|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মাহতাব সমুদ্র
মাহতাব সমুদ্র
	আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2
 
পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ছোট থেকেই হয়তো বাউন্ডেলে পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে নওগাঁর পত্নীতলায় জন্মগ্রহণ করেন।   বাবা ছিলেন সরকারি চাকুরিজীবি, সেই সুত্রে ছোট বেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় ঘুরে বাবার সাথেই  ঘুরে বেড়াতে হত ।  বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারমান হলেন আর তাকেও থাকতে হলো চট্টগ্রামে  সেখান থেকে মাথায় উঁকি দিলো নতুন পাগলামী। আর এই পাগলামীই আজ তাকে বিশ্বের মাঝে তুলে ধরেছে
 সংগীত নিয়ে পাগলামী যথারীতি শুরু হলো । মন কোনদিকেই নেই সারাদিন আর হুল্লোড়।  নাইনে পড়া অবস্থায় তার বাবা যখন বুঝলো ছেলের দ্বারা পড়াশোনা সম্ভব নয় তখন ঘর থেকে তাকে বের করে দেয়া হলো ।  ঠাই হলো চট্টগ্রামের আজিজ বোর্ডিং এ ।  আর এই আজিজ বোর্ডিং হয়ে উঠে তার গানের জগত।  আজিজ বোর্ডিং জেমসের জীবনে বিশাল স্মৃতিময় রেখা আলোকপাত করে গেছে।  যার কারনে জেমস এখনো স্মৃতিকাতর হন তার অতীতের সে সময়কে নিয়ে। 
আসিফ ইকবালের লেখা 'অনন্যা'  জেমসের প্রথম একক এলবাম। যেটা বের হয়  ১৯৮৭  সালে। যার প্রতিটি গানই অসাধরণ। বিশেষ করে 'অনন্যা' কিংবা 'ওই দূর পাহাড়ে' গানগুলো বুকের মাঝে সত্যিই কাঁপন জাগায়। তবে এই গান শুনে কারো পক্ষে ধারনা করা সম্ভব হবে না যে গানটি জেমস গাইছেন।  ১৯৮৮ সালে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড 'ফিলিংস' এ যোগ দেন।  'ফিলিংস'এর ভোকাল ছিলেন আরেক অসাধারণ প্রতিভাধর কন্ঠের অধিকারী পাবলো । সে সময় ঘর ছাড়া জেমস ও' ফিলিংস' ব্যান্ড যাদের অনুশীলন থেকে শুরু করে থাকা ,খাওয়া সব হতো সেই “আজিজ বোর্ডিং” এর এক কামরায়। সেই কামরায় তাঁদের কত বিনিদ্র রাত কেটেছে শুধু গান তৈরির নেশায়। 
১৯৮৯ সালে বের হয় ফিলিংস এর ব্যানারে  প্রথম অ্যালবাম 'স্টেশন রোড'। 'ঝর্না থেকে নদী' , 'স্টেশন রোড' অপুর্ব গানগুলোর মাঝে যেখানে জেমস এর নীরব হাহাকার, প্রেমের আকুতি,অন্যায়ের প্রতিবাদ সব কিছু ফুটে উঠেছে ।  ৯২ সালে জেমস ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী  রথি কে বিয়ে করেন এবং ২০০১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীকে বেনজীর কে বিয়ে করেন।  'জেল থেকে বলছি'   নিয়ে আসা জেমস ও ফিলিংস আবার ঝলসানি দিয়ে ওঠে। সেটা ১৯৯৩ সাল।  আবার জানান দেন জেমস আছে। 
অডিও বাজারে বড় ধরনের একটা ঝাকুনি দিয়ে   'জেল থেকে বলছি' নতুন প্রজন্মের  শ্রোতাদের নিকট  ভ্যারিয়েশন ইমেজ তৈরী করে ফেলে। এই সময়টাকে অডিওবাজারের চরম সফল যুগ বলা হয়।  সঙ্গীতবোদ্ধারা তাই বলে কেননা একই সাথে শীর্ষ আরো দুই শিল্পীর গান তখন দেশ মাতিয়ে রেখেছে। “জেল থেকে বলছি’ এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীর করুন অনুভুতি ও আর্তনাদ জেমসকে নন মেটালিক আবেগী ধারার গায়ক হিসেবে পরিচিতি পেতে সহায়তা করে।    ১৯৯৫ সালে জেমসের দ্বিতীয় একক বের হয় ।  'পালাবে কোথায়'  এলবামের প্রিয় আকাশী গানটি দিয়ে জেমস কে আরো রহস্যময় করে তোলে। 
   আমার আকাশী
  ফ্রান্কফুটের বইমেলায়
  নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমায়
  ফ্লোরেন্সে সিসটাইন চ্যাপেলের-
  মিকেলাঞ্জেলোর
   মহান সৃষ্টির -’পিয়েতা’র সামনে দাঁড়িয়ে
    তোমাকে মনে পড়েছে 
