![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাসে ঘুমাতে পছন্দ করি। আর হ্যা, ছবি তুলতেও পছন্দ করি। flickr: http://www.flickr.com/photos/myfamilly/
বিয়ে করেছিলাম পুরা ফিল্মী স্টাইলে। নায়িকা থাকে আমার চেয়ে ৩০০ কিলো দুরে থাকে, একট অপিরিচিত নাম্বার থেকে এসএমএস পেলাম "কাল দিনের যে কোন সময়ে আমার বিয়ে হয়ে যেতে পারে, আমার মৃত্যু না চাইলে এসে নিয়ে যাও"। যা হওয়ার তাই হলো, নায়িকাকে নিয়ে পালালাম, বন্ধুদের সহয়তার বিয়ে করলাম। ২ ফ্যামিলী ই দেখামাত্রই হাড্ডি মাংস আলাদা করার ঘোষনা দিলো। প্রাইভেট জব করি বলে বেশীদিন পালিয়ে ও থাকতে পারলাম না। মুরুব্বিদের কাছে মাথা পেতে দিলাম। হাড্ডি মাংস আলাদা হলোনা কিন্তু মেনেও নিলো না মন থেকে।
২০০৬ সনে বিয়ে করলাম, আর ২০০৯ সনে আমার ঘর আলো করে জারা আসলো। আজ তার দ্বিতীয় জন্মদিন। আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই।
ব্লগে অনেকেই বিয়া সংক্রান্ত পোষ্ট দিলে বলি ভাই বিয়া কইরেন না, আমার ও অনেক সময় মনে হয় বিয়াশাদী মাইনষে করে !!! কিন্তু মেয়েটার কথা ভাবলে মনে হয় আরো ১০ বছর আগেই বিয়া করা উচিৎ ছিলো।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৭
জাহিদুল হাসান বলেছেন: সংসারে হাজারো যামেলা। বলে শেষ করা যাবে না। এখন লিষ্ট করা শুরু করলে ফেব্রুয়ারী মাসে শেষ হতে পারে।
২| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫১
মরণজয়ী বলেছেন:
আপনার মেয়ের কথা শুনে ভাল লাগলো ... কিন্তু আপনার কি মনে হয় বর্তমান পৃথিবী সন্তান আনার উপযোগী?
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৬
জাহিদুল হাসান বলেছেন: না রে ভাই। চারপাশের পরিবেশ পুরা নোংরা পুতিগন্ধময় হয়ে গেছে। কিন্তু তার পরও তো নতুনদের আসতে হবে।
৩| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫১
মিঠাপুর বলেছেন: বড় হয়ে দেশের জন্য সন্মান বয়ে আনুক।
শত বছর বেচে থাকুক।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৮
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫২
জয় রাজ খান বলেছেন: আপনার মেয়ের জন্য শুভ কামনা+দোয়া রইলো।
আমার তরপ হতে শুভ জম্মদিন যানিয়ে দিবেন।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০০
জাহিদুল হাসান বলেছেন: শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ ভাই।
৫| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫২
মিঠাপুর বলেছেন: শুভজন্মদিন জারা সোনা...।
৬| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৫
আশিক দিওয়ানা বলেছেন: আপনার ময়ের জন্মদিনে অনেক অনেক শুভকামনা।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৩
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। প্রোপিক টা কি আপনার আপনজনের ?
৭| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৫
রোবট ভিশন বলেছেন: ছোট বাচ্চাদের আমার খুবি ভাল লাগে। আপনার মেয়েটি খুবি সুইট। আমি যে কবে বাবা হব!! বিয়া করি নাই, করতে হবে তাড়াতাড়ি।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৮
জাহিদুল হাসান বলেছেন: তাড়াতাড়ি করে ফেলেন। বাবা হওয়ার মত ঘটনা এই পৃথিবীতে দুইটা নাই।
৮| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৭
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: শুভজন্মদিন জারা মনি।
একটা বিয়ার পর বোঝা যায় কেন লোকে দুইটা বিয়া করে না। সমস্যা হল বিয়ার আগে এইটা কেন যে বোঝা যায় না...................
