![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
আমাদের সবার জীবনের চলার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে। কেউ কেউ সেইসব বিপত্তি উতরে যান আবার কেউবা যেতে পারেন না।
একই বাণী হয়তো অনেকে অনেক ভাবে বলেন। এইবার আসুন জেনে নেই কিছু কিছু বাণী যা আপনাকে অনুপ্রেরণা যোগাবে চলার পথের পাথেয় হিসেবে।
১, সময়কে প্রাধান্য দাও। আর এ জন্য সময়ের কাজ সময়ের মধ্যেই করে নাও।
২, যতই পড়বে ততই জানবে
৩, উচ্চশিক্ষিত হয়েও শিক্ষিত মানুষ হওয়া কঠিন।
৪, তোমার নিজের ভিতরের ক্রোধ সংযত রাখাই শ্রেয়। আর সেটা প্রকৃত মানুষের বহিঃপ্রাকাশ।
৫, দেয়ালে পিঠ ঠেকে গেলেও সেখান থেকে উত্তরণের পথ খুজে বের করাটাই কৃ্তিত্ব।
৬, একদিকে বাবা মায়ের খেদমত এবং অন্যদিকে বন্ধুদের সময় দেয়া; এই মধ্যে যদি প্রথমটাকে বেছে নেয়া হয় তাহলে এর থেকে সবচেয়ে বড় সওয়াব আর কিছু হতে পারে না।
৭, জীবনের কোন ক্ষেত্রেই ধৈর্য্যচ্যুতি হওয়া ভাল না।
৮, আপনি জীবনে কোন মানুষের কোনরকম ক্ষতি না করলে আপনাকেও কেউ ক্ষতি করবে না।
৯, বাবা মা তুলে কাউকে গালি দেয়া মানে সেই গালি আপনার কাছে এসেই আঘাত করা।
১০, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। এটাই হল নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভাল গুণ।
১১, জীবনের খুব কঠিন সময়ে নিজের উপর আস্থা হারাবেন না। বিশ্বাস রাখুন নিজের উপর।
১২, আপনার জীবনটা শুধু কালো অন্ধকার পথ দিয়েই ঘেরা। সেখানে আছে শুধু হতাশা, ক্লান্তি, মুক্তি পাওয়ার অবিরাম ইচ্ছে, জীবন সংগ্রান, কষ্ট, বেদনা। এতকিছুর পরও যে এই সময়টাতে ভালমত উতরে যেতে পারে সেই বিজয়ী। সেই কালো অন্ধকার ভেদ করে একটা সময় ঠিকই সে আলোর দেখা পায়। হোক সেটা ক্ষীণ, কিন্তু তার মাহাত্য অপরিসীম।
১৩, অনেকসময় আপনার একটু সুন্দর হাসি বদলে দিতে পারে চারপাশের পরিবেশ।
১৪, জীবনে কোন ভুল করলে সেই ভুলের জন্য কাউকে ক্ষমা করতে পিছপা হবেন না।
১৫, দাম্ভিকতা নিয়ে চলার মাঝে কোন কৃ্তিত্ব নেই।
১৬, টাকা পয়সাই জীবনের সবকিছু নয়। শান্তি, সুখ, শ্রদ্ধা, ভালবাসা এগুলোর থেকে বড় আর কিছু নেই।
১৭, আপনি কাউকে ভালবাসলে সেও যে আপনাকে ভালবাসবে তার কোন নিশ্চয়তা নেই।
১৮, নিজের স্বামীকে / স্ত্রীকে সবটুকু দিয়ে ভালবাসুন। কখনো তার প্রতি সন্দেহ পোষন করবেন না। বিশ্বাস থাকাটা জরুরি।
১৯, কখনো নিজের স্ত্রীর অধিকার এবং একইসাথে আপনার মা এর অধিকার; এই দুটোকে একসাথে দেখতে যাবেন না। দুটোই আলাদা।
২০, আত্যহত্যা কারো জীবনে কোন ফলাফল নয়।
এ কয়েকটাই মনে পরেছে। কেমন হল? জানাবেন অবশ্যই।
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:২০
মাহবু১৫৪ বলেছেন:
২| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২১
ঈষাম বলেছেন: ভালোই তো!
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:২১
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম
৩| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৬
রুদ্রাক্ষী বলেছেন: ভালো কিন্তু আর কত ধৈর্য্য ধরবো-----মাঝে মাঝে দেয়ালে পিঠ ঠেকে গেলে এমন মনে হয়।
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:২১
মাহবু১৫৪ বলেছেন: ধৈর্য্য ধরা ছাড়া বিকল্প নাই
৪| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:৩১
আমার মন বলেছেন: জানি কিন্তু মানি না
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৩:২৪
মাহবু১৫৪ বলেছেন:
৫| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ২:২৬
ইসাকুল বলেছেন: আরেকটা আছেঃ বেশি করে ঘুমান। মাথা ঠাণ্ডা রাখুন
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৩:২৫
মাহবু১৫৪ বলেছেন: প্রতিদিন ৮ ঘন্টার বেশি ঘুমানো ভাল না
৬| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ২:৫০
রকিবুল আলম বলেছেন: কখনো নিজের স্ত্রীর অধিকার এবং একইসাথে আপনার মা এর অধিকার; এই দুটোকে একসাথে দেখতে যাবেন না। দুটোই আলাদা।
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৩:২৫
মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। ১০০% সঠিক
৭| ১৮ ই এপ্রিল, ২০১২ ভোর ৫:৫৯
ফারিয়া বলেছেন: দেখা যায়নাতো!