সেই বছরে প্রিন্স মাহমুদের প্রথম ব্যান্ড মিক্সড অ্যালবাম 'শক্তি' তে  দুটি গান করেন। জেমস বাংলা ব্যান্ড জগতে নব্বইয়ের দশকের শুরু থেকেই জেমস এক উন্মাদনার নাম হয়ে ওঠে। কনসার্টে উন্মাদনা শুরু জেমস থেকেই।  জেমস যখন দেশের সঙ্গীতবাজারে আলোচিত নাম সেই সময় তার ভয়াবহ কিছু সমালোচক তৈরি হয়। বিরোধীতা করতে শুরু করে জেমসের গায়কীর ধরনকে।   ৯৬  সালে সেই সব সমালোচকদের মুখে ছুঁড়ে মারেন  'মান্নান মিয়ার তিতাস মলম' অথবা কবি শামসুর রাহমানের 'সুন্দরীতমা আমার'।  সুন্দরীতমা গানটি কবি শামসুর রাহমানের কবিতা থেকে করা গান যা জেমস অনুমতি নিয়ে করেন।  'আমি তারায় তারায় রটিয়ে দেবো' তখন পাড়া মহল্লায় বড় ছোট সকলের মুখে।   
 জেমস যে শুধু জেমস এই দুর্লভ সত্য প্রতিষ্ঠিত করেন  'দুঃখিনী দুঃখ করোনা' । এই এলবাম এতটাই শ্রোতাপ্রিয়তা পায় যে ব্যান্ড বলতে যাদের নাক ছিটকে যেত সেই মুরব্বীরাও মনোযোগ দিয়ে শুনলেন দুঃখিনী দুঃখ করোনা। প্রেমিক প্রেমিকাদের মনে জেমস স্থান করে নেয়, স্থান করে নেয় পাড়ার রকের আড্ডাবাজদের মনে।  অনেকেই বলেন  এই এলবামের 'যদি কখনও ভুল হয়ে যায়' গানটি জেমস এর সর্বকালের সেরা একটি গান কেননা এই গানে জেমস এর আবেগ এতোটাই ভয়াবহ ছিল যে কোন মানুষ এর চোখে জল আনতে বাধ্য করতো।  
 লেইস ফিতা লেইস অ্যালবামটি ব্যানারে সর্বশেষ এলবাম । এই এলবামের 'সিনায় সিনায় লাগে টান'  গানটা শ্রোতাদের হৃদয়ের খুব গভীরে পৌঁছেছে।  সেই সময়ের সেরা সব গীতিকার- লতিফুল ইসলাম শিবলি,বাপ্পি খান,দেহলভি, আনন্দ,তরুন, মারজুক রাসেল, গোলাম মোরশেদ, প্রিন্স মাহমুদ ও জুয়েল-বাবুদের  জেমস এর জন্য আলাদা ভাবে গান লিখতে হত। কেননা জেমসের গানট শুধুমাত্র সুর নির্ভর নয় তারচেয়ে বহুগুন বেশি কথা নির্ভর।   
জেমসের কিছু গান  যেগুলো না উল্লেখ করলেই নয়।   প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীতের মিক্সড অ্যালবাম এর  'বাংলাদেশ' (পিয়ানো), তাজমহল গড় (পিয়ানো),  'জানালা ভরা আকাশ' (শক্তি), 'আমি ও আঁধার'  (শক্তি),'শেষ দেখা ' (শেষ দেখা), 'মা' (এখনও দু চোখে বন্যা), 'ফুল নিবে না অস্রু নিবে' (দেয়াল),  'মন আমার পাথরের দেয়াল তো নয়' (দেয়াল), 'কিছু ভুল ছিল তোমার" ( দাগ থেকে যায়)' নিষ্পাপ আমি' (স্রোত), স্যার (দীর্ঘশ্বাস) আত্মহত্যা পাপ (যন্ত্রনা), দহন এলবাম ।   জুয়েল বাবুর সুর ও সঙ্গীতে 'ওরে দেখে যারে তুই'  (মেয়ে), 'পদ্ম পাতার জল'  (ও আমার প্রেম),  'আরও কিছুক্ষণ রবে কি বন্ধু'  (নিরবতা),  সাদা কালো (নীরবতা), 'কিছুটা আশা তুমি রেখো” (নীরবতা), 'বর্ষা আমার চোখের প্রিয় ঋতু (সন্ধি), 'যত দূরে যাও বন্ধু আমার'  (তারকা মেলা), লাকি আখন্দ এর সুর ও সঙ্গীতে 'লিখতে পারি না কোন গান' (বিতৃষ্ণা জীবনে আমার),'ভালবেসে চলে যেও না' (বিতৃষ্ণা জীবনে আমার),  শফিক তুহিনের সুর ও কথায় শুন্য করে বুক, বৈশাখী ঝড়ে (সারেগামা) সহ আরও অনেক অনবদ্য অসাধারণ সব গান আজো সে যুগের এবং এ যুগের শ্রোতাদের মুখে মুখে ফিরে। 
 লতিফুল ইসলাম শিবলি,বাপ্পি খান, আসাদ দেহলভি, আনন্দ, তরুন, মারজুক রাসেল, গোলাম মোরশেদ লায়ন, প্রিন্স মাহমুদ ও জুয়েল-বাবু জেমস এর জন্য আলাদা ভাবে গান লিখতেন। যে গানের কথাগুলো ছিল একটার চেয়ে আরেকটা অসাধারণ সব কথায় ভরপুর যা একবার শুনে মন ভরতো না। আসাদ দেহলভীর সাথে সম্পর্কের টানাপড়েন পরে বিচ্ছেদ এই অভাব বুঝতে দেননি প্রিন্স মাহমুদ। আফসোসের ব্যাপার গোলাম মোরশেদ লায়ন এখন সঙ্গীত থেকেই দূরে।    
 'জেমস' বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশেরও একটি প্রিয় গায়ক রুপে পরিচিত হয়েছেন।  ২০০৬ সালে ভারতের বিখ্যাত ও জনপ্রিয় প্রযোজক, পরিচালক মহেশ ভাট এর 'গ্যাংস্টার' ছবিতে 'ভিগি ভিগি' গান দিয়ে হয়েছেন ভারতের কোটি জনতার প্রিয় শিল্পী। এরপর একই প্রযোজকের 'ওহ লামহে' 'মেট্রো' ছবিতেও কণ্ঠ দিয়ে চমকে দিয়েছেন পুরো ভারতকে।  সর্বশেষ ওয়ার্নিং সিনেমায় টাইটেল সং 'বেভাসি' ধারাবাহিকতা ঠিক রাখার সাথে নিজের জনপ্রিয়তাকেও উর্ধ্বমুখি করছেন।  
