছি যে প্রায় ৬০টি পর্যন্ত আইটেম নিয়েছে ইফতার করার জন্য । উল্লেখ্য যে এ্যামিরাটস টাওয়ার হোটেলে পৃথিবীর অন্যতম একটি বিলাশবহুল হোটেল ।অন্য খাদ্যের কথাতো বাদই দিলাম শুধু এক কাপ কফির মূল্য সেখানে ৭৫ দিরহাম অর্থাৎ বাংলাদেশের প্রায় ১৭০০ টাকা ।আমি ম্যানেজারকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে উক্ত পার্টির জন্য বাজেট ধার্য করা আছে ২,৬০০০০দিরহাম অর্থাৎ আমাদের জনপ্রতি খরচ পড়েছে মাত্র ১৭৩৩ দিরহাম অর্থাৎ বাংলাদেশের ৩৮,০০০টাকা মাত্র । মাত্র আধা ঘন্টায় ৩৮ হাজার টাকার খাবার খেয়ে ফেল্লাম ? খেয়েছি আর ভেবেছি পৃথিবীর কত প্রান্তে আমার কত ভাই বোন না খেয়ে রোজা রাখছে আর আমরা এখানে ইফতার করছি ২৬০টি আইটেমস যোগে । সত্যিই বড়ই অদ্ভুত আমাদের পথচলা । আল্লাহ কত মানুষকে যে কতভাবে পরীক্ষা করেন । হে আল্লাহ আমাদের পরীক্ষার সম্মূখীন করোনা।আমিন
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
"আর খাবার মেনুতে ছিল ২৬১টি আইটেমস । আমি অবাক হয়ে দেখলাম যার যতটুকু প্রয়োজন সে নিচ্ছে তারচেয়ে ৫গুণ বেশি । "
-২৬১ আইটেম যারা করেছে তারা অবশ্যই ইডিয়টের দলে পড়ে। ওদের কাছাকাছি লোকদের দাওয়াত করেছে ওরা।