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৯
জাহিদুল হাসান বলেছেন: চমৎকার কইসেন ভাই। আসলে বিয়ার আগের সময়টা হলে সিনেমার ট্রেইলারের মত।
৯| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৯
এ আর খান বলেছেন: শুভজন্মদিন জার মামনিকে।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৯
জাহিদুল হাসান বলেছেন: শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ ভাই।
১০| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০১
ঝটিকা বলেছেন: বাহ আপনার মেয়েটাতো অনেক কিউট।
শুভ জন্মদিন,জারাকে অনেক অনেক আদর
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১০
জাহিদুল হাসান বলেছেন: নাকটা আমার ডিজাইনের হইসে। বাকি সবকিছুই মায়ের মত পাইসে।
১১| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৩
বলাক০৪ বলেছেন: বিয়া মইধ্যে মইধ্যে ভালো লাগে মইধ্যে মইধ্যে লাগে না। কিন্তু জারাদের ব্যাপারটাই আলাদা। শুভ জন্মদিন মামণি।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৯
জাহিদুল হাসান বলেছেন: ভালো বলেছেন ভাই।
১২| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৪
আরিফ্ ৯১ বলেছেন: শুভ কামনা থাকল ওর জন্য। আর আপনাদের কাহিনিও শুনতে চাইইইইইইইইইই।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২২
জাহিদুল হাসান বলেছেন: একটা রম্য কাহিনি লিখবো চিন্তা করতাছি।
১৩| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৯
তেলাপোকার ডানায় বলেছেন: শুভ জন্মদিন । অনেক বড় হও মামনি।মানুষের মত মানুষ হও। বাপের মত রোবট হইও না
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৬
জাহিদুল হাসান বলেছেন: রোবট !!!! ইহা আমি কি শুনিলাম
১৪| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১১
গ্রামের মানুষ বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা রইল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭
জাহিদুল হাসান বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ।
১৫| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৩
মহী বলেছেন: শুভ জন্মদিন, অনেক অনেক আদর , আমার দোয়া রইল মামনির জন্য।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪২
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই।
১৬| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৪
মুখ ও মুখোশ বলেছেন: আপনার মেয়ের জন্য শুভ কামনা ও দোয়া রইলো।
শুভ জম্মদিন মা'মনি, সত্যিকার মানুষের মত বেচে থাক।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৪
জাহিদুল হাসান বলেছেন: শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ ভাই।
১৭| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৬
ফটো পাগল বলেছেন: +
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৬
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার খবর কি? ব্লগেতো দেখিই না। সেইফ হইসেন?
১৮| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৯
স্বাধীকার বলেছেন: জারার সুস্থ্য আর দীর্ঘজীবন কামনা করছি। হেপি বার্থডে টু ইউ জারা।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৭
জাহিদুল হাসান বলেছেন: শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ ভাই ।
১৯| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২২
রফিকুজজামান লিটন বলেছেন: শুভজন্মদিন জারা সোনামনি !!
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৭
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই।
২০| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৩
ফাইরুজ বলেছেন: apnar mayeta khub cute or jonno onek suvo kamona.
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৮
জাহিদুল হাসান বলেছেন: Thanks
২১| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৩
শিপু ভাই বলেছেন: জারা মামনিকে অন্নেক শুভেচ্ছা ও আদর
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫০
জাহিদুল হাসান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। আপনার ছেলে কেমন আছে?
২২| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩১
সপ্নীল বলেছেন: অনন্তর শুভ কামনা রইল কুটুসমনিটার জন্য, সত্য, সুন্দর আর ন্যায়ের পথে জগৎসেরা হয়ে গড়ে উঠুক আপনার মেয়ে, এ দোয়া রইল।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫১
জাহিদুল হাসান বলেছেন: আমাদের সবার সন্তানই ভালোভাবে বেড়ে উঠুক।
২৩| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫
টক দঐ বলেছেন: খুবই cuteee.. বেবি। জন্মদিনের শুভকামনা তার জন্য। তার জন্য অনেক দোআ রইল।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫২
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ বস।
২৪| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫
কুন্তল_এ বলেছেন: শুভ জন্মদিন, জারা। আপনার মেয়ে দারুণ কিউট। জারা নামটা কি আপনাদের দুজনের নামের আদ্যক্ষর নিয়ে রেখেছেন? যদি জা = জাহিদুল হয়, তাহলে রা = ...?
আপনার কন্যার জন্য একটু কেক ...
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৪
জাহিদুল হাসান বলেছেন: বস, আপনার মাথায় অনেক বুদ্বি। জারার মায়ের নাম রাত্রি ।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬
জাহিদুল হাসান বলেছেন: উপহারের জন্য ধন্যবাদ।
২৫| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৩
কলম.বিডি বলেছেন: কিন্তু মেয়েটার কথা ভাবলে মনে হয় আরো ১০ বছর আগেই বিয়া করা উচিৎ ছিলো।
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৮
জাহিদুল হাসান বলেছেন: সন্তান আসলেই অন্যরকম অনুভূতির নাম।
২৬| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫২
মিজান আনোয়ার বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০০
জাহিদুল হাসান বলেছেন: সুপার ওয়ার্ক বস। আপনাকে ১ ট্রাক ধইন্যাপাতা।
২৭| ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৭
গ্যাম্বলার বলেছেন:
জারা'দের জন্যই শেষ পর্যন্ত জাহিদুল'দের বিয়া টিকা থাকে.....।
জন্মদিনের শুভকামনা তার জন্য। অনেক দোআ রইল।
২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৩
জাহিদুল হাসান বলেছেন: ভাই সত্য কথা কইসেন। দাম্পত্য জীবনে সন্তানের ভূমিকা সীমাহীন। শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ।
২৮| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০২
রনি আহমদ বলেছেন: শুভজন্মদিন জারা মামণি
২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৪
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ রনি ভাই।
২৯| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৩
অরণ্য অংকুর বলেছেন: Tumi Chile Akasher Tara
Ma Babar Valobasay
Pritheebite Ese Hoye Gele Zara
Tomar Zeebn Houk Sukh Sagore Vara
২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭
জাহিদুল হাসান বলেছেন: চমৎকার লিখছেন ভাই, আমি মুগ্ধ। ধন্যবাদ।
৩০| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮
শ।মসীর বলেছেন: আমি কি দশ বছর দেরী করে ফেললাম.........শুভকামনা আপনাদের জন্য...