হিন্দি ছবির প্লে-ব্যাকে ধারাবাহিক সাফল্যের পর এবার জেমস ফিরছেন হিন্দি অডিও এ্যালবামের মধ্য দিয়ে। এরই মধ্যে মুম্বাই স্টুডিওতে রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছেন নিজের জনপ্রিয় গানগুলোর হিন্দি ভার্সন, যা অনেক দিন ধরেই করার কথা চলছিল। যে গানের তালিকায় থাকছে মা, মীরা বাই, তেরো নদী সাত সমুদ্দুর, দুখিনির দুঃখ, যেদিন বন্ধু, জেল থেকে বলছিসহ জনপ্রিয় ১০টি গান। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে সনি এন্টারটেইনমেন্ট থেকে এ এ্যালবামটি প্রকাশের পূর্ণ সম্ভাবনার কথা জানান আত্মকেন্দ্রিক মৃদুভাষী জেমস। 
এই পোস্টটি লিখতে যাদের সহায়তা নিতে হয়েছে, আমার বড়ভাই, মেজ ভাই, ব্লগার কবি ও কাব্য ও অন্যান্যরা। কৃতজ্ঞ।
 ১০৬ টি
    	১০৬ টি    	 +৩৩/-০
    	+৩৩/-০  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৭
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৭
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
২|  ০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৩০
০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৩০
কান্ডারি অথর্ব বলেছেন: 
উফ জটিল একটি পোস্ট দিছেন ভাই ++++++ নেন। 
  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০৫
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০৫
মাহতাব সমুদ্র বলেছেন: nilam
৩|  ০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৩০
০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: ++
  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
৪|  ০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৩২
০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৩২
যোগী বলেছেন: 
বাংলাদেশের অসাধারন একজন সিঙ্গার তিনি। জেমসই বাংলাদেশর বিশ্বমানের গায়ক বলে আমার মনে হয়।
  ০৫ ই জুন, ২০১৩  সকাল ১১:২০
০৫ ই জুন, ২০১৩  সকাল ১১:২০
মাহতাব সমুদ্র বলেছেন: জেমসই বাংলাদেশর বিশ্বমানের গায়ক বলে আমার মনে হয়। সহমত।
৫|  ০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৪৫
০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৪৫
রোহান খান বলেছেন: গুড়ু ...আমার
  ০৫ ই জুন, ২০১৩  সকাল ১১:৪৭
০৫ ই জুন, ২০১৩  সকাল ১১:৪৭
মাহতাব সমুদ্র বলেছেন: গুড়ু গুরু?//
৬|  ০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৫৪
০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:৫৪
নবকবি বলেছেন: আমার সক্ষমতা থাকলে জেমসের 'বাংলাদেশ' গানটাকে বাংলাদেশের জাতীয় সংগীত করতাম।
  ০৫ ই জুন, ২০১৩  দুপুর ১২:৫৭
০৫ ই জুন, ২০১৩  দুপুর ১২:৫৭
মাহতাব সমুদ্র বলেছেন: চিন্তিত
৭|  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০১
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০১
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: প্রিয় শিল্পীর কথা বারবার শুনতেও খারাপ লাগে না ,
এইরকম একটি লেখা ব্লগার কবি ও কাব্য ও লিখেছিলেন । 
এটলিস্ট কৃতজ্ঞতা স্বীকার করতে পারতেন ।
ঈদ উপহার ঃ বাংলা ব্যান্ড সংগীত ইতিহাসের 'সেরা ১০' এর গল্প  
  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৮|  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
কবি ও কাব্য বলেছেন: ভালো লিখেছেন , এর বেশি কিছু বলার নেই । হায়াত উল্লাহ ভাইয়ের কথাটা ভেবে দেখবেন ।
  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১২
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১২
