নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

'তিথি' আমার কে!

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

'ডেজার্ট রেইন' বাসাটার সামনে দিয়ে মাঝে মাঝে হেটে যাওয়া হয়। 'হয়' শব্দটা দিয়ে একটা আবশ্যিক কাজ বোঝানো হয়েছে কিন্তু আমার সেই ধরনের কোন কাজ না থাকলেও হেঁটে যাই । দোতলা বাসার একটা জানালা সবসময়ই খোলা থাকে। জানালায় 'শান্তা' নামের এক কিশোরি বই নিয়ে পড়ে থাকে। পুরোপুরি মুখ না দেখলেও আবছা যে ছায়াটা দেখা যায় সেটাই অনেক বড় ব্যাপার। হয়তো সেই ছায়ার টানেই হেটে যেতাম। জোছনা রাতে সেই রাস্তা দিয়ে না হেটে যাওয়ার কোন মানেই নেই। এই রাতে আমার জন্য বাড়তি পাওয়া অপেক্ষা করে। সেই কিশোরি জানালায় এসে আকাশের দিকে তাকিয়ে জোছনা দেখে।



কোন এক জোছনা রাতে হেটে যাচ্ছিলাম। সেই জানালার দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠলো কারন জানালায় কেউ নেই। কিছুক্ষন দাড়িয়ে থাকতে থাকতে তুলনামুলক ছোট আরেকটা ছায়া এবং তারপর মুখ দেখা যায়। এটা 'শান্তা'র ছোটবোন 'তিথি'। আমাকেই লক্ষ্য করে একটা কাগজের ঢিল এসে পড়ে। কাগজে লেখা 'আপুর জ্বর, ক্লাসমেট পরিচয় দিয়ে বাসায় এসে দেখা করতে পারেন'



মিনিট পনের দাঁড়িয়েও সাহস সঞ্চয় করতে না পেরে চলে এসেছিলাম। আজ তিথি বই কিনতে এসে ফেরার পথে যখন বলছিল

'ভাইয়া সন্ধ্যা হয়েছে হলের গেটে নামিয়ে দিয়ে আস'

আমি সংকোচ করছিলাম। সেও সেই পুরনো ভীতিকর কথা তুলে খোঁচা দিল। তার ভার্সিটি জীবনে এসেও এই খোঁচা দিয়েই সে আমাকে দুর্বল করে ফেলে।



তিথির সাথে রিক্সায় যাচ্ছি। নীলক্ষেত ট্রাফিক সিগনালের সামনে জ্যামে পড়েছি। আমি অন্যমনস্ক হয়ে আছি। তিথির হাতে অনেক গুলো বই। এর মাঝে উপন্যাসই বেশি। আমার বাসার টেবিল ভরতি বই। আর এই বইয়ের যোগানদাতা তিথি।

বহু আগে থেকেই সে আমার বইয়ের যোগান দেয়।





মনে আছে ২০০৬ সাল। ইন্টার পরীক্ষা দিয়েছি। কাজ কাম নাই সারাদিন ঘুরে বেড়াই । পকেটে টাকা পয়সা নাই। দুপুর হলেই বইমেলায় স্টলে স্টলে ঘুরি। খুব মনোযোগ দিয়ে এক এক টা স্টলে বই যত্ন নিয়ে পড়ি। দুই চার পাতা পড়ার পর বই রেখে দেই আগের জায়গায়। আবার যাই অন্য স্টলে। আবার যত্ন নিয়ে বইগুলো দেখি। নতুন বইয়ের মলাটের গন্ধে এক ধরনের মাদকতা আছে।



প্রতিদিন দুপুর হলেই আমার গন্তব্য বই মেলা। এক স্টলে 'চসেস্কু'র উপর লেখা বইটি আমাকে খুব টানে। প্রতিদিন এসে এই বইটি সবার আগে কয়েক পৃষ্ঠা পড়ে ফেলার চেষ্টা করি। স্টলের তরুণরা বিরক্তিকর চোখে আমার দিকে তাকায়। আমার কিছু মনে হয় না। সেদিন ওই স্টল থেকে চলে আসছি। পিছন থকে কে যেন ডাক দিল 'ভাইয়া'। তাকিয়ে দেখি এক কিশোরী ডাকছে।

-আমাকে ডাকছেন?

-জ্বী ভাইয়া আমাকে আপনি করে বলছেন কেন? আমি তিথি।

তিথি বলার সময় কন্ঠে এমন জোরালো ভাব যে তাকে না চেনাটা বড়ই আশ্চর্যের। যাই হো আরো নিশ্চিত হওয়ার চেষ্টা করি।

-ও আচ্ছা। কোন তিথি?

-শান্তা আপুর ছোটবোন।

- ও আচ্ছা। কি খবর?

-কোথায় ঘুরছেন।

-এইতো বইমেলা দেখি।

-আপনি তো প্রতিদিনই ঘুরেন দেখি

-তুমি কিভাবে জানো?

- আমার বান্ধবীরা আপনাকে প্রতিদিন দেখে। আপনি নাকি একটা বই প্রতিদিন কয়েক পেজ করে পড়ে চলে যান? কিনে নিতে পারেন না?

