![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
চারিদিকে এখন একটাই আলোচনা। ব্লগেও ধুমসে আলোচনা চলছে এ নিয়ে। বলা যায় শীতের হিমেল হাওয়ার মাঝে নিজেকে খানিক গরম করে নেয়ার মত খবর। এতে শীত শীত ভাবটাও অনেকের কাছে কেমন জানি পানসে ঠেকছে। এ অবস্থায় কেউ হয়ত মেজাজ খারাপ করে আছেন আবার কেউ হয়ত খুশিতে বাকবাকুম। সে যাই হোক, এইবারের পোস্ট এ শীতটাকে আরো উপভোগ করে তোলার জন্য একবার ঢু মেরে যেতে পারেন।
আমরা সবাই জেনে গিয়েছি যে ইভা আপা World Cup 2011 উপলক্ষে ৩ দিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে সেখানে গান গাইবেন। দেশের মান সম্মান ধুলোয় থুক্কু উজ্জ্বল করবেন। তার নাকি সারা দুনিয়া ব্যাপী জনপ্রীয়তা!!! সে নাকি কোকিল কন্ঠী গায়িকা!! এত প্রশংসা এত এত জনপ্রীয়তা কিন্তু কেন যে আপনারা তাকে পছন্দ করছেন না ?? আমি বুঝতে পারছি না!!!
কাক্কু দেখিয়ে দিয়েছেন বয়সটাই বড় কথা নয়। ৫০ বছরের বেশি বয়সের বুইড়া হইয়াও মধ্য ৩০ এর সুন্দরী বউ কি করে পাওয়া যায়!! বাহ!!
এইবার আসি অনুষ্ঠান প্রসঙ্গে। কাক্কু আবার মহা চাল্লু মাল। ATN বাংলাকে অবিরাম ইভার মুখ দেখানোর জন্য বা এই কথাকে স্বার্থক করার জন্য সে নানবিধ ফন্দি করতে পারে। সে গুলোই আসেন চিন্তা করে দেখি -
•ফ্যাশন শো এর আয়োজন করতে পারে যেখানে মূল আকর্ষন হিসেবে থাকবে আপু। সে নিজেই এখানে মুল পারফর্মার হিসেবে থাকবে।
•আপার এই রূপ এর রহস্য কি এ নিয়ে একটা প্রতিবেদন রাখা যেতে পারে।
•আপা কি করে কাক্কু কে তার মায়াজালে বন্দী করলো তা নিয়ে থাকতে পারে একটা ডকুমেন্টারী।
•অবিরাম শাড়ি প্রদশনী থাকতে পারে।
•ATN এর প্রডাক্ট এর সেল বাড়ানোর নতুন পন্থা হিসেবে আপাকে কাজে লাগাতে পারে। এতে লাভ আর লাভ ছাড়া আর কিছু হবে না।
•আপাকে কাক্কু ব্যক্তিগত জীবনে কতটুকু সুখে রেখেছে তার উপর একটা সাক্ষাতকারও থাকতে পারে।
•আম জনতাকে বিনোদনের সাগরে ভাসানোর জন্য এস এম এস এর মাধ্যমে একটা খেলার আয়োজন করা যেতে পারে। যেখানে যে সবচেয়ে বেশি এস এম এস করবে তার সাথে আপা সময় ডিনার করবেন।
•আর প্রাইভেট টাইম এর কথা এর আগের পোস্ট এই বলেছি।
•সবশেষে ভক্ত শ্রোতাদের কিছু বলার সুযোগ দেয়া হলে তার কাছে একটাই মিনতি করা যে সে যেন গান আর না গায়। এর বদলেও আপা অন্য ভাবে যে আমাদের বিনোদন দিতে পারে সেটা তাকে হাতে কলমে বুঝিয়ে দেয়া।
তারপরও জয় জয় জয় ইভা আপুর জয়।
বিঃদ্রঃ ইহা একটি ফান পোস্ট। কারো মনে আঘাত লাগার জন্য নয়।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১১
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
২| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২
শূণ্য উপত্যকা বলেছেন: ডিনার এর পরে আর কিছু হবে না?
