![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
দেশের বাজারে বাজেট স্মার্টফোনের কথা আসলে সবার আগে আসবে ওয়ালটনের নাম। মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে ওয়ালটন একমাত্র ব্র্যন্ড যারা দেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে দারুণ দামে দারুণ স্পেসিফিকেশনের সকল স্মার্টফোন বাজারে নিয়ে আসে। সম্প্রতি ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের প্রিমো আর সিরিজের নতুন স্মার্টফোন, প্রিমো আর১০।
Primo R series is Walton’s one of the most trendy smartphone series. Recently Walton has released its new smartphone under this R series, is called Primo R10. In this article we had briefly talked about this phone.
আজকের এই বিস্তারিত রিভিউ আর্টিকেলে আমরা প্রিমো আর১০ স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।
একনজরে প্রিমো আর১০ স্মার্টফোনে যা যা থাকছে,
১ দশমিক ৮ গিগাহার্জ ইউনিসক টাইগার T610 চিপ-সেট
৪ জিবি ডিডিআর৪এক্স র্যাম, ৬৪ জিবি স্টোরেজ
৬ দশমিক ৫২ ইঞ্চি ডিসপ্লে, ২ দশমিক ৫ডি কার্ভ গ্লাস
এআই ট্রিপল ক্যামেরা সেটাপ, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
মেমোরি ফিউশন প্রযুক্তি
সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর
স্মার্ট কি
৪৮৫০ এমএএইচ ব্যাটারি
১২৯৯৯ টাকা
স্মার্টফোনটির বক্সের ভেতর যা যা পাচ্ছেন: প্রিমো আর১০ স্মার্টফোনটি, একটি ব্যাক কভার, একটি স্ক্রিন প্রটেক্টর, একটি চার্জিং এডাপ্টার, একটি ইউএসবি কেবল এবং ওয়ারেন্টি কার্ড।
ডিজাইন এবং ডিসপ্লে
ডিজাইন এর দিক দিয়ে প্রিমো আর১০ স্মার্টফোন অনেক প্রিমিয়াম লুকিং। রিয়ার পানেলের ডিজাইন দেখে অনেকটা আইফোন ১৪ এর মত লুক পাবেন। ফোনটি বাজারে পাওয়া যাবে BOTTLE GREEN, FORD BLUE এবং MIDNIGHT GREEN এই তিনটি কালারে। ফোনটির সাইডে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কারণে এর প্রিমিয়ামনেস অনেকাংশে বেড়ে গিয়েছে।
প্রিমো আর১০ স্মার্টফোনে পাওয়া যাবে ৬ দশমিক ৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের উপর থাকছে ভি-শেপড নচ। আর এই ভি-শেপড নচের মধ্যে থাকছে ফোনটির ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এই ডিসপ্লেটির রেজুলেশন ১৬০০*৭২০ পিক্সেল। ফোনটির ডিসপ্লেটি একটি ইনসেল আইপিএস প্রযুক্তির ডিসপ্লে। সর্বপ্রথম আইফোন ৪এস এর মাধ্যমে এই ইনসেল আইপিএস ডিসপ্লে প্রযুক্তির দেখা মেলে। সাধারন আইপিএস ডিসপ্লেতে টাচ প্যানেল এবং ডিসপ্লে দুটি আলাদা লেয়ারে বিভক্ত থাকে। তবে ইনসেল আইপিএস ডিসপ্লেতে দুটি আলাদা লেয়ারের বদলে এখানে একটি সিঙ্গেল লেয়ার থাকে। একারণে ইনসেল আইপিএস ডিসপ্লে অনেক পাতলা এবং এটি অনেক বেশি টাচ রেস্পন্সিভও হয়ে থাকে।
ক্যামেরা
প্রিমো আর১০ স্মার্টফোনে পেয়ে যাবেন এআই ক্ষমতা সম্পন্ন ট্রিপল ক্যামেরা সেটাপ। ট্রিপল ক্যামেরা সেটাপ থাকবার ফলে টুকটাক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তে তেমন সমস্যা পোহাতে হবেনা। প্রিমো আর১০ স্মার্টফোনের প্রাইমারিতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ১৩ মেগাপিক্সেল এই সেন্সরটির এপার্চার সাইজ এফ ২ দশমিক২। এপার্চার সাইজ যত ছোট হবে, সেই ফোনের ক্যামেরা লেন্স ওপেনিং তত বড় হবে আর আলোও অনেক বেশি ঢুকবে, আর ছবির কোয়ালিটিও তত ভালো হবে।
