নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মালিক, তুমি জান্নাতে তোমার কাছে, আমার একটা ঘর বানিয়ে দিও ।আমিন।।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি

পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি › বিস্তারিত পোস্টঃ

পাহাড়, সাগর, আকাশ,অরণ্য মরুভূমি এই পাঁচটি আমার প্রিয় জায়গা

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

পাহাড়, সাগর, আকাশ,অরণ্য মরুভূমি এই পাঁচটি আমার প্রিয় জায়গা । কারণ এই পাঁচটিই বিশাল ও সুবিস্তৃত । তাছাড়া এই পাঁচটি সৃষ্টির মাঝে খুঁজে পাওয়া যায় স্রষ্টার নিপুণ সৃষ্টি বৈচিত্রের বিশাল ভান্ডার ।তাই যখনই সময় পাই ছুটে যাই কখনো পাহাড়ে কখনো সাগরে । কখনো অরণ্যে আবার কখনো মরুভূমে । সুবিশাল আকাশটাতো সারাক্ষণ মাথার উপরেই থকে । তবুও ছাদে উঠলে আকাশটা অন্য রকম মনে হয় । যত উঁচু দালান হবে , আকাশও তত সুন্দর হবে । সবচেয়ে ভাল দেখায় যদি ৮০/৯০ তলা বিল্ডিং হয় । তবে এই আকাশটাকে আমি ১৭০ তলা বিল্ডিং এ দাড়িয়ে দেখেছি । শরীর ছুঁয়ে ছুঁয়ে যখন মেঘগুলো চলে যেতো তখন অন্য রকম অনুভূতি হতো । আর সেটা বুর্জ খলিফা টাওয়ার । পৃথীবির অন্যতম উঁচু দালান এটা । তবে আরো অন্য রকম অনুভুতি হয় পাহাড়ে । পাহাড়গুলো আমার কাছে জীবন্ত মনে হয় । যখন তিন কিলোমিটার উচ্চতায় উঠি তখন মেঘগুলো ভাসতে থাকে নিচে । মেঘ ঘন হলে নিচে কিছুই দেখা যায়না । তখন মনে হয় প্লেনের ছাদে দাড়িয়ে আছি ।
যাইহোক আজ আমি আপনাদের কিছু পর্বতের ছবি দেখাব । ছবিগুলো ইউ এ ই র রাস আল খাইমা থেকে উঠানো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.