নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন_বাংলায়_একজন_গোলাম_আজমের_প্রথমদিন

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

·
#স্বাধীন_বাংলায়_একজন_গোলাম_আজমের_প্রথমদিন

১৯৮১ সালের ১ জানুয়ারি দুপুর ১১.৩০

ইসরায়েলি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছে দু'জন বাঙ্গালী।
কিছুক্ষনের ভিতর শুরু হবে জানাজার নামাজ..
,কিন্তু মুসল্লিদের ভিতর একটা চাপা গুঞ্জন, অসন্তোষ, অস্থিরতা - কোনো একজনের হঠাৎ অনাকাঙ্খিত উপস্থিতি নিয়ে।

খুনি জিয়ার নাচের পুতুল সেই ৭৮ এ দেশে ফিরলেও জনগনের মারের ভয়ে পার্টি মিটিং ছাড়া কোথাও যান না।দীর্ঘ ২ বছর পর, আজকেই প্রথম পাবলিক এপিয়ারেন্স। তবু দু'গাড়ি ভর্তি বডি গার্ড নিয়ে এসেছেন।
...... মানুষটা গোলাম আজম।

কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা একজন মানুষ এভাবে ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা মাটিতে ঘুরে বেড়াবে, আস্তে আস্তে সমাজে মিশে যাবে, এটা সবার ভাবতেও অবাক লাগছিল। কিন্তু গুম-খুন- আর ক্যান্টনমেন্টের রক্তাক্ত থাবার সামনে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না..

জানাজা শেষ হতেই গাড়ির দিকে ছুটলেন গোলাম আযম। মানুষ তাকে কীভাবে নেয়, তার গুরুত্ব কতখানি তার একটা টেস্ট নিচ্ছেন অবৈধ প্রেসিডেন্ট জিয়া!যেভাবেই হোক আজ অন্তত গনধোলাই এড়াতেই হবে।নইলে যে প্রেসিডেন্ট সাবের কাছে যখেলো হয়ে যাবেন।

কিন্ত একি, হঠাৎ এক তরুন উঠে দাড়াল। গোলাম তখন ১০-১২ ফুট দূরে। পায়ের স্যান্ডেল হাতে নিয়ে ছুটে এল। এগিয়ে গিয়েই এলোপাথাড়ি শুরু করল মার। সাথে যোগ দিল অনেকেই। হাটুড়ে মারে যোগ দিতে চারদিক থেকে মানুষ ছুটে আসছে,,,
কিন্তু মার ভালমত শুরু হবার আগেই দেহরক্ষী কয়েকজন কোনমতে, টেনে হিচড়ে গাড়িতে তুলে, ফুল গিয়ারে, দে ছুট।


ভাবছি, ইশ! ওইসময় যদি ডিজিটাল ক্যামেরা থাকত,তাহলে অন্তত আশেপাশের ইনিয়ে বিনিয়ে 'জামাতের ক্লিন ইমেজ' নিয়ে ঢোল পেটানোদের #Tag করতে পারতুম ;)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

রাফা বলেছেন: এই ইতিহাস'কে ভুলে যেতে বলে আমাদের'কে ।আজকের রুমিন ফরহানা আর তারেক জিয়ার মত আবর্জনারা।

ধন্যবাদ,আবারো আমাদের গৌরব মনে করিয়ে দেওয়ার জন্য।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের গণহত্যার জল্লাদকে মানুষ কুকুরের মত পিটায়েছে সেদিন

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

অন্তরন্তর বলেছেন: সেইদিন আমিও ছিলাম ওখানে। কিন্তু ঐ নরপশুকে মারতে পারিনি। কিন্তু দেখেছিলাম মানুষের ঘৃণা আর আক্রোশ। ধন্যবাদ সেইদিনটি আবার মনে করিয়ে দেবার জন্য।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: আমার জন্মের আগের ঘটনা।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

পলাশবাবা বলেছেন: আমাদের দেশের স্বৈরশাসক দের কপাল যে আজ পর্যন্ত এমন মার খাওয়া লাগে নাই ।
লিবিয়ার গাদ্দাফি আর ইরাকের সাদ্দাম কেও এরকম মার খেতে হয়েছে।
ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেয়া দরকার।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওই কুত্তাটাকে ফাঁসিতে ঝোলানো গেল না, এটাই আফসোস।

৭| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

জগতারন বলেছেন:
তখন আমি ১২ ক্লাস পরীক্ষা দেই।
থাকতাম মহকুমা শহর মাদারিপুর।
আমি ও বন্ধু ওবাদুর রহমান ইত্তেফাক পত্রিকায় এ খবর পড়ি ও বিস্মিত হই খুনি জিয়ার কার্যকলাপ জানিয়া।

বুঝিতে পারি না খুনি জিয়া ছিল ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট-এর সৈন্য।
যে সৈন্য বাহিনির জন্মই পূর্ব বাংলাকে ঘিরে, তারা কিভাবে পাকিস্তানকে এত ভালোবাসে।

৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

জগতারন বলেছেন:
তখন আমি ১২ ক্লাস পরীক্ষা দেই।
থাকতাম মহকুমা শহর মাদারিপুর।
আমি ও বন্ধু ওবাদুর রহমান ইত্তেফাক পত্রিকায় এ খবর পড়ি ও বিস্মিত হই খুনি জিয়ার কার্যকলাপ জানিয়া।

বুঝিতে পারি না খুনি জিয়া ছিল ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট-এর সৈন্য।
যে সৈন্য বাহিনির জন্মই পূর্ব বাংলাকে ঘিরে, তারা কিভাবে পাকিস্তানকে এত ভালোবাসে।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

পাঠক রাজ বলেছেন: সত্য ইতিহাস জানতে চাই!আওয়ামী, বিএনপি,জামায়েত নির্বিেশেষে সবার কুকর্ম তুলে ধরেন!

১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

জাহিদ হাসান বলেছেন: হা হা হা
মজা পাইছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.