নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ।

বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ।

মাহবুব জামান আশরাফী

বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ। http://ashrafi-mahbub.blogspot.com/

মাহবুব জামান আশরাফী › বিস্তারিত পোস্টঃ

মিসড কল

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

প্রচণ্ড শীতে কাপতে কাপতে কাকরাইল মোড় এ এসে পৌছুলাম ৷ আমার এক বন্ধুর সাথে দেখা করার কথা ৷ গত দুই মাস ধরে প্ল্যান করছি কক্সবাজার যাব ৷ শীতে কাপতে কাপতে হাত ঘড়িটা দেখলাম ৮ টা বাজে ৷ আর দুই ঘণ্টা তার পরই স্বপ্নের যাত্রা শুরু ৷ দুই তিন বার কল দিলাম আমার বন্ধু আতিক কে ৷ এই গাধাটা এখনো আসে না ক্যান ৷ বাসের টিকেট ফোনে বুকিং দিয়েছি ৷ যেয়ে নিতে হবে ৷ বেশি দেরি হলে আবার টিকেট টা পাব না ৷



আর টেনশন বাড়ল যখন দাড়িয়ে থাকতে থাকতে প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেল ৷ বাদর টা ফোন ধরছে না কেন ? ওর বাসায় ফোন দিলাম ৷

হ্যালো আন্টি বাদর টা কই ?

- কে মাহবুব ?

জ্বি আন্টি , কই ও বের হয়েছে ?

-হ্যাঁ হ্যাঁ বাবা বের হয়েছে এখনো পৌছায় নি ? ও তো বলল তোমার জন্য অপেক্ষা করছে !

কি বলেন আন্টি ! আমি তো প্রায় ১ ঘণ্টা দাড়িয়ে আছে, ও ফোন ধরে না তো…

আচ্ছা আমি দেখছি ৷



আমার জন্যে দাড়িয়ে আছে ? ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে নয় টা মাত্র আধা ঘন্টা বাকি ৷ কি কেলেঙ্কারি , আমি কিছুক্ষণ এদিক ওদিক ছুটলাম ৷ কাকরাইল মোড় এর আশে পাশে দেখে হতাশ হয়ে ভাবলাম ধুর ৷



কি ভেবে আমি দিলাম ফকিরাপুলের দিকে রওনা ৷ কপাল খারাপ হলে যা হয় ৷ এক বৃদ্ধ চাচা অতি ধীরে টানছে ৷ কিছু বলতে ও পারছি না ৷ ইচ্ছে হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে একটা দৌড় দেই !



অবশেষে যখন বাস কাউন্টারে এসে পৌঁছেছি তখন দেখি আমার বন্ধু বিষর্ম মনে কাউন্টারে দাড়িয়ে আছে ! আমি ওর মাথায় পেছন থেকে একটা জোরে চাটি মেরে বল্লা তোর সমস্যা টা কি ??? আমার চিৎকারে মানুষ ভয় পেয়ে গেল ৷ বিচিত্র ভাবে আমার দিকে তাকাল ৷ বাসের হেল্পার মামা জলদি উঠেন অলরেডি ৬ মিনিট লেট ৷ আমি কথা না বাড়িয়ে ওকে গালি দিতে দিতে উঠলাম ৷



দোস্ত মাফ কর ৷ তুই বলছিস কাকরাইলে দাড়াতে এখন কই দাঁড়াব তা বলিস নাই ৷ আবার আমি রাস্তায় মোবাইলটা হারিয়ে ফেলেছি ৷ কোথাও পড়ে গেছে ৷ তাই ভাবলাম শেষ মেষ যদি কাউনটার এর সামনে থাকি তাহলে হয়তো আসবি ! পেয়ে ও যাবি !



আমি বললাম ওরে জিনিয়াস আমার নাম্বারে একটা ফোন দিতে পারতি না ? বন্ধু আমাকে বলল দোস্ত আমি তো কারো নাম্বার জানি না ! এমন কি বাসার নাম্বার ও না ! সব সেভ করা মোবাইলে ৷



আমি কি বলব ভাষা খুঁজে পেলাম না ৷ গল্পটা এখানেই শেষ হতে পারত ৷ তবে কক্স বাজারে হোটেল পৌছে আমার গাধা বন্ধুটা তার মোবাইল লাগেজে থাকা এক প্যান্টের পকেটে পেয়েছে ৷ মোবাইলে ৮৩ টা মিসড কল ! আমি ঢাকায় ফেরত আসার আগ পর্যন্ত আমার গাধা বন্ধুটাকে ৮৩ বার গাধা বলেছি৷ যতবার বলেছি সে ৩২ টা দাঁত বেড় করে হেসেছে ! অদ্ভুত দুনিয়া ! গালি দিলে কেউ হাসে ?





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

আশিকুর রহমান টিংকু বলেছেন: আহ বন্ধুত্ব !

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

হেডস্যার বলেছেন:
বন্ধু বলে কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.