নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব হাওলাদার

সজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

আপনারা যারা বিচারক,আর আমরা আহাম্মক৷

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

আদালতে যাওয়ার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি৷আর ছাত্র হিসেবে ও আইনের বই পড়া হয়নি৷তবে বিভিন্ন নাটক,সিনেমাতে দেখেছি আদালতের সামনে একটি দাড়িপাল্লা থাকে৷ছোটবয়সে বুঝতে না পারলে ও এখন এই দাড়িপাল্লার মর্ম বুঝি৷এক কথায় বলতে গেলে আইন সবার জন্য সমান৷দাড়িপাল্লা সেইটাই নির্দেশ করে চলেছে৷কিন্তু দাড়িপাল্লার সেই নির্দেশ কি কেউ মানছে?বাংলাদেশের মত দেশে এক একজন বিচারক তৈরি করতে নিশ্চয়ই খরচ কম নয়৷দেশের মানুষের ঘামের টাকায় তৈরি হওয়া একজন বিচারক যখন আদালতে বিচারকের আসনে বসেন তখন তার নিশ্চয়ই প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত ওই দাড়িপাল্লা৷শুধু বিচারক হিসেবে কেন ?একজন অতি সাধারন সৎ,নীতিবান,আদর্শবান ও বিবেকবান মানুষ ও বলবে বিচারের ওই মানদন্ডের কথা৷বিচারের ক্ষেত্রে অবশ্যই উচু,নিচু,কে সাংসদ আর কে বিপক্ষ দলের মহাসচিব,কে ধনী কে গরীব,কে জঙ্গী এইসব বিবেচ্য বিষয় হতে পারে না৷আর আমরা সাধারন মানুষ যখন দেখি আপনারা বিচারকরা বিচারকের আসনে বসে বিবেচনা করেন কে সাংসদ আর কে বিপক্ষ দলের মহাসচিব,কে ধনী কে গরীব৷ তখন আমাদের মনে প্রশ্ন জাগে আপনাদের শিক্ষা,বিবেক ও আদর্শ নিয়ে৷আপনাদের এত শিক্ষা,জ্ঞান এর মূল্য কি থাকে যখন আপনারা আপনাদের বিবেক ও আদর্শকে বিষর্জন দেন সামান্য ব্যক্তিগত ও দলীয় স্বার্থের জন্য৷একজন সাংসদ দিনে দুপুরে প্রকাশ্যে বিনা কারনে একটি শিশুকে গুলি করে,আবার তার বিরুদ্ধে মামলা নিতে পুলিশের সময়ক্ষেপন,মামলার পর আবার জামিন ও পেয়ে যায়৷অন্যদিকে বিপক্ষ দলের মহাসচিব যিনি কোন চোর,ডাকাত নয় ৷শুধুমাত্র সন্দেহভাজন হিসেবে নাশকতার মামলায় মাসের পর মাস জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়৷ধরেই নিলাম উনি গাড়ি পুড়িয়েছেন তাই তার জামিন হয় না৷তাহলে ঐ সাংসদ ও তো দিনে দুপুরে প্রকাশ্যে বিনা কারনে একটি শিশুকে গুলি করেছে ৷তাহলে তার জামিন হয় কিভাবে?আর যদি তার জামিন ই হয়,তাহলে ঐ মাহমুদুর রহমান,মান্না,ফখরুল ইসলাম এদের জামিন কেন হয় না?কোথায় আপনার আইনের মানদন্ড যখন ঐ সাংসদকে জামিন দিলেন?আবার আমাদের মানণীয় প্রধান বিচারপতি বলেছেন ,বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন৷সরকারের কোন চাপ বিচার বিভাগের উপর নেই৷আমরা আপনার কথার উপর আস্থা রাখতে চাই৷কিন্তু আস্থা ও বিশ্বাসের জায়গাটা আপনারাই নস্ট করে চলেছেন৷একই আইন একই অপরাধ ,বিচার কেন সবার জন্য সমান হয় না?আচ্ছা আপনাদের বিবেক কি ঘুমিয়ে পরেছে?আপনাদের বিবেক কি আপনাদের তাড়ায় না?আমরা কিন্তু খুবই সাধারন মানুষ৷ কম হলেও ভাল-মন্দ,ন্যায়-অন্যায় বোঝার মত ক্ষমতা আমাদের আছে৷আপনারা হয়ত ভাবেন আমরা নির্বোধ,বোকা,আহাম্মক৷বিষয়টা আসলে তা নয়৷আমরা মনে করি আমরা আমাদের অতিসাধারন জ্ঞান,বিবেক,নীতি,আদর্শ এখন ও আপনাদের মত বিষর্জন দেইনি৷মনে রাখবেন বিচারপতির বিচার ও হয়ত কোন একদিন,কোন একসময় হবে৷হয় আপনাদের, নয়ত আপনাদের আইন পরিবর্তন আমরা কামনা করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.