নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মালিক, তুমি জান্নাতে তোমার কাছে, আমার একটা ঘর বানিয়ে দিও ।আমিন।।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি

পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি › বিস্তারিত পোস্টঃ

অজু ছাড়া কোরআন ধরা যায়, পড় যায়, কিন্তু নাপাক হলে ধরা ও পড়া যায়না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

অজু ছাড়া কোরআন ধরা যায়, পড় যায়, কিন্তু নাপাক হলে ধরা ও পড়া যায়না। অজু না থাকলেই মুসলীম নাপাক হয়না।অমুসলীমদেরকে কোরআন দেয়া যাবে, যদিও সে নাপাক। কোরআন পড়েইতো সে ইনশাআল্লাহ পাক হবে। কোরআন দ্বারা সে নিজেকে পবিত্র করবে। কেউ একজন যে কোন করণে নাপাক হলো। এখন তাকে পবিত্র পানি দ্বারা পাক হতে হবে। তাকে কোন নির্বোধ যদি বলে, এই তুমি তো নাপাক! পবিত্র পানি ধরেছ কেন?এটা কি ঠিক??
তাই অপবিত্র অমুসলীমদেরকে অবশ্যই পবিত্র কোরআন দিতে হবে, যাতে তারা কোরআন দ্বারা নিজেদের জীীবন পবিত্র করতে পারে।
গোরামী পরিহার করে ইনশাআল্লাহ আলোতে বের হতে হবে আমাদের।
আপনি কোরআনের কপি না দিয়ে একজন অমুসলীমকে কিভাবে দাওয়াত দিবেন? বলবেন যে, লেকচার দিয়ে। কিন্তু আপনার লেকচার শোনার সময় তার হাতে নেই। বলবেন যে, রাসুল সাঃ এর মত দাওয়াত দেব। কিন্তু আপনি কি রাসুল সাঃ এর মত ২৩ বছর সময় পাবেন? কিন্তু আপনাকে অবশ্যই কোরআন প্রচার করতে হবে। অতএব, আপনার হাতে মাত্র একটিই অপশন খোলা আছে। আর তা হলো সরাসরি কোরআনের কপি ধরিয়ে দেয়া।
আপনি কোন স্বপ্নচারী মুরুব্বী বা অর্ধ শিক্ষিত আলেম বা বেয়াকুফ পীরের কথায় কান না দিয়ে বরং কোন অমুসলীমের হাতে একটি সুন্দর প্রিন্টেড সহজ ও বোধগম্য মূল আরবী সহ কোরআনের অনুবাদ কপি হাঁসিমুখে তুলে দিয়ে সে চলে যাওয়ার পর দু হাত তুলে আল্লাহকে বলুন- "" হে আল্লাহ, আমি তোমার কোরআনের পবিত্র একটি কপি একজন অপবিত্র মানুষের কাছে তুলে দিয়েছি। তুমি তোমার এ কালাম দ্বারা তাকে পবিত্র করে দাও। আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.