মাহতাব সমুদ্র বলেছেন: কবি ও কাব্য। ধন্যবাদ। কৃতজ্ঞতার সাথে আপনার উপকার স্বীকার করছি।
৯|  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৩
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৩
আমি ইহতিব বলেছেন: একসময় পাগলের মতো সারাদিন জেমস এর গান শুনতাম। হাজিরা দিয়ে গেলাম, পরে পড়ে আবার মন্তব্য করবো।
  ০৫ ই জুন, ২০১৩  দুপুর ২:১২
০৫ ই জুন, ২০১৩  দুপুর ২:১২
মাহতাব সমুদ্র বলেছেন: আচ্ছা। ধন্যবাদ ভাই।
১০|  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৯
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৯
টানিম বলেছেন: বাংলাদেশের অসাধারন একজন সিঙ্গার তিনি। জেমসই বাংলাদেশর বিশ্বমানের গায়ক বলে আমার মনে হয়।
  ০৫ ই জুন, ২০১৩  বিকাল ৪:০০
০৫ ই জুন, ২০১৩  বিকাল ৪:০০
মাহতাব সমুদ্র বলেছেন: হুম।সহমত।
১১|  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
মদন বলেছেন: +++++++++++++++++++
অনেকটা অন্ধ ভক্ত
  ০৫ ই জুন, ২০১৩  বিকাল ৪:০৭
০৫ ই জুন, ২০১৩  বিকাল ৪:০৭
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ। অনেকের গানই শুনি কিন্তু জেমস হলে কেউ নাই।
১২|  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৫
মুশাসি বলেছেন: প্লাস++++
  ০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:০১
০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:০১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৩|  ০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
০৪ ঠা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
ডট কম ০০৯ বলেছেন:  প্লাস++++
দুই চারটা হিট গানের ডাউনলোড লিঙ্ক পুষ্ট করলে জনগন আরো ভালা পাইতো।
  ০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:২১
০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:২১
মাহতাব সমুদ্র বলেছেন: আমি এইসবে অনভিজ্ঞ ভাই।
১৪|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:০৩
০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:০৩
~মাইনাচ~ বলেছেন: সুন্দর পোষ্ট সুন্দর একজন মানুষকে নিয়ে।
সবসময়ের প্রিয় আমার জেমস
উনার গান এখনো নিয়মিতই শুনি। 
  ০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:৩৫
০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:৩৫
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ। আমিও নিয়মিত শুনি।
১৫|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:১৪
০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:১৪
মঈনউদ্দিন বলেছেন: চমৎকার ++++++++++
  ০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০০
০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০০
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৬|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:২৭
০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:২৭
আমি রেদওয়ান বলেছেন: গুরুর গান সবসময়ই ভালো লাগে।তাকে নিয়ে পোষ্টটা ভাল লাগল।পোষ্টে +
  ০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৫
০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৫
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৭|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:৪০
০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:৪০
মারুফ মুকতাদীর বলেছেন: দারুণ পোস্ট!
  ০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১৮|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:৫৪
০৪ ঠা জুন, ২০১৩  রাত ৯:৫৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বস ! কৈশোর কেটেছে যার গানে !
