নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মালিক, তুমি জান্নাতে তোমার কাছে, আমার একটা ঘর বানিয়ে দিও ।আমিন।।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি

পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর পর স্বামী-স্ত্রী একে অপরকে দেখতে ও গোসল, কাফন পড়াতে পারবেন কি??

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

মৃত্যুর পর স্বামী-স্ত্রী একে অপরকে দেখতে ও গোসল, কাফন পড়াতে পারবেন কি??
উত্তরঃ হ্যাঁ অবশ্যই পারবেন ।হাদীসে কোন নিশেধতো নেই ই বরং উৎসাহ দিয়েছে ।
>>>আয়েশা (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্বীউল গারক্বাদ থেকে যখন ফিরে আসলেন, তখন তিনি আমাকে মাথার যন্ত্রণা অবস্থায় পেলেন। আমি বলছিলাম, হ্যায় আমার মাথা ব্যথা! তখন রাসূল সা, বলেছিলেন, আয়েশা! বরং আমার মাথায় ব্যথা হয়েছে। অতঃপর তিনি বলেন, তোমার কোন সমস্যা নেই। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে আমি তোমার পাশে থাকব, তোমাকে গোসল দিব, তোমাকে কাফন পরাব এবং তোমার জানাযার ছালাত আদায় করব।’ এতে আয়েশা (রা.) একটু সন্তুষ্ট হলেন, খুশি হলেন। সহিহ বুখারি, ইবনু মাজাহ: ১৪৬৫, ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ- ৯; সনদ হাসান
>>> যখন ফাতিমা বিনতে মোহাম্মদ (রা.)-এর মৃত্যু হয়, তখন আলী ইবনে আবু তালিব (রা.) নিজেই গোসল দিয়েছেন এবং নিজেই দাফনের কাজ সম্পন্ন করেছেন। এখান থেকে বোঝা যায়, সালফেস সালেহিনের আমলেও সাব্যস্ত হয়েছে, রাসুল (সা.)-এর অনুমোদনেও সাব্যস্ত হয়েছে।আসমা বনিত উমাইস (রাঃ) বলেন, আমি এবং আলী (রাঃ) রাসূল
(ছাঃ)-এর কন্যা ফাতেমাকে গোসল দিয়েছি।হাকেম হা/৪৭৬৯; বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৬৯০৭;
>>> অন্য দিকে আয়েশা (রাঃ) বলেন, لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِىْ مَا اسْتَدْبَرْتُ مَا غَسَّلَهُ إِلاَّ نِسَاؤُهُ ‘পরে যা জানলাম তা যদি আগে জানতাম, তবে রাসূল (ﷺ)-কে তাঁর স্ত্রীরা ছাড়া কেউ গোসল দিতে পারত না’।আবুদাঊদ হা/৩১৪১, ২/৪৪৮ পৃঃ, ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-৩২; সনদ হাসান, ইরওয়াউল গালীল হা/৭০২, ৩/১৬২ পৃঃ।
তাই কোনো ব্যক্তির স্ত্রী যদি মারা যান, তিনি মৃত স্ত্রীকে গোসল দিতেও বাধা নেই, স্পর্শ করতেও বাধা নেই এবং কবরে দাফন করতেও কোনো বাধা নেই। এই কাজগুলো তাঁর জন্য জায়েজ, তিনি করতে পারবেন।
আদ্দুররুল মুখতার নামক ফতোয়ার কিতাবের: ১ম খন্ডে ৫৭৫পৃষ্ঠায় আছে- সহীহ মতানুসারে স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল দেয়া ও স্পর্শ করা নিষেধ। তার দিকে দৃষ্টি দেয়া নিষেধ নয়। । এই কথাটি লেখকের মত । কিন্তু হাদীস নয় ।তাই এটার উপর আমল করা জায়েজ নয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.