![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জায়গাটা আমার বেশি প্রিয়- www.mahfuzmanik.com
শরীফার পাতাগুলো ওল্টানোর সৌভাগ্য হয়নি।
২২ মে একটি জাতীয় দৈনিক তার ডায়েরির কিছু কথা পাঠকদের জানিয়েছে।
‘শরীফার ডায়েরির পাতায় পাতায় কষ্ট’ শিরোনামের প্রতিবেদনটি পড়ে ঘটনাটি অনুধাবনের চেষ্টা করছিলাম। কোনো হিসাবই মেলাতে পারিনি।
স্বপ্নচারী এক তরুণীর কষ্টমাখা ডায়েরির পাতার সামনে অসহায় মানুষ হিসেবে আবিষ্কার করলাম। প্রবোধ দেওয়ার কোনো ভাষা নেই।
প্রবোধ দিতে গিয়ে বুঝলাম এটা প্রহসন। ধিক্কারই আমার পাওনা। আমিও যে একজন পুরুষ। মাহমুদুলের চেয়ে ব্যতিক্রম কোনো প্রাণী নই। এও কি সম্ভব! একজন মেয়ে সংসারী হতে চেয়েছিলেন। মমতাময়ী মা হওয়ার তীব্র বাসনা ছিল তার। প্রিয়তমা স্ত্রী? না তিনি কিছুই হতে পারেননি।
বিস্তারিত এখানে
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮
মাহফুজুর রহমান মানিক বলেছেন: পড়েছেন শুনে ব্যাপক খুশি হইলাম। আমি আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন।
২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
কালোপরী বলেছেন: আমি ভাল আছি
আমাকে আপনি বল কবে থেকে?? চিনতে পার নাই বোধহয়
ভাল থেক
২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৩২
মাহফুজুর রহমান মানিক বলেছেন: না, আপনাকে আসলেই চিনি নাই। আপনি আমার পরিচিত কেউ হলে ফেসবুকে বা মেইলে মেসেজ দিয়েন।
ধন্যবাদ।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
মাহফুজুর রহমান মানিক বলেছেন: আপনারে চিনছি, আসলে আপনারে খুজতেছিও। আমারে একটা মেইল কইরেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫
কালোপরী বলেছেন: মাহফুজ অনেকদিন পর তোমার ব্লগ পড়লাম
ভাল আছ?