  ০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪১
০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:৪১
মাহতাব সমুদ্র বলেছেন: কৈশোর কেটেছে যার গানে !
১৯|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ১০:২৫
০৪ ঠা জুন, ২০১৩  রাত ১০:২৫
তন্দ্রা বিলাস বলেছেন: জেমস আমার খুবই প্রিয় একজন শিল্পী, যার এই গানটা শুনলেই লোম খাড়া হয়ে যায়,
আমার সোনার বাংলা
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
যেটা আমার প্রোফাইলে দেওয়া আছে।
  ০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০২
০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০২
মাহতাব সমুদ্র বলেছেন: আমার প্রিয় একটি গান। শের করার জন্য ধন্যবাদ
২০|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ১১:১৫
০৪ ঠা জুন, ২০১৩  রাত ১১:১৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জেমস এর 'দুঃখিনী দুঃখ করো না' ক্যাসেটটি আসলেই অন্য যে কোনো ক্যাসেট থেকে অনন্য। প্রতিটি গান, প্রতিটি গানের সুর অসাধারণ। আর কথামালা, সে না হয় বাদ থাক। আমি যে কত শুনেছি, কত বার বাজিয়েছি এই ক্যাসেট তার ইয়াত্তা নেই। 
ভালো লাগলো। 
বলে রাখা ভালো এখনো জেমসের গানই শুনি। 
যতদূরে যাও 
বন্ধু আমার
মনে রেখো,
ছায়া হয়ে রবো
তোমারি মাঝে
সুর হয়ে যাবো বেজে
দু'হাতের কঙ্কনে
মেঘেদের রঙ নিয়ে 
ছুঁয়ে যাবো নীল টিপে 
রাতেরই আধার হয়ে 
রয়ে যাবো ওই চুলে
যত দূরে যাও.................।
  ০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
০৫ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
মাহতাব সমুদ্র বলেছেন: অনেক প্রিয় গান। ধন্যবাদ
২১|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ১১:৪৩
০৪ ঠা জুন, ২০১৩  রাত ১১:৪৩
কালীদাস বলেছেন: পোস্ট ভাল হৈছে 
জেমসের ইন্ডিয়ায় গান গাওয়াটা মানতে পারিনি কখনও, এখন তো বলতে গেলে পুরাই ইন্ডিয়ান বেসড হয়ে গেছে। ঐ জেনারেশনটা খুব দরকার ছিল মিলা/হাবিব/ভুয়াদ গংকে মার্কেটে জায়গা না দেয়ার জন্য।
  ০৬ ই জুন, ২০১৩  বিকাল ৩:২৬
০৬ ই জুন, ২০১৩  বিকাল ৩:২৬
মাহতাব সমুদ্র বলেছেন: াপনার কথার সাথে দ্বিমত হতে পারলাম না।
২২|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ১১:৫০
০৪ ঠা জুন, ২০১৩  রাত ১১:৫০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব ভালো লাগলো +++++++++++++++++++
  ০৬ ই জুন, ২০১৩  বিকাল ৪:১১
০৬ ই জুন, ২০১৩  বিকাল ৪:১১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ আপু
২৩|  ০৫ ই জুন, ২০১৩  রাত ১২:৪৫
০৫ ই জুন, ২০১৩  রাত ১২:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++
  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:২৩
০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:২৩
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
২৪|  ০৫ ই জুন, ২০১৩  রাত ১২:৫৪
০৫ ই জুন, ২০১৩  রাত ১২:৫৪
মেশকাত মাহমুদ বলেছেন: ভালো লাগলো-++++
২৫|  ০৫ ই জুন, ২০১৩  রাত ১:০৯
০৫ ই জুন, ২০১৩  রাত ১:০৯
গারো হিল বলেছেন: চ্রম পোস্ট।
ঐ সময় যখন  'ওরে দেখে যারে তুই' (মেয়ে) গানটা বাজতো তখন আরেকটা গান শুনতাম-
তুমি কি সেই প্রেমিকা স্বপ্নের নায়িকা
যার চোখে চোখ রেখে এ মন ছিলো সুখে
যে ছিলো আমার ভাবনা
জীবনের সাধনা।
এই গানটার শিল্পীর নাম ভুলে গেছে। গানটা আপনার কাছে থাকলে জানায়েন।
  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:৩৬
০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:৩৬
মাহতাব সমুদ্র বলেছেন: আমার মনে পড়ছে না ভাই.।
২৬|  ০৫ ই জুন, ২০১৩  রাত ১:২১
০৫ ই জুন, ২০১৩  রাত ১:২১
বাংলার হাসান বলেছেন: তুমি মিশ্রীত লগ্ন মাধূবীর জ্বলে ভেজা কবিতা। গানটা যখনি শুনি প্রতিবারই শরীরের কাটা দেয়। চমৎকার পোষ্ট +++++
  ০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৬
