নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মালিক, তুমি জান্নাতে তোমার কাছে, আমার একটা ঘর বানিয়ে দিও ।আমিন।।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি

পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি › বিস্তারিত পোস্টঃ

একজন কাপড় ব্যাবসায়ী আবু হানিফা (রহঃ) যদি মুসলমানের ইমাম হতে পারে

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

একজন কাপড় ব্যাবসায়ী আবু হানিফা (রহঃ) যদি মুসলমানের ইমাম হতে পারে।
একজন ঘড়ির মেকানিক শায়খ নাসীরউদ্দিন আলবানী (রহঃ) যদি হাদিস ব্যাখ্যাকারী হতে পারে।
একজন সুতা ব্যাবসায়ীর ছেলে ইমাম গাজ্জালী (রহঃ) যদি ইমাম হতে পারে।
কাম কাজ বাদ দিয়ে মিলাদের, যাকাতের টাকা খাওয়া লোকেরা যদি ইসলামের কথা বলতে পারে।
আমাদের দেশে আটরশি, মাইজভান্ডারি, শাহবাগী, কুতুববাগী এর ভন্ড ও মুশরিক পির সাহেবরা যদি ইসলামের কথা বলতে পারে।
তাহলে ডাঃ জাকির নায়েক কেন পারবেন না ???
যিনি সব বড় বড় ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন,
যাকে মদিনা ইউনিভার্সিটিতে রেখে দিতে চেয়েছিল,
দুবাই রেখে দিতে চেয়েছিল,
যাকে কিং ফয়সাল এওয়ার্ড দিয়েছে সৌদির আলেমরা,
যাকে সন্মান দেয় পবিত্র কাবার ইমামরা।
কিন্তু সেই মানুষটাকে কাফের, ইহুদিদের দালাল ট্যাগ দিচ্ছে আমাদের দেশের মানুষ নামের অধম জন্তুর দল, বালহুম আদম ডাইলপুরী টাইপ কিছু আলেম দাবীদাররা।
একজন মানুষ কত বড় দাঈ হলে সকল প্রতিকুলতায় বাধাগ্রস্ত হওয়ার পরেও ইসলামের দাওয়াত দিয়ে যেতে পারে সেটা শুধু আল্লাহর জন্য ভালবাসা আদান প্রদানকারীরাই বুঝতে পারবে।
যখনি দেখবেন কেউ ডাঃ জাকির নায়েকের বিরোধীতা করে, বুঝে নিবেন ঐটা হয় মাজার পুজারী, ধর্ম ব্যাবসায়ী, নাহয় অন্ধ।
যার লেকচার শুনে হাজার হাজার, লাখ লাখ মানুষ ইসলামের পথে আসছে সেই বান্দাকে কটুক্তি করার আগে অন্তত একটিবার ভেবে দেখা উচিত।
আমি ব্যক্তিগত ভাবে ডাঃ জাকির নায়েককে আল্লাহর জন্য ভালবাসি।
আল্লাহ্ ডাঃ জাকির নায়েকের মেধা আরো বাড়িয়ে দাও। সে যেন আরো বেশি বেশি তোমার দ্বীনের খেদমত করতে পারে, সেই তৌফিক দাও। আমিন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.