১৮ ই এপ্রিল, ২০১২ ভোর ৬:০১
মাহবু১৫৪ বলেছেন: কেন?????
৮| ১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৮
এম. আই. খলিল বলেছেন: আশা করি সবাই মানব ।
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১১
মাহবু১৫৪ বলেছেন: তা তো বটেই
৯| ১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩০
রেজোওয়ানা বলেছেন:
যতই পড়বে ততই জানবে
আর যতই জানবে ততই জানোয়ার হবে!
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১২
মাহবু১৫৪ বলেছেন: সেটাও ঠিক। এরকম ও দেখা যায়
১০| ১৮ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
জিসান শা ইকরাম বলেছেন:
কাদের জন্য এই পোস্ট ?
শুভকামনা .....।
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১২
মাহবু১৫৪ বলেছেন: সবার জন্যই।
১১| ১৮ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
ফারজুল আরেফিন বলেছেন: জানোয়ার ভাই কেমন আছেন?
রেজোওয়ানা বলেছেন: আর যতই জানবে ততই জানোয়ার হবে!
পোস্টখানা পিলাসিত করলাম।
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৩
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১২| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২২
রাতুল_শাহ বলেছেন: ৪ নং টা বহুত কষ্টে পালন করে যাচ্ছি।
পোষ্টটা প্রিয়তে নিয়ে রাখলাম।
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:১৪
মাহবু১৫৪ বলেছেন: একবার আয়ত্তে নিয়ে নিলে আর প্রব্লেম হয় না।
ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ২:৫৯
মিরাজ is বলেছেন: সুন্দর পোষ্ট। ++
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:২৫
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৪| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০১
ফারিয়া বলেছেন: জানিনাতো!
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:২৭
মাহবু১৫৪ বলেছেন: এইবার দেখুন তো।
১৫| ২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:৫৬
ফারিয়া বলেছেন: এবার দেখা যাচ্ছে!
কথাগুলো ভালোই।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৪
মাহবু১৫৪ বলেছেন: যাক, অবশেষে দেখতে পারলেন।
ধন্যবাদ
১৬| ২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:০১
আমি কিন্তু সেইরকম! বলেছেন: ভাল লাগের বাটনটা দিলাম চেপে
++++++++++++
৮ ন এর ক্ষেত্রে দ্বিমত আছে । আমি কারও ক্ষতি না করলেও আমি কিন্তু কার ও দ্বারা ক্ষতি বা প্রতারণার শিকার হইতে পারি । আমি নিশ্চিত হয়ে বলতে পারি না যে আমি কোনরূপ ক্ষতির সম্মুখীন হব না ।
আর সাধারণত ভাল আর নিরীহকেই সবাই বাঁশ দিতে ভাল বাসে ।
কিছু অমিও বানী আমিও লিখেছি ।
পড়ে দেখতে পারেন ।
নিজের স্বরচিত কিছু অমিয়বাণী(নিজ অবিজ্ঞতালব্ধ)
ভাল থাকবেন ।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:১৩
মাহবু১৫৪ বলেছেন: সবার ক্ষেত্রে তা নাও হতে পারে। আবার হতেও পারে।
ধন্যবাদ আপনাকে
১৭| ২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২৪
বহুভুজ বলেছেন: গুড পোস্ট
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৪
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
১৮| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৭
সাহাদাত উদরাজী বলেছেন: আগুর ফল টক!
(পোষ্ট পড়ে বুঝলাম আবার)
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৬
মাহবু১৫৪ বলেছেন:
১৯| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩২
সাজিদ ঢাকা বলেছেন: সিরিয়াস পোস্ট , , , ,
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৪
মাহবু১৫৪ বলেছেন:
২০| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৬
ধূসরধ্রুব বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৭
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ
২১| ২৩ শে মে, ২০১২ সকাল ১০:১৫
নীল-দর্পণ বলেছেন: ভাল লাগল অনেক, কয়েকটা আমার জন্যে সত্যিই খুব দরকার
২৩ শে মে, ২০১২ সকাল ১০:৪৯
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ নীল।
এসব শুধু তোমার জন্যই নয়, সবার জন্যই দরকার আসলে।
২২| ২৩ শে মে, ২০১২ সকাল ১০:২৫
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++++++++++++
২৩ শে মে, ২০১২ সকাল ১০:৪৯
মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৩| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
প্রিয় কবিতা বলেছেন: sundor bani
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: দূর ব্যাবাকটে খালি গ্যেয়ান দে......