০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৬
মাহতাব সমুদ্র বলেছেন: হ ভাই, আমারো
২৭|  ০৫ ই জুন, ২০১৩  রাত ২:০৯
০৫ ই জুন, ২০১৩  রাত ২:০৯
ঘুড্ডির পাইলট বলেছেন: জেম্স এর অনন্যা গানটি এখনও মুখস্ত আছে ।
  ০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:২৬
মাহতাব সমুদ্র বলেছেন: শুনবো।।
২৮|  ০৫ ই জুন, ২০১৩  রাত ২:১৮
০৫ ই জুন, ২০১৩  রাত ২:১৮
ডি মুন বলেছেন: +++++++++++++++++++++++++
  ০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০০
০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০০
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
২৯|  ০৫ ই জুন, ২০১৩  রাত ২:৫৩
০৫ ই জুন, ২০১৩  রাত ২:৫৩
ভিয়েনাস বলেছেন: সেই সময় গানের ধরন পাল্টে দিয়েছিল জেমসের কিছু অসাধারন গান। 
সুন্দর পোস্ট। প্লাস
  ০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
মাহতাব সমুদ্র বলেছেন: সহমত
৩০|  ০৫ ই জুন, ২০১৩  ভোর ৪:০১
০৫ ই জুন, ২০১৩  ভোর ৪:০১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: 
আমার আম্মা তো বলে জেমসের জম্ম হইছে বাবা গানটা গাওয়ার জন্য - আমার আম্মার প্রিয় একটা গান !! 
সবাই সব বলেছে লিরিক্সের এতো ভ্যারিয়েশন অন্য কোন গায়কের পাই নি - 
  ০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
০৭ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২২
মাহতাব সমুদ্র বলেছেন: সাধারণ গান।।
৩১|  ০৫ ই জুন, ২০১৩  ভোর ৪:৫২
০৫ ই জুন, ২০১৩  ভোর ৪:৫২
খেয়া ঘাট বলেছেন: দারুন একটা পোস্ট। 
অনেক ধন্যবাদ আপনাকে।
  ০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৮
০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৮
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৩২|  ০৫ ই জুন, ২০১৩  ভোর ৪:৫৪
০৫ ই জুন, ২০১৩  ভোর ৪:৫৪
খেয়া ঘাট বলেছেন: তন্দ্রা বিলাস - আমার সোনার বাংলা গানটার গীতিকার কে?
  ০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৫
০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৫
মাহতাব সমুদ্র বলেছেন: আমার সোনার বাংলা গানটার গীতিকার- প্রিন্স মাহমুদ
৩৩|  ০৫ ই জুন, ২০১৩  ভোর ৬:৪২
০৫ ই জুন, ২০১৩  ভোর ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: একজন বিবাগী যে তারায় তারায় তার শ্রেষ্ঠত্ব রটিয়ে দিয়েছে যার বেশ কয়েকটা কনসার্ট এ দর্শক হিসেবে উপস্থিত থেকেছি আযম খানের পরে যিনি গুরু হিবে স্বীকৃত তিনি জেমস।
  ০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩২
০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩২
মাহতাব সমুদ্র বলেছেন: ভালও বলেছেন।
৩৪|  ০৫ ই জুন, ২০১৩  সকাল ৮:০৬
০৫ ই জুন, ২০১৩  সকাল ৮:০৬
আদম_ বলেছেন: নবকবি বলেছেন: আমার সক্ষমতা থাকলে জেমসের 'বাংলাদেশ' গানটাকে বাংলাদেশের জাতীয় সংগীত করতাম।
চিরহরিত গানটির কথা কোথায়ও না পেয়ে দুক্খিত হলাম।
প্রিয়তে।
  ০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৯
মাহতাব সমুদ্র বলেছেন: স্যরি ভাই। মিস্টেক।
৩৫|  ০৫ ই জুন, ২০১৩  সকাল ৯:১৫
০৫ ই জুন, ২০১৩  সকাল ৯:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার -
জেমস, প্রিয় জেমস আমার - 
  ০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
মাহতাব সমুদ্র বলেছেন: আবেগী.।
  ০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
মাহতাব সমুদ্র বলেছেন: আবেগী.।
৩৬|  ০৫ ই জুন, ২০১৩  দুপুর ১:৪১
০৫ ই জুন, ২০১৩  দুপুর ১:৪১
s r jony বলেছেন:  অসাধারন পোস্ট, সোজা প্রিয়তে রাখি,
আপনাকে +++++++++++
  ০৮ ই জুন, ২০১৩  রাত ৮:০২
০৮ ই জুন, ২০১৩  রাত ৮:০২
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৩৭|  ০৫ ই জুন, ২০১৩  দুপুর ১:৪৫
০৫ ই জুন, ২০১৩  দুপুর ১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: পোস্ট সোজা প্রিয়তে... 
