নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

তুমি মরীচিকা /:)/:)

২৭ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৩১

আজ আমি বহুদূরের এক যাত্রা পথিক

সময়ের পরিক্রমায় হাড়িয়ে আমি পথের দিক,

অজানা মরীচিকার পিছনে ছুটে চলছি অবির

মাঝে মাঝে খড়তাপে পুড়ে হই ক্লান্ত শ্রান্ত।



চলতি পথে পানির জন্য হাহাকার করি

মেলে না, আজ মেলে না তা;

মাথার উপর দিয়ে চলে যায় শিকারী

তবু ধরা দেই না, করি না ধৈর্য্যচ্যুতি।



সামান্য সুখের দিশায় এই ছুটে চলা

কোন এক অজানা আতংকে ডুকরে কেদে মরা!!

লাভ নেই; আজ আর কোন লাভ নেই

আছে শুধু অবহেলা আর শুণ্যতার এক অপূর্ব মিলনমেলা।



ওই পথেই আজ আমার একমাত্র আলোর দিশা

শেষ অবধি যেতে চাই তাই তো বেচে থাকা,

পিছন ফিরে তাকাবার আর যে সুযোগ নেই

সবকিছু হারিয়েও তবু দেখতে পাই কিছু আলোর ইশারা।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৮

নিশাচর ভবঘুরে বলেছেন: কবিতায় +++++++++++

২৭ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৯

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:৩৫

ফাইরুজ বলেছেন: ভাল লাগলো।

২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৭

মাহবু১৫৪ বলেছেন: বহুদিন পর আপনাকে আমার ব্লগে দেখলাম। কেমন আছেন?


ধন্যবাদ কমেন্ট এর জন্য।

৩| ২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৫

জিসান শা ইকরাম বলেছেন:
ভালোই লিখেছ কবিতা :)
+++++++

লাভ নেই; আজ আর কোন লাগ নেই ..... বোল্ড করা শব্দটা লাভ হবে না ?

২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১৯

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :) :)
১। প্লাস দেয়ায়

২। ভুল ধরিয়ে দেয়ার জন্য।

৪| ২৭ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভালো লাগলো কবতিা +

২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫৬

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ সকাল ভাই।

৫| ২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০০

ফাইরুজ বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন? আমি এখন কমেন্ট করা কমিয়ে দিয়েছি মানে একটু ভাবধরা ব্লগার হবার আপ্রাণ চেষ্টায় আছি।

২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫৭

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা । ঠিক আছে। ভাব ধরা ভাল। B-) B-)


আমি ভাল আছি।

৬| ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: সুন্দর কবিতা মাহবুভাইয়া।:)

২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫৯

মাহবু১৫৪ বলেছেন: আরে!!! এইটা কাকে দেখলাম কমেন্ট করতে?? :-*


গরীবের ঘরে হাতির আগমন। তা কতদিন পর এলেন আমার এখানে খেয়াল আছে???

৭| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২১

চাটিকিয়াং রুমান বলেছেন: সুন্দর কবিতা।

+++++

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১২:২৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ রুমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.