![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা, তুমি কি জান?
কিংবা তুমি হয়ত জাননা।
তোমার কাছেই শিখেছি
আমি স্বাধীনতা।
মনে পড়ে
সেই ছোটবেলায়
চরেছি কত না
তোমার গলায়।
প্রতিদিন সন্ধ্যা বেলায়
পড়তে বসলে
পড়াতে তুমি
খেলার ছলে।
ছুটির দিনে
পড়তাম না
লিখতে বসতাম
কত অজানা।
প্রথম ডায়েরী
লিখেছি তখন
কবিতাও লিখেছি
বলতে যখন।
তোমার সততায়
শিখেছি স্বাধীনতা
তুমি যে আমার
আদর্শ, পিতা।
©somewhere in net ltd.