![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মেছি তাই
মানুষ বলে সবাই,
পঁচিশ বছর ধরে
তবুও মানুষ হই নাই।
কেউ হতে চায় ডাক্তার
কেউবা ইঞ্জিনিয়ার
আমি হতে চাই মানুষ
ও ভাই এই দুনিয়ার।
দুই লাইনের লেখাপড়ায়
শিক্ষিত করে হায়
এই শিক্ষা তবু তোদের
মানুষ করে নাই।
মানুষ আবার লক্ষ্য কি ভাই?
তোরা বলিস তাই।
আমি বলি, মানুষ হলে
ইতিহাসে পাবি ঠাই।
আয় তোরা সবাই
ভুলে যা সব লক্ষ্যই।
বল আমার সাথে,
মানুষ হতে চাই।
মানুষ হয়ে জন্মেছি তাই
মানুষ বলে সবাই,
পঁচিশ বছর ধরে
তবুও মানুষ হই নাই।
কেউ হতে চায় ডাক্তার
কেউবা ইঞ্জিনিয়ার
আমি হতে চাই মানুষ
ও ভাই এই দুনিয়ার।
দুই লাইনের লেখাপড়ায়
শিক্ষিত করে হায়
এই শিক্ষা তবু তোদের
মানুষ করে নাই।
মানুষ আবার লক্ষ্য কি ভাই?
তোরা বলিস তাই।
আমি বলি, মানুষ হলে
ইতিহাসে পাবি ঠাই।
আয় তোরা সবাই
ভুলে যা সব লক্ষ্যই।
বল আমার সাথে,
মানুষ হতে চাই।
©somewhere in net ltd.