![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2
আজ আষাঢ়ের প্রথম দিন । আষাঢ় মাসের কথা শুনলেই মন ভিজে যায় ঝুম বরষায়। বর্ষার প্রথম মাস। ষড়ঋতু্র এই দেশে বর্ষা আশীর্বাদ হয়ে ঘামে ভেজা কৃষকদের উঠোনে। আষাঢ় মানেই যেন মেঘবতী জলের মৌসুম। আজ বর্ষাকে স্বাগত জানানোর দিন। প্রকৃতির অনন্য উপহার এই বর্ষা প্রাকৃতিকভাবে আমাদের জীবনে গুরুত্বপুর্ণ অবদান রাখে।
বর্ষায় পল্লী জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশের অঞ্চলভেদে বর্ষায় গড়ে উঠে গ্রাম্য সংস্কৃতি। ঝুম বৃষ্টিতে কৃষ্ক কাঁধে লাঙল নিয়ে মাঠে ছুটে যায়। উঠান মাঠ ঘাট পানিতে থই থই করে। নদী উপচে পড়ে। অবাধ্য কিশোররা লাফিয়ে পড়ে সে পানিতে। আষাঢ় মানেই সময় অসময় ঝমঝম বৃষ্টি। কর্দমাক্ত পথঘাট। খাল-বিলে থৈ থৈ পানি। নদীতে বয়ে চলা ছবির মতো পালতোলা নৌকার সারি।
আষাঢ় নিয়ে নগর জীবনেও এখন কম উন্মাদনা হয় না। প্রেমিকার হাতে হাত রেখে ভেজা। কানের লতিকায় কদম ফুল গুজে দেয়া কিংবা ভার্সিটির হলের কদম গাছ থেকে বর্ষার প্রথম কদম ফুল প্রেমিকার হাতে তুলে দেয়াও যেন যুক্ত হচ্ছে সংস্কৃতিতে।
এই আষাঢ় নিয়ে কবিরা লিখেছেন অসংখ্য কবিতা, গল্প, গান। কবিগুরু রবীন্দ্রনাথের বহু গান ও কবিতায় আষাঢ়ের সুস্পষ্ট উপস্থিতি লক্ষণীয়। এই আষাঢ় নিয়ে তিনি লিখেছেন, ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’
বর্ষার নতুন জলে স্নান সেরে প্রকৃতির মনও যেন নেচে ওঠে। ফুলে ফুলে শোভিত হয় প্রকৃতি। তাল তমাল শাল পিয়াল আর মরাল কপতের বন বীথিকায় চোখে পড়ে বকুল, কদম, জারুল, পারুল, কৃষ্ণচুড়া, রাধাচুড়াসহ অসংখ্য ফুল। তাইতো কবিগুরু লিখেছেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘এসো নীপবনে ছায়াবীথি তলে’ সহ আরো কত না গান।
আবার এই আষাঢ়ের অতিরিক্ত বর্ষণে পথ-ঘাট তলিয়ে যায়। প্রাত্যাহিক কাজে কর্মে আসে ছন্দপতন। এই ঘেমে ওঠা নগরীতে আষাঢ়ের বৃষ্টি ভিজিয়ে দিক নাগরিক জীবনের কঙ্ক্রীট দেয়াল। নব জলের শুদ্ধতায় স্নান করুক নগর।
নব জলের শুদ্ধতায় স্নান করুক নগর
১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬
মাহতাব সমুদ্র বলেছেন: ভুল হয় নি তো আমার!!
২| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
নিকষ বলেছেন: আপাতত রৌদ্রধারায় স্নান চলছে।
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১
মাহতাব সমুদ্র বলেছেন: হুম তাইতো দেখছি.।
৩| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বৃষ্টির জন্য চাতকের মত পথ চেয়ে বসে থাকার সময় বুঝি শেষ হয়ে এলো।
পোস্টে মুগ্ধ হলাম।
১৫ ই জুন, ২০১৩ রাত ৯:০৫
মাহতাব সমুদ্র বলেছেন: আপনার মুগ্ধতায় খুশি হলাম।
৪| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
সোহাগ সকাল বলেছেন: লেখার সাথে ছবিগুলোও সুন্দর!
১৫ ই জুন, ২০১৩ রাত ৯:২১
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ একজন কদম ফুল নিয়ে কাকভেজা হয়ে আমার জন্য দাড়িয়ে থাকবে আর আমি পাক্কা ২০ মিনিট লেট করবো ! স্বপ্ন দেখা শুরু !
দুরন্ত পোষ্ট সমুদ্র ভাই !
১৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৯
মাহতাব সমুদ্র বলেছেন: কেউ একজন কদম ফুল নিয়ে কাকভেজা হয়ে আমার জন্য দাড়িয়ে থাকবে আর আমি পাক্কা ২০ মিনিট লেট করবো ! স্বপ্ন দেখা শুরু !
৬| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৭| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ লিখেছেন। বাদল দিনের প্রথম কদম ফুল অধরাই রয়ে গেল।লেখা ভাল লেগেছে।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: শুভ বর্ষা।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫
মাহতাব সমুদ্র বলেছেন: শুভ বর্ষা
৯| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:২৬
মামুন রশিদ বলেছেন: নব জলের শুদ্ধতায় স্নান করুক নগর- চমৎকার আষাঢ় বন্দনা ।
১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩
মাহতাব সমুদ্র বলেছেন: : নব জলের শুদ্ধতায় স্নান করুক নগর-
১০| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ঘুড্ডির পাইলট বলেছেন: আষাঢ় বরন ভালো লাগলো ।
১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগলো ভাইয়া
১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মাহতাব সমুদ্র বলেছেন: থ্যাঙ্ক ইউ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০
মেহেদী হাসান '' বলেছেন: এই ঘেমে ওঠা নগরীতে আষাঢ়ের বৃষ্টি ভিজিয়ে দিক নাগরিক জীবনের কঙ্ক্রীট দেয়াল।