ফোনটির রিয়ার ক্যামেরা ১০৮০পি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফোনটির ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরে রয়েছে ৫পি লেন্স। ফোনটির ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি এতে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। প্রিমো আর১০ স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে থাকবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরাটির এপার্চার এফ ২। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, এইচডিআর সহ আরো দারুণ দারুণ ফিচার রয়েছে।
হার্ডওয়্যার এবং মেমোরি
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৮ গিগাহার্জ ইউনিসক টাইগার T610 চিপ-সেট। ইউনিসকের এই প্রসেসরটি ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি।
প্রিমো আর১০ স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর মেমোরি ফিউশন প্রযুক্তি। মেমোরি ফিউশন প্রযুক্তি স্মার্টফোনের র্যামের স্পেস কে আরো বেশি বর্ধিত করার সুযোগ করে দেয়। মেমোরি ফিউশন প্রযুক্তির ফলে স্মার্টফোনের র্যাম এর ইন্টারনাল স্টোরেজের সাথে জায়গা শেয়ার করে র্যামের ক্যাপাসিটি আরো বেশি বাড়িয়ে দেয়। প্রিমো আর ১০ স্মার্টফোনে মেমোরি ফিউশন প্রযুক্তি ব্যবহারের ফলে স্মার্টফোনটির ৪ জিবি র্যাম থাকবার পড়েও, এটি মোট ৮ জিবি র্যাম সাপোর্ট দিবে। যারা যারা গেমিং কিংবা মাল্টিটাস্কিং করার জন্য একটি বাজেট স্মার্টফোন চাচ্ছেন, তাদের জন্য এই হিসেবে প্রিমো আর১০ হতে পারে দারুণ একটি পছন্দ!
ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ হিসেবে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। তবে যাদের আরো বেশি স্টোরেজ দরকার তারা ১২৮ জিবি পর্যন্ত এক্সট্রা এস-ডি কার্ড লাগিয়ে জায়গা এক্সপান্ড করতে পারবেন।
এনটুটুতে এর স্কোর এসেছে ১৬৮৪৬৫। গিকবেঞ্চে এর স্কোর এসেছে সিঙ্গেল কোরে ৩৪৮ এবং মাল্টিকোরে ১২৩৩।
ফোনটির প্রাইমারি সিকিউরিটি ফিচার হিসেবে থাকছে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সবচেয়ে আকর্ষণীয় দিক এটি সাইডমাউন্টেড। এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেমন ব্যবহারে দারুণ সুবিধা দেয়, তেমনিভাবে ফোনটির প্রিমিয়ামনেসকেও বাড়িয়ে দেয়।
ফোনটিতে থাকছে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি। এই বাজেটে এত বড় ব্যাটারি থাকাটাও প্রিমো আর১০ স্মার্টফোনের অন্যতম ভালো একটি দিক। কেবল যে বিগ ব্যাটারি তা নয়! প্রিমো আর১০ স্মার্টফোনে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, যার ফলে চার্জিং এবং ডাটা ট্রান্সফারিংও হবে দারুণ ফাস্ট।
পরিশেষ
প্রিমো আর১০ স্মার্টফোনের দাম ১২৯৯৯ টাকা। যারা এই দামে ফুল প্যাকেজ একটি স্মার্টফোন চান তাদের জন্য বাজারে প্রিমো আর১০ এর চাইতে ভালো কোন অফার হতেই পারেনা। ফোনটির সাথে ওয়ালটনের রেগুলার সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন অন্যান্য সকল সুবিধা। প্রিমো আর১০ স্মার্টফোনটি দেখতে এখনি চলে যেতে পারেন, আপনার কাছে কোন ওয়ালটন প্লাজায়, অথবা অনলাইন থেকে কিনতে পারেন ওয়ালটনের নিজস্ব ই-কমার্স প্লাটফর্ম ওয়ালকার্ট থেকে।
©somewhere in net ltd.