![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইন্টারনেট সংযোগে স্প্রীড মোটামুটি ১২০-১৫০ কেবি/সেকেন্ডে। অনেকগুলো অনলাইন টিভি চ্যানেল দেখতে পারছি যখন বোরিং লাগে। ডিশের লাইনের সংযোগ নেওয়া সম্ভব হয় না হলে থাকার কারণে। আর টিভি রুমে এই চ্যানেল তো সেই চ্যানেল। কী আর করা। আপনারা আগ্রহী হলে একটু চেক করে দেখতে পারেন।
http://idesitv.com
নাই মামার চেয়ে কানা মামা ভালো। যা হোক ১৫-২০টি চ্যানেল কোন সমস্যা ছাড়াই দেখা যায়।
২৩ শে মে, ২০১০ বিকাল ৩:২০
বাংলা মাহবুব বলেছেন: বাংলাদেশের চ্যানেল আছে কিন্তু আছে নাই এই অবস্থা। দেশ টিভির ওয়েব সাইটে বিনামূলে দেশ টিভি দেখা যায়।
২| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:১৬
জিয়া চৌধুরী বলেছেন: আমি তিন দশমিক পাচঁ এমবি লাইন ইউজ করি । আমি কি দেখতে পারবো
২৩ শে মে, ২০১০ বিকাল ৩:১৮
বাংলা মাহবুব বলেছেন: ট্রাই করে দেখেন।
৩| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:১৮
রুদ্রমরু বলেছেন: স্প্রীড নাই
২৩ শে মে, ২০১০ বিকাল ৩:২১
বাংলা মাহবুব বলেছেন: কী আর করা। সামনে সুদিন আসলে দেখবেন। ঠিকানাটা রেখে দেন।
৪| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকার বাংলা টিভি দেখুন: ঢাকার বাংলা টিভি দেখতে চাইলে দেখুন । কলম্বোতে আমি নিয়মতি এন টিভি, চ্যানেল আই আর এটিএন দেখছি। আপনারাও দেখতে পারেন।
৫| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৩৬
অয়ন031 বলেছেন: কয়েকটি বাংলা চ্যানেল (ইন্ডিয়ান) আছে। আমার মনে হয় বাংলাদেশের চ্যানেল গুলিও এক সময় আসবে। উপকারী পোষ্টে প্লাস।
২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৩৯
বাংলা মাহবুব বলেছেন: স্বাগতম
৬| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৪৮
নীড় ~ বলেছেন: স্প্রীড কিতা! খায় না মাথায় দেয়?
২৪ শে মে, ২০১০ সকাল ৭:৫৯
বাংলা মাহবুব বলেছেন: বোধহয় মুখে দেয়!!!
৭| ২৪ শে মে, ২০১০ সকাল ৮:০২
বিডি আইডল বলেছেন: ২০০৭ সালে মনে হয় এটা নিয়া পোষ্ট দিছিলাম
২৪ শে মে, ২০১০ সকাল ৮:১৪
বাংলা মাহবুব বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য, কারো পোষ্ট দেখে আমি আমার পোষ্টটি দেই নি। আমি নিয়মিত ওয়েব টিভি দেখি তাই সবার জন্য ঠিকানাটি দিলাম।
৮| ২৪ শে মে, ২০১০ সকাল ৮:২৯
বিডি আইডল বলেছেন: কারো পোষ্ট দেখে পোষ্ট করেছেন সেটা বলিনি..বলেছি এটা অনেক পুরনো একটা সাইট...
এই বিষয়ক আরো একটা পোষ্ট
ফ্রি-তে অসংখ্য অনলাইন টিভি চ্যানেল--আসলেই কি সম্ভব?
২৪ শে মে, ২০১০ বিকাল ৫:০৪
বাংলা মাহবুব বলেছেন: ধন্যবাদ
৯| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৪
ফয়সল নোই বলেছেন: +
ধন্যবাদ।
১০| ১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:৩৫
লাভলু বলেছেন: Free so
+++
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১০ বিকাল ৩:১৫
হুলো-বেড়াল বলেছেন: একটাও বাংলা চ্যানেল নাই!!...সব ভারতীয় চ্যানেল দেয়ায় মাইনাস