![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখন যে তুমি এসে আমার পাশে দাঁড়ালে,ভালোবাসি বলে দু'হাত বাড়ালে।কখন যে তুমি এসে ঘুম খানি ভাঙালে,মনের গভীরে বিজয় পতাকা উড়ালে। কখন যে তুমি আমায় স্বপ্ন দেখালে ভোরের কুয়াশার নিমগ্ন সকালে। চিরচেনা এ শহরখানি,তোমায় ছোঁয়ায় অচেনা কতখানি।অবিচল, অবিশ্রান্ত রুক্ষ পথে তোমার কোমল ছায়াখানি।কখন যে তুমি এসে মায়ায় জড়ালে,কখন যে সব কিছু শূণ্যে ছড়ালে।রোজকার চালচুলো হীন জীবন,কোমল পায়ে কোথায় হারালে? কখন যে তুমি এসে আমার পাশে দাঁড়ালে,দুঃখগুলো সব হারালে।তুমি এসে হাতখানি বাড়ালে,সপ্ত আলোয় সব রাঙালে। মাহবুব
©somewhere in net ltd.