নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

আমি তো অবাক।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮

আমার ছোট ভাই,গনিতে মাষ্টার্স শেষ করে স্বল্প বেতনে একটি বেসরকারি হাই স্কুলে চাকরি করছে৷গতকাল আমাকে হঠাৎ আমাকে ফোন দিয়ে বলে ,আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক কোন প্রার্থী আছে?থাকলে বলেন ভর্তি করে দেব৷আমি তো অবাক৷যে এতদিনে অনেক চেষ্টা ও পরিশ্রম করে ও ভাল একটা চাকরির ব্যবস্থা করতে পারল না ,সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানে প্রার্থী ভর্তি করাবে৷ওর এত ক্ষমতা?তো আমি বললাম কি করে,ভর্তি পরীক্ষা দিতে হবে না?ও বলল , ভর্তি পরীক্ষা তো দিতেই হবে৷আমি বললাম,যদি পাশ না করে?ও বলল ,পাশতো করবেই৷আমি তো অবাক ৷,পাশ করবে মানে?বলল পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে দিব৷তাপরে ও যদি পাশ না করে ,তাহলও ব্যবস্থা আছে৷ভর্তি করিয়ে দেওয়া হবে৷আমি বললাম তুই নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলি না,আর এখন অন্যকে ভর্তি করিয়ে দিবি,তাতে তোর লাভ কি?ও বলল আমাদের সময়তো এইগুলো ছিল না৷এখন তো এটা একটা বানিজ্য৷আমি বললাম কিভাবে?বলল,প্রতি প্রার্থী ভর্তি বাবদ পাচঁ লাখ ৷এক বড় ভাই এই কাজ করে থাকে৷আমাকে বলেছে প্রার্থী সংগ্রহ করতে।আমি তো পুরাই টাস্কি খেয়ে গেলাম৷আমি আর কথা না বাড়িয়ে বললাম আমার কাছে কোন প্রার্থী নাই৷এবার মনে মনে ভাবলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভর্তি ব্যবস্থা যদি এই হয় তাহলে অন্যান্য প্রতিষ্ঠামের যে কি অবস্থা তা সহজেই অনুমেয়৷আমাদের সময়ে সাধারন একটি ভাল কলেজে ভর্তির জন্য কত পরিশ্রম,কত লেখাপড়া৷রীতিমত যুদ্ধ করতে হয়েছে৷আর এখনতো পরতে হবেনা৷পরীক্ষার আগেই যদি ছাত্র ছ্ত্রীরা প্রশ্নপত্র পেয়ে যায় তাহলে পরবেই বা কেন৷এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দিয়ে লাভ কি?কি হবে এত আন্তর্জাতিক পুরস্কার পেয়ে?ভবিষ্যতে তো আমরা মেধাহীন এক জাতিতে পরিনত হয়ে যাব৷পরে আবার ভাবলাম ও কি আমার সাথে মিথ্যে বলল?নাহঃ আমার সাথে মিথ্যে তো বলে না ,আর বলেই বা ওর লাভ কি?যাক পরে ওকে বললাম এই সব অনৈতক পথে না যেতে৷আল্লাহ আমাদের সত্য ও ন্যয়ের পথে চলার তাওফিক দান করুন৷আমীন৷

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৯

সুমন কর বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনটি হয় না।

তারা এক প্রকার জুয়া খেলে। ছাত্র-ছাত্রী যদি ভালো হয়, তবে এমনি টিকে যায় আর টাকাটা তারা নিয়ে বলবে, তারাই ভর্তি করিয়ে দিয়েছে। আর যদি ছাত্র-ছাত্রী খারাপ হয় তাহলে তারা বলবে, চেষ্টা করেছি লাভ হয়নি। টাকা কিন্তু ঠিকই নেবে।

তাই সাবধান।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১

সজিব হাওলাদার বলেছেন: এমন হলে তো ভাল।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.