-টাকা নেই। আর তাছাড়া ধীরে ধীরে পড়ার মজা আছে।

-মজার দরকার নেই আমার সাথে চলুন আপনাকে চসেস্কু'র বইটা কিনে দিবো।



এক প্রকার জোর করে তিথি বইটা কিনে দিলো। তিথিকে ছোট্ট দেখেছিলাম। শান্তা মাঝে মাঝে নিয়ে আসতো। তিথি বড় হয়ে গেছে। ক্লাস টেনের ছাত্রী। তিথির সাথে কফি খেলাম। কফি শেষ করে বইমেলা থেকে বের হয়ে চলে আসি... ওর বোন আমাকে ছেড়ে চলে গেলে মেয়েটি ভুলেনি... এটাই বা কম কিসে!!!



জ্যাম ছুটে গেছে । এতোক্ষনের জমে থাকা মেঘ এখন বৃষ্টি হয়ে পড়া শুরু করেছে। হলের কাছে আসতেই বড় বড় ফোঁটা হয়ে বৃষ্টি নামা শুরু করলো। দুজনে ভিজে একাকার। এই অবস্থাতেই তিথিকে হলে নামিয়ে দিয়ে ধামালকোট যেতে হবে। চাচার কাছে যাব। হাত ফাঁকা কিছু টাকা নিয়ে আসতে হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: তিথি নামটা ইদানিং খুব জ্বালাচ্ছে !
স্মৃতিকথা কি নিজস্ব নাকি সমুদ্র ভাই ?

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

মাহতাব সমুদ্র বলেছেন: না ভাই। পুরো কাল্পনিক।

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

লজিক মানুষ বলেছেন: jan, koida taka loiya asen... Pore baki tuku sunbo...

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: আচ্ছা। বাকিটুকু পরেই বলি।

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই কাহিনী কি বাস্তব ???


ভাললাগা জানবেন।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

মাহতাব সমুদ্র বলেছেন: না ভাই। কাল্পনিক।

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
তিথি আমার কেউ না ভাই, বিশ্বাস করেন :)

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

মাহতাব সমুদ্র বলেছেন: হুম। আপনের তো কেউ না!!!!

৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর গল্প।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাড ভাই।

৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

মামুন রশিদ বলেছেন: গল্পে দুইটা লেয়ার আছে । একটা লেয়ার শান্তার, যে চলে গেছে । আরেকটা লেয়ারে তিথি, মানুষের জীবনে কত কিছুইনা ঘটতে পারে ।


সুন্দর গল্প ।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

মাহতাব সমুদ্র বলেছেন: প্রথম লেয়ারটা ফ্ল্যাশব্যাক দেখিয়েছি। দ্বিতীয় লেয়ারের শুরুটাও ফ্ল্যাশব্যাকে। ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ার জন্য।

৭| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গল্পে ৫ম ভাল লাগা ।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৫

গোর্কি বলেছেন:
শেষ হয়েও যেন শেষ হয় না। ছোট গল্পের বক্তব্য যখন ফুরায় তখনও তার ঝংকারটা ফুরায় না। কানের সাথে মনের সাথে খেলা চলতে থাকে।

চমৎকার!

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য

৯| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

মাক্স বলেছেন: সুন্দর গল্প!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

রোদেলা দুপুর বলেছেন: ভাল লাগলো। এখনও কি সেই তিথি আছে?? নাকি তার বড় বনের মত ছেড়ে চলে গেছে???

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: তিথি থাকবে। ধন্যবাদ।

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

তাসজিদ বলেছেন: আসলে সব কিছুর পরও মনে হয়ে টাকা টাই কি ফ্যাক্ট??????????? তা ছাড়া যে কিছুই করা যায় না।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

মাহতাব সমুদ্র বলেছেন: তারপরেও টাকা মুখ্য নয়।

১২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: তিথী থাকাই শ্রেয়। :)

প্রেমের দোয়ালে ভিখেরী আমি তব
অন্বেষণে তুমিহীনে দিন যে আমার গেল
সে জীবন পথিকের যার নেই চলার শেষ
সে জীবন ভিখেরীর কাড়া আকাড়ার চালে
প্রেম যেথা বহুদূর নিত্য নতুন খেলা খেলে।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছে সেলিম ভাই।

১৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: তিথি ক্লাস টেনে পড়ে আবার তাকে হলে'র গেটে নামিয়ে দেয়ার ব্যাপারটা প্যাচ লাগিয়ে দিছে, তাই গপ ভাল করে বুঝিনি,

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

মাহতাব সমুদ্র বলেছেন: গল্পটা একটু মনোযোগ দিয়ে পড়লে বুঝতেন। আপনি মনে হয় আবছা ভাবে পড়ে গেছেন। কারন ক্লাশ টেনের ব্যাপারটা ছিল ফ্ল্যাশব্যাকে।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮

স্বপ্ন স্রষ্টা বলেছেন: শান্তা আপুর ছোটবো?

১৫| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮

স্বপ্ন স্রষ্টা বলেছেন: শান্তা আপুর ছোটবোন?

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

মাহতাব সমুদ্র বলেছেন: হ্যাঁ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.