নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম মঈনুল হক মাহি। আমি বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি।

আলোর পথিক মাহি

আলোর পথিক মাহি › বিস্তারিত পোস্টঃ

একটি খোলা চিঠি

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭

প্রেয়সী,

সারাজীবন যদি কারো হাত ধরে হাটতে ইচ্ছে করে, তাহলে আমি তার হাত ধরেই হাটতে চাই। কবে যে তার প্রেমের মায়াজ্বালে আটকা পড়েছি, সেটা আমি নিজেও বলতে পারছি না। তার মায়াজ্বাল হয়তবা কখনোই ভেদ করা সম্ভব হবে না। এই খোলা চিঠি লিখতে বসে হটাৎ এত ইমোশনাল কিভাবে হলাম সেটা আমি নিজেও জানি না। হতে পারে এটাই ভালোবাসা। মানুষ ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসা পায় কতজন? এটা হয়তবা প্রেমালাপকারী জাতির কাছে মিলিয়ন ডলার প্রশ্ন। এটলিস্ট আমার কাছে এটা মিলিয়ন ডলার প্রশ্ন।
আমি এমন একজনকে ভালোবেসে ফেলেছি যা কখনোই মনে করি নি যে হবে। আর এই ভয়টাই আমি পেয়েছিলাম। কিন্তু এখন আমি তাকে কিভাবে বলি? বলার মনে হয় কোন রাস্তা নেই। শুধু নিজে কষ্ট পেয়ে থাকব হয়তবা। অনেক সময় খুঁজতে যাই ব্যাপার গুলো। কিন্তু এর কোন উত্তর থাকে না। অবুঝ আমি! যা চাই তা পাই না। কিন্তু আমি তাও সেই না পাওয়া জিনিসটার পিছে ঘুরি। আসলে এটা আমার সমস্যা না। এটা হিউমেন ন্যাচারেরই সমস্যা। অদ্ভুত....
যাক সেই রুপয়সী নিয়ে কথা বলি। প্রথম দেখা তার ফেসবুক প্রোফাইল পিক থেকে। যদিও প্রথম ক্রাশ ফেসবুক প্রোফাইল পিকটা না। প্রথম যখন দেখি, নরমাল রিয়েকশন যা থাকে ঠিক তাই! এরপর যখন প্রথম সামনাসামনি পরিচয়, তখনও নরমাল রিয়েকশন। কিন্তু ব্যাপারটা ঘন হতে থাকে একটু একটু করে। কখন যে তার প্রেমে পড়ে যাই নিজেই বুঝতে পারি নি। আর কখনোই ভাবি নি যে, এরকম একটা পরিস্থিতিতে যেতে হবে যেটাতে এখন আমি আছি। কি ভাগ্যের পরিহাস!!!
তুমিই আমার একমাত্র সিরিয়াস ক্রাশ। আর সিরিয়াস হয়ার কারনেই আমি তোমাকে বলতে পারব না। আর তাই খোলা চিঠিটা তোমার জন্যই। তোমার প্রেমে বড় বেরসিক একজন মানুষ পড়েছে তাই একটা কবিতা লিখতে পারলাম না তোমাকে নিয়ে। আর কবিতারই বা কি দরকার? আমি তোমাকে খুববব ভালোবাসি!!! এর থেকে বেশি কিছু আর কি হতে পারে?? এর থেকে যদি বেশি কিছু থেকে থাকে! তাহলে সেটাকি তুমি আমাকে শিখিয়ে দিবে???

ইতি

তোমার রুপ ও মন নিয়ে প্রেমালাপকারি প্রেমিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.