![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের ছিমছাম বাড়িটায়,বসন্ত বাতাস খেলে যেন অনাবিল অবলীলায়। দক্ষিণ কোণে শিউলী গাছ তলে,প্রজাপতি নেচে ওঠে আনন্দ উচ্ছ্বলে। পুবের কোণে চামেলীর বনে,অসময়ে ডেকে ওঠে নিঃসঙ্গ কোকিল। অন্তরের ব্যথা টুকু বলে যেন আনমনে! উত্তরের তীর ঘেষে মেঠো পথ গেছে মিশে,ক্লান্ত রাখাল বাড়ি ফিরে অবশেষে। পশ্চিমে ঢলে পড়া সূর্য,আবির রেখার অনাবিল তূর্য। তোমাদের ছিমছাম বাড়িটায় কাটিয়েছি কত নির্ঘুম জোছনা রাত,হাতে রেখে দু'জনের হাত। বাড়িটা আজো তেমনি আছে,তুমি কেবল রাতের আকাশে মিশে গেছ ধ্রুব তারার বেশে। ক্লান্ত মন খুঁজে দু'নয়ন অতীতের ভাজে ভাজে।
©somewhere in net ltd.