নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র এর পাশাপাশি ফ্রিল্যানসিং করি। সবার সারা পেলে আমি আরো লিখবো ধন্যবাদ।

মাহির রহমান

আমার ব্লগে আপনাকে স্বাগতম

মাহির রহমান › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ নিয়ে খালিদ সঙ্গীতের নতুন গান “আয় রে আয় বৈশাখ আয়”

১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২০



খালিদ সঙ্গীত বাংলাদেশের একটি প্রখ্যাত সঙ্গীত লেবেল কোম্পানি। সময়ের সাথে তাল মিলিয়ে খালিদ সঙ্গীত বিভিন্ন ধরনের সঙ্গীত প্রকাশ করে থাকে। খালিদ সঙ্গীত নতুন শিল্পীদের কাজ প্রকাশ করার সুযোগ দেয় এবং তাদের দক্ষতা বর্দ্ধন করার চেষ্টা করে। খালিদ সঙ্গীত বাংলাদেশের সঙ্গীত প্রতিষ্ঠানের মধ্যে একটি অনন্য স্থানে রয়েছে এবং তার সঙ্গীত সম্প্রসারণে বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতির প্রতিফলনে অবদান রাখছে।

খালিদ সঙ্গীত সম্প্রতি পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষের উপলক্ষ্যে একটি গান রিলিজ করেছে যার শিরোনাম হলো “আয় রে আয় বৈশাখ আয়”। এই গানে বর্ণিত হয়েছে পহেলা বৈশাখের আনন্দ এবং উল্লাস, এবং এতে ব্যক্ত করা হয়েছে বাঙালি সংস্কৃতির আদর্শ ও অভিমান। এই গানের গায়ক হলেন প্রখ্যাত গায়ক সুবির নন্দি। এই গানের সুর এবং কথা একটি নতুন রঙ নিয়ে এসেছে বাংলাদেশের সংস্কৃতিতে এবং বাংলা নববর্ষের উদযাপনে একটি নতুন দিশা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

Ay Re Ay Boishakh Ay

দারুণ এই গানটির লিরিক্স,
আয় রে আয় বৈশাখ আয়
আয় রে ছুটে আয়
সঙ্গে নিয়ে আয় রে আয়
কাল্ বোশেখি বায়॥

শীতল কর তপ্ত বালি
ধুয়ে দে সব মনের কালি
উড়িয়ে নে জরা খরা
আছে যতো আধমরা।
নতুন জীবন কররে দান
তপ্ত নিশ্বাস বায়॥

আছে যতো জটিল কুটিল
দে ভুলিয়ে মন্ত্র পুটিল
ছুঁয়ে দে তোর পরশ মনি
জ্বলে উঠুক আলোর খনি।
অন্ধকার যাক না মিলে
বৈশাখী ঝলকায়॥

এতে কোন সন্দেহ নেই যে, খালিদ সঙ্গীত বাংলাদেশের সঙ্গীত জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। খালিদ সঙ্গীত বিভিন্ন সঙ্গীত শিল্পীদের কাজ প্রকাশ করে এবং তাদের দক্ষতা বর্দ্ধন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রকাশিত গান ও মিউজিক ভিডিও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে এবং তাদের একটি সুস্থ ও উন্নয়নশীল সমাজ গড়ে তোলার সাথে সাথে বাংলা সংস্কৃতিকে শক্ত ও প্রভাবশালী করতে নিয়মিতভাবে কাজ করছে। খালিদ সঙ্গীত বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতির উন্নয়নে এভাবে সকলের সমর্থন পেয়ে চলুক।

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে। নিয়মিত সকল গানের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের ইউটিউব চ্যানেল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.