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২
মাহবু১৫৪ বলেছেন: আরে ভাই, সে জন্যই তো আছে প্রাইভেট টাইম !!!
৩| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২
গ্রাউন্ড ফ্লোর বলেছেন: বরাবরের মতই হীটাকাংখী পুস্ট
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৩
মাহবু১৫৪ বলেছেন:
৪| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৪
বাউন্ডুলে রুবেল বলেছেন: আপুরে এরশাদ কাক্কুর কাছে এক দিনের জন্য...(মানে রাইতের আর কি)...!!!!
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৫
মাহবু১৫৪ বলেছেন: খামোশ!!
আপনি এই সব কি বলেন। হাজার হোক, ইভা আপি মরা হাতির কাছে যাইতে রাজি না ।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৪
ধ্রুবতারাতন্ময় বলেছেন: আসলেই চরম পর্যায়ের বিরক্তিকর.......
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩২
মাহবু১৫৪ বলেছেন:
পুরাই
৬| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৫
ধ্রুবতারাতন্ময় বলেছেন: আসলেই চরম পর্যায়ের বিরক্তিকর.......
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
মাহবু১৫৪ বলেছেন:
৭| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৮
আসকওয়ানমি বলেছেন: আপনারা যে কি না??? এত কিছু দেখেন , ভালবাসাটা দেখেন না???
লাইলি-মজনু, রোমিও-জুলিয়েট কিংবা শিরি-ফরহাদ যাই বলেন না কেন, মাহফুজ-ইভা তারও উপরে স্থান করে নিবে।
ইতিহাসের পাতায় এই যুগলের অমর প্রেম কাহিনী শোভা পাবে........
বলা যায় না, প্রেমের উপরে প্রথম নো-বেইল (নোবেল) টা তাদেরই হবে, হোক সেটা মরণোত্তর কিংবা ইভা যখন বিধবা হবে তখন.......
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
তা যা বলেছেন
৮| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০১
হোমারদা বলেছেন: Sei special video-tar part 2 banate pare ja hit hoyar opekkay mukhiye ache.
(phone diye likhlamto tai english. Sorry)
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪
মাহবু১৫৪ বলেছেন:
৯| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০২
হোমারদা বলেছেন: Sei special video-tar part 2 banate pare ja hit hoyar opekkay mukhiye ache.
(phone diye likhlamto tai english. Sorry)
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫
মাহবু১৫৪ বলেছেন: সে তো পরের কথা। আগে কাজ হইতে দেন !!
১০| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩
লুলু পাগলা বলেছেন: শূণ্য উপত্যকা বলেছেন: ডিনার এর পরে আর কিছু হবে না?
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫
মাহবু১৫৪ বলেছেন:
১১| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৬
নীল_পদ্ম বলেছেন: ইভা পার্ট-২ এর শুভ মহরত করাতে পারে।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৬
মাহবু১৫৪ বলেছেন:
১২| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫০
কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন:
CTN
অবিরাম ইভা'র মুখ
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫২
মাহবু১৫৪ বলেছেন: ইভা আর ইভা!!!
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৩
ইজীটক বলেছেন: বালাই লেকছুইন।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৫
মাহবু১৫৪ বলেছেন: ধইন্যা পাতা আপনাকে
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৫
বল্টু মিয়া বলেছেন: দলে দলে যোগ দিন :
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইভা রহমান কে দেখতে চাই না
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০০
মাহবু১৫৪ বলেছেন:
১৫| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৪
মেকগাইভার বলেছেন: ইভাকে সমুর মডু বানানোর জোর দাবি জানাচ্ছি।
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৬
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
উত্তম প্রস্তাব !!!
১৬| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮
সাইডবেঞ্চার বলেছেন: ইভা আপা লুল
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৬
মাহবু১৫৪ বলেছেন:
১৭| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২২
ভুলো মন বলেছেন: কাক্কু দেখিয়ে দিয়েছেন বয়সটাই বড় কথা নয়। ৫০ বছরের বেশি বয়সের বুইড়া হইয়াও মধ্য ৩০ এর সুন্দরী বউ কি করে পাওয়া যায়!!