পড়ার পর কথা হবে।  
 
  ০৮ ই জুন, ২০১৩  রাত ৮:৩১
০৮ ই জুন, ২০১৩  রাত ৮:৩১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
৩৮|  ০৫ ই জুন, ২০১৩  দুপুর ১:৪৬
০৫ ই জুন, ২০১৩  দুপুর ১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন: 
  ০৮ ই জুন, ২০১৩  রাত ৮:৫৫
০৮ ই জুন, ২০১৩  রাত ৮:৫৫
মাহতাব সমুদ্র বলেছেন: দারুন
৩৯|  ০৫ ই জুন, ২০১৩  বিকাল ৩:২৩
০৫ ই জুন, ২০১৩  বিকাল ৩:২৩
হাসান মাহবুব বলেছেন: জেমসের গানে বুঁদ হয়ে ছিলাম একসময়। তাকে নিয়ে লেখার জন্যে ধন্যবাদ।
  ০৮ ই জুন, ২০১৩  রাত ৯:১৪
০৮ ই জুন, ২০১৩  রাত ৯:১৪
মাহতাব সমুদ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪০|  ০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:১২
০৫ ই জুন, ২০১৩  বিকাল ৫:১২
ভুং ভাং বলেছেন: জেমসই বাংলাদেশর বিশ্বমানের গায়ক- কোন সন্দেহ নেই ।  পোস্টে +++++++
  ০৮ ই জুন, ২০১৩  রাত ৯:২৪
০৮ ই জুন, ২০১৩  রাত ৯:২৪
মাহতাব সমুদ্র বলেছেন: জেমসই বাংলাদেশর বিশ্বমানের গায়ক- কোন সন্দেহ নেই ।
৪১|  ০৫ ই জুন, ২০১৩  রাত ৯:৪৯
০৫ ই জুন, ২০১৩  রাত ৯:৪৯
একজন আরমান বলেছেন: 
চরম পোস্ট ভাই। 
  ০৮ ই জুন, ২০১৩  রাত ১০:১৮
০৮ ই জুন, ২০১৩  রাত ১০:১৮
মাহতাব সমুদ্র বলেছেন: গরমে চরম
৪২|  ০৬ ই জুন, ২০১৩  বিকাল ৫:০৪
০৬ ই জুন, ২০১৩  বিকাল ৫:০৪
ড. জেকিল বলেছেন: সাংঘাতিক পোস্ট, সোজা প্রিয়তে   
 
  ০৮ ই জুন, ২০১৩  রাত ১০:২৫
০৮ ই জুন, ২০১৩  রাত ১০:২৫
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
৪৩|  ০৬ ই জুন, ২০১৩  বিকাল ৫:৪২
০৬ ই জুন, ২০১৩  বিকাল ৫:৪২
নস্টালজিক বলেছেন: জেমস বস!
লেখার জন্য শুভেচ্ছা , মাহতাব!
  ০৮ ই জুন, ২০১৩  রাত ১০:৩১
০৮ ই জুন, ২০১৩  রাত ১০:৩১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৪৪|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১০:০৯
০৬ ই জুন, ২০১৩  রাত ১০:০৯
মামুন রশিদ বলেছেন: ৯৩ এ 'জেল থেকে বলছি' রিলিজ হওয়ার পর থেকেই জেমস এর সাথে আছি ।
চমৎকার পোস্টে ২৭তম ভালোলাগা ।
  ০৯ ই জুন, ২০১৩  রাত ৮:০৯
০৯ ই জুন, ২০১৩  রাত ৮:০৯
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
৪৫|  ০৬ ই জুন, ২০১৩  রাত ১১:৫৫
০৬ ই জুন, ২০১৩  রাত ১১:৫৫
কয়েস সামী বলেছেন: আমার এক সময়ের ভাল লাগার গায়ক! ধন্যবাদ!
