![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।
ধর্মহীন সৌন্দর্য পৃথিবীকে কখনও সভ্য করেনি।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিসংখ্যান দেখেন ইতিহাস ও রাষ্ট্র-বিজ্ঞান পড়ুয়া উচ্চশিক্ষিত লোক সবচাইতে বেশি পাবেন। কিন্তু, আমরা ইতিহাস ও রাষ্ট্র চিন্তা থেকে সবচাইতে বেশি দূরে। আমাদের অর্থনীতির ছাত্র কম, কিন্তু মানুষের অর্থনৈতিক চিন্তা সবচাইতে বেশি।
আপনি ইতিহাস দেখেন, ধর্মহীন বা ধর্মকে আবমাননা করে গড়ে ওঠেনি। মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় একটি অদৃশ্য ঐশী শক্তি কল্পনা করে। এক্ষেত্রে যখন সে স্রষ্ট্রা প্রদত্ত্ব কোন ধর্মীয় নিদের্শনা না পেলে নিজের মত করেই কাউকে কল্পনা করে নেয়। ইতিহাসের বড় বড় সভ্যতার পিছনের ধর্ম তাদের মূথ্য ভুমিকা পালন করেছে। তাছাড়া, একই ধর্মীয় চিন্তা মানব সমাজকে যেমন একতাবদ্ধ রাখতে পারে; অন্য কোন মতবাদের দ্বারা তা সম্ভব নয়। অপরাধ দমনেও ধর্ম গুরুত্ত্বপূর্ন ভুমিকা পালন করে।
কিন্তু, বর্তমানের কিছু আমলা শ্রেণীর মধ্যে ধর্মহীণ চিন্তা ভর করেছে। এরা “বদলে যাও, বদলে দাও” স্লোগান তুলে আমাদের সুন্দর সমাজ ব্যবস্থাকেই ভেঙ্গে দিতে চায়। আমাদের পরিবার ও সমাজ কেন্দ্রীক যে ব্যবস্থা তা অনেকটা ধর্ম ও মসজিদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। অমাদের সমাজে ধর্মের বন্ধন যত আলগা হচ্ছে, অপরাধ প্রবনতা ততই বাড়ছে।
ফেসবুকে বহুল প্রচলিত একটি নিউজ দেখতে পাই, “সৌন্দর্যের অজুহাতে হাতিরঝিলের মাসজিদ কে ভেঙ্গে ফেলা হচ্ছে।” যদিও সংবাদটি ভাল মানের কোন পত্রিকায় প্রচার দেখছি না। কিন্তু, “হাতিরঝিলের ছিনতাই ও নেশা খোরদের উৎপাত বাড়ছে” এমন সংবাদ পত্রিকায় অনেকবার দেখছি।
এখন প্রশ্ন হলো, হাতিরঝিল মাসজিদ ভাঙ্গা হবে কেনো ??? আর হাতিরঝিলের ডিজাইনে মসজিদ থাকবে না কেনো ???
ঢাকার শহরের ঐতিহ্য মসজিদের নগরি হিসেবে। হাতিরঝিল এ ঐতিহ্যের বাহিরে নয়। সুন্দর একটি এলাকায় বাঁশের চাং পেতে মসজিদ আসলে সৌন্দর্যের সাথে মানায় না। এখানে অত্যাধুনিক একটি মসজিদ ডিজাইন প্লানিং থাকা উচিত ছিলো। এখানে অত্যাধুনিক একটি মাসজিদ হাতিরঝিলের সৌন্দর্য ও নিরাপত্তা বৃদ্ধি করবে। মসজিদ যেহেতু ভাঙ্গা হয়েছে, তাই এখানে অত্যাধুনিক মসজিদ করা হোক।
ঢাকার শহরে ১৯৫৯ সালে 'বায়তুল মুকাররম মসজিদ সোসাইটি' গঠন করে পাকিস্তান আমলে মসজিদ করা হয়। কিন্তু, বাংলাদেশ সরকারের আমলে আজ পর্যন্ত ঢাকায় ভাল মানের কোন মসজিদ করা হয়নি।
হাতিরঝিলে যেহেতু ভাল জায়গা আছে, পরিবেশের সাথে ভাল মানের একটি মসজিদ মানান সই। তাই, ইসলামিক ফাইন্ডেশন ও সরকারের কাছে দাবি থাকবে অন্তত হাতিরঝিলে উন্নত একটি মসজিদ করুন। এই মসজিদ দিয়ে হলেও ইতিহাস আপনাকে স্বরন রাখবে।
পৃথিবীর ইতিহাস হলো, মানুষ কেউ কাইকে মনে রাখে না। একটা সময় সব রাজা-বাদশা কালের গহবরে হারিয়ে যায়। কিন্তু, যারা ধর্মীয় ও সমাজিক স্থপনা নির্মান করেন তরা মোট-মোটি ইতিহাস হয়ে মানুষের মনে স্থান পান।
কোন সরকার এই জমিনে স্থায়ী নয়। কিন্তু, যারা ধর্মীয় ও সমাজিক স্থপনা নির্মান করেছেন তারা মানুষের স্বরণে এখনও আছেন।
দায়া করে সরকারের নীতিনির্ধারনী মহল বিষয়টি ভেবে দেখবেন।
আল্লাহ আমাদের একমাত্র সাহায্য কর্তা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমীন।
©somewhere in net ltd.