![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৫-১০-১৬: আয়নাবাজি
১৫-১০-১৭: ঢাকা এটাক
হলে ছবিটা দেখলাম।
গতবছর একইদিনে আয়নাবাজি দেখেছিলাম। ওই ছবির কাহিনীর গভীরতা কম ছিল। যদিও নির্মাণশৈলী ভালো হয়েছিল।
তবে ঢাকা এটাক কোন একশন মুভি না। থ্রিলার বলা যায়। কাহিনীর খুব একটা ধারাবাহিক সমন্বয় নেই। হিন্ট দেয়ার বদলে মুখস্থ সমাধান দিয়ে সিনেমা এগিয়ে নেয়া হয়েছে।
তবে শেষদিকের বাচ্চা জন্মকালীন এবং বোম ডিস্পোজাল এর আগের মুহুর্তের ইমোশনাল অংশটা ভালো আবেদন কাড়তে পেরেছে।
আয়নাবাজির মতো এটার নির্মাণশৈলীও ভালো হয়েছে। দৃশ্যায়ন বেশ ভালো।
আর কাজের চেয়ে বাজনা বেশী হয়েছে। যতটা প্রয়োজন তারচেয়ে বেশী আয়োজন ও ভয় দেখানো হয়েছে।
সোয়াট ব্যবহার করা হয়েছে, কিন্তু ঘটনার ভয়াবহতা ওতটা প্রকট ছিলোনা যে পুলিশের সর্বোচ্চ শক্তিকে এভাবে পাবলিকলি প্রকাশ করতে হবে।
বেশ কিছু দৃশ্য একটু অস্বাভাবিক হয়েছে। রেসের গাড়ি ধরার জন্য সারা রাস্তায় দৌড়ানোটা আমার কিছুটা বেখাপ্পা মনে হয়েছে যেখানে রেস শুরুর স্থানে ঘেরাও করলেই গাড়ি ধরা যায়।
তবে কিছু ক্ষেত্রে টানটান উত্তেজনা তৈরি করা সম্ভব হয়েছে, যদিও পরে মনে হয়েছে সেরকম না করলেই হত। নায়িকার লুলামি বেশীই ছিল। এরকম ছবিতে রূপ দেখানোর চেয়ে কর্মচাঞ্চল্যে জোর দিলে বেশী ভালো হত।
সবশেষে যেটা বলা উচিৎ, অভিনয়ের দিক দিয়ে সবাই সেরাটা করেছে। ভিলেনের চরিত্রটা এক কথায় অসাধারন।
©somewhere in net ltd.