  ০৯ ই জুন, ২০১৩  রাত ৮:১৮
০৯ ই জুন, ২০১৩  রাত ৮:১৮
মাহতাব সমুদ্র বলেছেন: আমার সবসময়ের।।
৪৬|  ০৭ ই জুন, ২০১৩  বিকাল ৫:১৫
০৭ ই জুন, ২০১৩  বিকাল ৫:১৫
আমি ইহতিব বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম ভাই, একসময়ের খুব প্রিয় ও অসংখ্যবার শুনা গানগুলো এখন আবার শুনতে ইচ্ছে করছে খুব। নিজের গানের ভান্ডার খুঁজে বেড়াচ্ছি, যেগুলো পাচ্ছি শুনছি যেগুলো না পাচ্ছি নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।
  ০৯ ই জুন, ২০১৩  রাত ৮:৩৮
০৯ ই জুন, ২০১৩  রাত ৮:৩৮
মাহতাব সমুদ্র বলেছেন: নস্টালজিক সং.।
৪৭|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৫০
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৫০
রেজোওয়ানা বলেছেন: জেমসকে নিয়ে এমন দারুন পোস্ট!`
চমৎকার
তবে জেমসের গলাটা মনে হয় ইদানিং কিছুটা নষ্ট হয়ে গেছে  
 
  ০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১১
০৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১১
মাহতাব সমুদ্র বলেছেন: আপু থ্যাঙ্ক ইউ আপু।
৪৮|  ০৮ ই জুন, ২০১৩  রাত ৯:৫৯
০৮ ই জুন, ২০১৩  রাত ৯:৫৯
ৈজয় বলেছেন: 
বাবা গানটা বড় ভাল লাগে
++
  ১০ ই জুন, ২০১৩  দুপুর ২:২২
১০ ই জুন, ২০১৩  দুপুর ২:২২
মাহতাব সমুদ্র বলেছেন: আমারো ভালো লাগে। ধন্যবাদ
৪৯|  ১০ ই জুন, ২০১৩  ভোর ৬:১৪
১০ ই জুন, ২০১৩  ভোর ৬:১৪
হাসান তাজদিক বলেছেন: যতটুকু জানি জেমস তার পরিবারের রিলোকেসনের কারণ বশত ফিলিংসে থাকা কালিন চট্টগ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে কিছুদিন এক বন্ধুর (পাবলো) বাসায়, পরবর্তীতে আজিজ বোর্ডিঙয়ে ঠাই নেন।
বাবা দ্বারা বিতাড়িত হওয়ার ব্যাপারটি যথা সম্ভব সঠিক নয়।   
 
  ১০ ই জুন, ২০১৩  দুপুর ১:৫০
১০ ই জুন, ২০১৩  দুপুর ১:৫০
মাহতাব সমুদ্র বলেছেন: আমি এভাবেই জেনে এসেছি। তবে ধন্যবাদ আপনাকে, আমি সঠিক তথ্য খোঁজার চেষ্টা করছি।।
৫০|  ১০ ই জুন, ২০১৩  রাত ৯:৫০
১০ ই জুন, ২০১৩  রাত ৯:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: জেমস সত্যি গুরু... যদিও এখন তাঁকে তেমন ভালো লাগে না।
ভালো পোস্ট। 
  ১১ ই জুন, ২০১৩  বিকাল ৩:৫৪
১১ ই জুন, ২০১৩  বিকাল ৩:৫৪
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৫১|  ১২ ই জুন, ২০১৩  বিকাল ৫:২৫
১২ ই জুন, ২০১৩  বিকাল ৫:২৫
বোকামন বলেছেন: 
চমৎকার একটি পোস্ট উপহার দিলেন ভাই।
কৃতজ্ঞতা রইলো :-) 
সংগ্রহে রাখলাম .....
  ১২ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
১২ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
মাহতাব সমুদ্র বলেছেন: আপনাকে ধন্যবাদ
৫২|  ১০ ই জুলাই, ২০১৩  রাত ৮:২০
১০ ই জুলাই, ২০১৩  রাত ৮:২০
েমঘপরী শীলা বলেছেন: দারুণ একটা পোস্ট! জেমসের অনেক তথ্য অজানা ছিল,জানানর জন্য ধন্যবাদ ভাইয়া 
  ১৩ ই জুলাই, ২০১৩  রাত ১০:২৩
১৩ ই জুলাই, ২০১৩  রাত ১০:২৩
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৫৩|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৮
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৩৮
জাহাজি৮৪ বলেছেন: 
ভাই.... ভালো লিখেছেন। 
বাট গুরুর বাবা গানটার বিষয়ে কিছু লিখলেন না।
৫৪|  ০৬ ই জুন, ২০১৭  ভোর ৪:২০
০৬ ই জুন, ২০১৭  ভোর ৪:২০
একটু স্বাধীনতা বলেছেন: গুরু কে নিয়ে কোন মন্ত্যব্য করার সাহষ এখনো হয়ে উটেনি
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:২৭
০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৫:২৭
বৃষ্টিধারা বলেছেন: হুম