![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ মাটি ছিনিয়ে নিতে কত বার ঝড় উঠেছে এ মাটি ভাসিয়ে দিতে কত বার বান ডেকেছে কত যে বুকের পাজর আড়াল করে রুখল সে ঝড় কত যে শোণিত ঢেলে ঊষর মাটি প্রাণ পেয়েছে মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে
সেদিন রাতে আমার বারান্দায় দেখি এক নুতন অতিথি হাজির। তিনি সাধারণত গাছে গাছে চরে বেড়ান, কিভাবে যে আমার বারান্দায় এস হাজির হল কে জানে? বোধ হয় ব্যালকনির পাশের আম গাছটা থেকে টুপ করে নেমে পড়েছে। মনুষ্য আবাসস্থল দেখার সাধ হয়েছিল হয়ত! আমি ঘরের বাইরে এসে দেখি তিনি চুপচাপ বসে আছেন। জিজ্ঞেস করলাম কি সমাচার-কি চাই? কিছু না বলেই দেখলাম তিনি প্রস্থান করার উদ্যোগস্বরূপ দেয়াল বেয়ে উঠার চেষ্টা করছেন ও বার বার পা ফসকে যাচ্ছে। ভাবলাম অতিথির স্মৃতি ধারণ করে রাখা দরকার। আমার মেয়ের খুব আগ্রহের বিষয় এই অতিথি। ওকে ছবি দেখাতে হবে। একবারে কাছে যেয়ে শুয়ে পড়ে ছবি তুললাম। ছবি তোলার সময় একটু ভয় হচ্ছিল, ওদের ওই বিষ ছিটিয়ে দিলে যদি চোখে যায় তবে কি হবে! না, ভাগ্যিস আমার সাথে অসদাচারণ করেননি তিনি। তবে ছবি তোলার পর আমিই তার সাথে একপ্রকার অসদাচারণ করলাম। ঝাড়ু দিয়ে তারে বিদায় করে দিলাম ঘরের পেছনের জঙ্গলের মধ্যে।
০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:১১
মহলদার বলেছেন: শান্ত এই প্রাণীটিকে কেন জানি ভয় করে খুব। এই ব্যবহার না করে কি উপায় আছে?
২| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:১৪
বড় বিলাই বলেছেন: এই আপনার অতিথী সৎকার?
০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:২৭
মহলদার বলেছেন: ওকে ভয় না পেলে হয়ত একটু আদর করা যেত , কিন্তু কুনো ব্যাঙ, গেছো ব্যাঙ আর টিকিটিকিকে আমার খুব ভয়। অথচ অন্যান্য ব্যাঙ, ঢোঁড়া সাপ, জোঁক এগুলো ধরতে একদম ভয় করে না।
৩| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৫৭
মেঘ রাজকন্যা বলেছেন: অতিথি নারায়ন, এমন করতে আছে অতিথির সাথে?
০২ রা এপ্রিল, ২০১১ রাত ১:১৫
মহলদার বলেছেন: আমার বুঝি পাপ হবি!! হায় হায়........
৪| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:০৬
বিডি আইডল বলেছেন: আছেন কেমন?
০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩২
মহলদার বলেছেন: ভাল, আপনার খবর কি?
৫| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:২৪
ফাইরুজ বলেছেন: অতিথি ঘরের লক্ষী।তাকে এই ভাবে খাতির যত্ন করা হলো।
০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৩
মহলদার বলেছেন: হায় হায়, একজন কয় অতিথি নারায়ন, আরেকজন কয় অতিথি লক্ষ্মী!
৬| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:৪২
শায়েরী বলেছেন: Haha
০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৫
মহলদার বলেছেন:
৭| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:৪৭
আরিফ রুবেল বলেছেন: আপনে কি আপনার বাসায় কেউ বেরাইতে ফডুক তুইলা রাহেন ???(মাথায় প্রশ্নবোধক চিহ্নের ইমো হইবেক)
০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩১
মহলদার বলেছেন: এই জাতীয় অতিথি আসলে তো অবশ্যই রাখি
৮| ০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৩
জর্জিস বলেছেন: অতিথি তুম কাব যাওগে
০২ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৭
মহলদার বলেছেন: ছেলে পেলে সব নষ্ট হয়ে গেল! ভিনদেশী অতিথিদের সাথে এরা যেভাবে হড়বড় করে হিন্দি বলে.......অবাক হতে হয় দেখে!
৯| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:২১
মহলদার বলেছেন: সুরঞ্জনা আপুর মন্তব্যটা ভুল করে মুছে ফেলেছি, দুঃখিত আপু।
এটি কুনো ব্যাঙ নয়, এটি এক প্রকার গেছো ব্যাঙ, ঠ্যাং গুলো খেয়াল করেন লম্বা লম্বা, দেহ লম্বাটে, গায়ের রং হলুদাভ। কুনো ব্যাঙ খাটো, মোটা, এদর গা ভর্তি আঁচিল থাকে।
এইটা হলো কুনো ব্যাঙ-
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১২:৩৪
কবির চৌধুরী বলেছেন: গেছো ব্যাঙ কি শুধু নামে না কামেও? মানে আম জাম গাছে উঠতে পারে?
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:০৭
মহলদার বলেছেন: অনেকবার এদের সাথে আমার সাক্ষাত হয়েছে। যখনই আপনি তাড়া দিবেন, আশে পাশে কোন গাছ থাকলে লাফিয়ে গাছে উঠে যাবে
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৪
ত্রিনিত্রি বলেছেন: ঘরে আসা অতিথির সাথে এই কি ব্যবহার