২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯
জাহিদুল হাসান বলেছেন: পোষ্ট লিখতে লিখতেও ৫ মিনিট দেরি করে ফেলেছেন ভাই।
৩১| ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৮
গুরুজী বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৪
জাহিদুল হাসান বলেছেন:
৩২| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০৮
জিসান শা ইকরাম বলেছেন:
শুভ জন্মদিন জারা মামনি
জারাকে দেখেছি আমি। খুব সুন্দর। জারার বাবার মত সুন্দর
২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১০
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ স্যার। আপনি চান্স পাইলেই আমাকে পচান :#> , আমার কি অপরাধ !!!
৩৩| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৭
ফটো পাগল বলেছেন: হুম.............
২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১১
জাহিদুল হাসান বলেছেন:
৩৪| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৪
ফটো পাগল বলেছেন: ১.ডিএসএলআর কবে কিনবেন ???
২.কোন মডেল ফাইনাল ???
৩. ক্যানন ডি ৫৫০ ???
৪.পিকনিকের কি খবর ???
২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৮
জাহিদুল হাসান বলেছেন: সামনের মাসের বেতন পেয়ে।
নাইককন ডি৩১০০/ক্যানন ৫৫০ডি
পিকনিকের খবর আমার কাছে নাই। ক্যামেরাম্যান স্যারকে ফোন দিতে পারেন।
৩৫| ২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৯
বড় বিলাই বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জারা মামনির জন্য।
২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৩
জাহিদুল হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৩৬| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:১০
অপলক বলেছেন: কেকটা মা মনির জন্যে। সাথে দোয়া রইল, যাতে সে সুখী মানুষদের একজন হয়।
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:২৩
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। কেকটা দেখেই জিভে পানি এসে গেছে ।
৩৭| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:১৫
রেজোওয়ানা বলেছেন: জারা মামনির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর আদর
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০৬
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ আপা। ভালো থাকবেন।
৩৮| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮
ফটো পাগল বলেছেন: মেইল দিসি ভাই ..... আর ক্যামেরা কিনলে তা দিয়া ফটু তুইলা কি কম্পিটিশানে যাইবেন ??? আর ভাই ফটুগেরাফি কইরা ইনকামের কুনু চান্স আছেনি আমগো দেশে বা বাইরের কোন সুযোগ .....
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭
জাহিদুল হাসান বলেছেন: মেইলতো পাইলাম না ভাই, ছবির প্রতি স্পেশাল দূর্বলতা আছে তাই একটা ভালো ক্যামেরা কিনবার চাই, কোন কনটেষ্ট এ ছবি দিয়া কিছু একটা কইরা ফালামু, এই আশা নাই। ফটু তুইলা ইনকামের শর্টকাট রাস্তা হইলো বিয়ে/জন্মদিন/উদ্ভোদন ইত্যাদি ইভেন্টের ছবি তোলে টুপাইস কামানো। হালকা পরিচিত হয়া গেলে মাসে ১৫-২০ হাজার কামানো কঠিন না। আমার পরিচিত ব্লগার রাষ্ট্রপ্রধান ছবি তুলে ভালোই কামচ্ছে বলেই শুনলাম।
৩৯| ২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫০
সিটিজি৪বিডি বলেছেন: আপনার কন্যার জন্য দোয়া রইল।
২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৭
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ। আপনার মেয়ের জন্মদিন কেমোন কাটলো?
৪০| ২২ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২০
জিসান শা ইকরাম বলেছেন:
আমি পচাই না ??? ওকে ফটো ব্লগটা পোষ্ট করিনাই এখনো। আমি সিওর, ওটা পোষ্টের পর , জারার বাবার মোবাইল , জারার মা নিয়ে যাবে
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:১১
জাহিদুল হাসান বলেছেন: বস, আমি ভয় পাইসি
:#> । মাফ করে দেন।
৪১| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৯
বন্ধুআমার বলেছেন: শুভ জন্মদিন "জারা"
২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৯
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৪
মরণজয়ী বলেছেন: " আমার ও অনেক সময় মনে হয় বিয়াশাদী মাইনষে করে !!!"
ভাই এটা কেন মনে হয়?