আমার ধারণা, একদিক দিয়ে খুশি করতে না পারায় অন্যদিক দিয়ে খুশি করার চেষ্টা করছেন কাক্কু !!!!
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৮
মাহবু১৫৪ বলেছেন: ছি ছি এভাবে বলে না !!!
গোপনীয় ব্যপার গোপনই থাকুক ।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২২
সানুনয় বলেছেন: আমার প্রিয় দুটি এলবাম - মন ছুয়ে যায়, ইশক দিওয়ানা
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৯
মাহবু১৫৪ বলেছেন: খাইসে!!!
তাইলে তো আপনিও মনে হয় ইভা আপার মত পি এইচ ডি করে ফেলেছেন মন এর উপর
১৯| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৩
আসিফ মুভি পাগলা বলেছেন:
জটিল সব আইডিয়া ।
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৯
মাহবু১৫৪ বলেছেন: দেখা যাক, কাক্কু এখান থেকে কোন আইডিয়া ধার নেয় কি না।
২০| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৫
কবির সরদার বলেছেন: এভাবে বলবেন না। মাহফুজ কাক্কু অক্কা পাওয়ার পর ইভা আপু কিন্তু দেশের তৃতীয় নারী নেত্রী হবেন।
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২১
মাহবু১৫৪ বলেছেন: তাইলেই হইসে !! দেশ তাহলে আসলেই উন্নয়নের জোয়ারে ভাসবে
২১| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৪
সানুনয় বলেছেন: তার নাম যে ইভা....... ইভা কি জওয়ানী.......
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২১
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম।
তা আর বলতে
২২| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৭
পুটি মাছ বলেছেন: একটু বেশি মজা পাইলাম...............
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৩
মাহবু১৫৪ বলেছেন: অনেক ধন্যবাদ
২৩| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৩
বেঙ্গলেনসিস বলেছেন: বিঃদ্রঃ ইহা একটি ফান পোস্ট। কারো মনে আঘাত লাগার জন্য নয়।
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৪
মাহবু১৫৪ বলেছেন:
২৪| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৫
ছোটমির্জা বলেছেন:
তাও ভালা,
মেড ইন বাংলাদেশ বলে কিছু থাকতাছে।
ইভা আপারে ভাল পাই।
কবে যে আমারে ডেকে গান করনের পোস্তাভ দেবে!!
কাক্কু ছাল্লু মাল (সবাই ইভারে আফা আর তানাকে কা্ক্কু কৈতাসে!!!)
তানারে ইমেল করে এই আইডিয়া গুলান দিমু নাকি ভাব্তাসি।
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১১
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা ।
কাক্কু রে কাক্কু ই তো কমু। এ ছাড়া আর কিছুই আমি ডাকুম না !!!
কাক্কু এর মেইল আই ডি আপনার কাছে থাকলে দেন তারে মেইল কইরা ।
২৫| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৪
কেরামত আলী বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১১
মাহবু১৫৪ বলেছেন:
২৬| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৫
জিসান শা ইকরাম বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১১
মাহবু১৫৪ বলেছেন:
২৭| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩
সাকিন উল আলম ইভান বলেছেন: আইডিয়া গুলো জটিলসসসসসসসসসস...........।
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১২
মাহবু১৫৪ বলেছেন:
২৮| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৪
ইয়াকুবএ বলেছেন: ইভা আর প্রভার মধ্যে পার্থক্য কি?????
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৬
মাহবু১৫৪ বলেছেন: এইটাও কইতে হইবো আপনারে !!!
২৯| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: আপারে আমি খুবই ভালু পাই
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৭
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম ।
বড়ই পুলকিত হইলাম ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৫
আকাশের তারাগুলি বলেছেন: মাহফুইজ্যার মনে আঘাত লাগতে পারে.......