নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইতিহাসের একজন ছাত্র এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।

Mahabub Rahman

একজন বিদ্যার্থী

Mahabub Rahman › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাসঃ ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে গণজমায়েত

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

যেখানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে একাধিক মুসলিম দেশে জুমার নামাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেখানে পবিত্র মক্কা নগরীর মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদে নববীতে জুমা নামাজসহ নফল উমরা স্থগিত করেছে সৌদি সরকার। সেখানে উল্টো চিত্র আমাদের ধর্মপ্রাণ বাঙালি মুসলিমদের।

সারাবছর যারা নামাযে যেত না তারাও আজ ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে দলে দলে মসজিদে জামাতের সাথে নামায আদায় করতে যাচ্ছে! মূল সমস্যাটা নামায পড়াতে নয়, গনজমায়েতে।

লন্ডনের আলহুদা একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের খতীব ও চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, “গবেষকরা দেখিয়েছেন, প্রবেশের সময় থেকে নামাজ পড়া পর্যন্ত ঊনিশটা স্থানে মসজিদে আগত একজন মুসল্লির স্পর্শ লাগে। ওই সমস্ত স্থান অন্যরাও ব্যবহার করেন। মুসল্লিদের দুটি অবস্থা থাকে। হয় অন্যের সংস্পর্শ থেকে আক্রান্ত হতে পারে অথবা সে না জেনেই অন্যকেও সংক্রমিত করতে পারে। সুতরাং এ ক্ষেত্রে সংস্পর্শের দূরত্ব বজায় রাখা জরুরি।

এমন জরুরি অবস্থায় রাসুলের (সা.) এর জামানায় এবং সাহাবীগণের সময়ে ঘরে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। আজানেও ‘হাইয়া আলাসসালাহ’ এর পরিবর্তে ‘সাল্লু ফির রিহাল বা সাল্লু ফী বুয়ুতিকুম’ বলে আহবান করা হয়েছে। সুতরাং, এই বিশেষ পরিস্থিতিতে মসজিদে জামাতে বা জুমআয় না এসে ঘরে নামাজ আদায় করাই উত্তম এবং শরীয়তসম্মত। এটাই উলামায়ে কেরামের অভিমত। যদিও কোন কোন আলেমের মতামত এর বিপরীতে আছে।’

তিনি আরো বলেন, “বর্তমান পরিস্থিতিতে বা এহেন দুর্যোগপূর্ণ অবস্থায় মসজিদে নামাজ পড়া বিষয়ে ইসলামের স্পষ্ট বিধান রয়েছে।

এমতাবস্থায় হাদীস বলছে : ‘তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না এবং কাউকে ক্ষতিগ্রস্থ করবেও না’— এটিই এক্ষেত্রে এই মূলনীতি প্রযোজ্য হবে বলে বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরাম মতপ্রকাশ করেছেন।”

অন্যদিকে আমাদের দেশের কিছু মানুষ বলে যাচ্ছেন, ‘এটা আল্লাহর পক্ষ থেকে কাফিরদের উপর গজব৷ এই গজব থেকে মুক্তি পেতে সম্মিলিতভাবে দু’আ করতে হবে, যার ফলে মুসলমানদের কোন ক্ষতিই হবে না!’

একটা কথা মাথায় রাখা দরকার হাদীস শরীফে আমরা পাই, ‘মহামারী (প্লেগ) কাফিরদের জন্য আযাব, মুমিনদের জন্য রহমত।’[সহীহ বুখারীঃ ৩৪৭৪]

তারমানে এটা না যে, মুমিনরা মহামারীতে আক্রান্ত হবে না, মারা যাবে না।

জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী আবু উবাইদাহ (রাঃ) এবং আলেম সাহাবী মুয়াজ ইবনে জাবাল (রাঃ) এর প্লেগাক্রান্ত হয়ে শহীদ হওয়ার নজিরও রয়েছে।

সুতরাং, খোদার উপর ভরসা রেখে আমরা গা ভাসিয়ে দিয়ে চলবো- এমনটা নয়।

আমাদের দেশে একটা বিষয় লক্ষনীয় যে, অনেক মানুষের ‘তকদির’ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তাদের বিশ্বাস এরূপ- আল্লাহর উপর ভরসা করলে বুঝি সব কিছু এমনিতেই হয়ে যাবে! তাদের ধারণা ভুল।

এই ব্যাপারটা পরিস্কার করার জন্য একটা হাসিদ উল্লেখ করা যায়- ‘একদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) লক্ষ্য করলেন, এক বেদুইন পুরুষ তার উটকে না বেঁধে উন্মুক্ত অবস্থায় রেখে দিয়েছেন। তিনি বেদুইনকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার উটকে বাঁধলে না কেন? তখন বেদুইন উত্তর দিলেন, আমি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখেছি এবং সৃষ্টিকর্তাই আমার উটকে রক্ষা করবেন। তখন নবী মুহাম্মদ (সা.) বললেন, প্রথমে তোমার উট বাঁধো, তারপর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস স্থাপন করো।’ [তিরমিজি]

অর্থাৎ, কোন কিছু অর্জন কিংবা কোন কিছু থেকে পরিত্রাণ পেতে সর্বপ্রথম আমাদের নিজেদের কাজ করতে হবে এবং পরে ফলফলের উপর মহান আল্লাহ’র উপর ভরসা রাখতে হবে।

পরিশেষে বলা যায়, মহামারির সময় নিজ নিজ স্থানে অবস্থানের ব্যাপারে স্পষ্ট প্রমাণ হাদিস শরীফে পাওয়া যায়৷ মহানবী (সা.) তাঁর সময়ে এরূপ নির্দেশই দিয়েছেন।

সুতরাং, এই দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে নিজের এবং অন্যান্যদের জীবনকে ক্ষতিগ্রস্থ না করে নিজের বিবেককে কাজে লাগিয়ে ধর্মীয় বিধি মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা উচিৎ।


তথ্যসূত্রঃ

view this link

view this link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভয়াবহ আতঙ্ক। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৮

Mahabub Rahman বলেছেন: আল্লাহ আমাদের মাফ করুন

২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাহামারি শুরু হলে দায় ভার কে নেবে?

প্রথম শব্দ ছিল ইকরা। আমরা পড়ি না। না পড়লে যা হয় তা দেশে হচ্ছে।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

Mahabub Rahman বলেছেন: হ্যাঁ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.