![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।মরণ একদিন মুছে দিবে দেবে সকল রঙ্গীন পরিচয় ।
কওমি ভাইয়েরা, সমালোচনা করেন আর গালি দেন, দিন শেষে নিজেকে ক্ষমা করতে পারবেন কি-না ভেবে দেখুন।
গত কয়েকদিন থেকে জামায়াত শিবিরের নামে একটা জগন্য মিথ্যাচার করে যাচ্ছেন । জামায়াত শিবির নাকি কওমি স্বীকৃতির বিরোধিতা করছে!!
মূলত যে দুটি ইস্যু নিয়ে দ্বন্দ্ব তার শুরু কিন্তু আপনাদের কারনেই...
একঃ-
খালেদার সাথে জামায়াত নেতাদের প্রোগ্রামের ছবি দেখিয়ে আপনারাই মুনাফিক, বেঈমান কাফেরে দালাল ইত্যাদি ইত্যাদি যাবতীয় নোংরা ভাষায় গালি দিয়েছিলেন।
কিন্তু প্রয়োজন আল্লামা শফি হুজুরকে ও শেখ হাসিনার পাশে বসালো।
দুইঃ-
জাতীয় সংসদে সর্বপ্রথম আল্লামা সাঈদী যখন কওমী মাদ্রাসাকে স্বীকৃত করনের জন্যে বিল উপস্থাপন করেছিল তখনি কওমির আলেমরা বলেছিল , সাঈদী কওমী মাদ্রাসা ধ্বংসের নতুন খেলা শুরু করেছে।
আজ সেই মজলুম জালিমের কারাগারে, আর আপনারা স্বীকৃতি নিলেন আলেমদের রক্ত মাখা হাত থেকে। নিজেদের ক্ষমা করতে পারবেন কি-না ভাবুন...
জামায়াত যা বুঝে আপনারও তা বুঝেন। তবে আপনাদের বুঝতে কয়েক যুগ লেগে যায়।
আমি আগেই বলেছি, মানুষ মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়। কিছু আবেগি শিবির কর্মী শফি হুযুরকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। যা অবশ্যয় অপরাধ কিন্তু তাও আপনাদের সৃষ্ট ইস্যুর কারনেই...
কেন্দ্রিয় ভাবে স্বীকৃতি দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়েছে জামায়াত শিবির। আর স্বীকৃতি বাতিলের দাবী জানিয়েছে মাজার পূজারীরা।
কিন্তু মাজার পূজারীদের কিছু না বলে আপনারা মিথ্যাচার করছেন জামায়াত শিবিরের নামে।
আপনাদের সামনে গ্রীক মূর্তি নামক একটা মুলো ঝুলানো আছে। এই মুলোটা আপনাদের মুখে কুলূপ এঁটে দেয়ার জন্য। একটু ঘাড় ত্যরামি করে হাসিনা হয়তোবা মূর্তি সরাবে। এরপর বলবে, আপনাদের দাবী তো মানলাম। এবার চুপ থাকুন।
একটু চিন্তা করুন...
গ্রীক মূর্তি সরালেই কি দেশে ইসলাম কায়েম হয়ে যাবে??
ক্ষমতায় বসে থাকা ইন্ডিয়ান মূর্তিটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।
ইন্ডিয়ান জ্যান্ত মূর্তিটা আলেমদের রক্ত দিয়ে হলি খেলেছে। সামরিক ব্যবস্থা ধ্বংস করে দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিচ্ছে...
আপনারা ক্ষমতায় চেপে বসা মূর্তিটাকে সরানোর চিন্তা না করে উপরন্ত ঐ মূর্তিটার কাছে গ্রীক মূর্তি সরানোর দাবী করছেন!!!
রাসূল(সঃ) কিভাবে কাবা ঘর থেকে মূর্তি সরিয়েছেন?
রাসূল(সঃ) কি আবু জাহেলের কাছে মূর্তি সরানোর আন্দোলন করেছিলেন?
না।
তাহলে কি করেছিলেন?
- গোপনে দাওয়াত দিয়েছেন।
- প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন।
- মার খেয়েছেন জেল খেয়েছেন।
- প্রয়োজনে তরবারি ধরেছেন।
- মদিনায় হিজরত করেছেন।
- আনসার ও মুহাজিরদের নিয়ে সংঘবদ্ধ হলেন।
- মক্কা বিজয় করলেন
- এরপর কাবা ঘর থেকে মূর্তি অপসরণ করলেন।
আপনার সাথে মিলিয়ে দেখুন।
গ্রীক মূর্তি সহ দেশের সব মূর্তিই সরানো যাবে, যদি ক্ষমতায় বসে ইন্ডিয়ান মূর্তিটা সরিয়ে আল্লহর আইন প্রতিষ্ঠা করা যায়।
আর ঐ মূর্তিটা সরাতে হলে আপনাকে অবশ্যয় রাজনীতিতে আসতে হবে।
জামায়াত রাজনীতি করছে বলে আপনারা নিজেদের জন্য রাজনীতি হারাম করে নিয়েছেন! কোন একদিন হয়তো রাজনীতিতে আসবেন। কিন্তু তখন দেখবেন তাল গাছটা আর নিজের জায়গায় নেই...
হেফাজতের কোনো ভাই কষ্ট পেলে আমাকে মাপ করে দিবেন।
আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক বুঝ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন...
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।