নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথকতা

মাহী ম

ধন্যবাদ

মাহী ম › বিস্তারিত পোস্টঃ

বাঙালি সেক্যুলার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

এই মুহুর্তে সেকুলার বাঙালি সমাজের কাছে আওয়ামী লিগ হচ্ছে সমচেয়ে গ্রহণযোগ্য বিকল্প l কিন্তু এটা কি কোনো ভালো বিকল্প ? মানতেই হবে দেশে এখন ভালো তো দুরের কথা, মাঝারি মানের বা মোটামুটি চলনসই কোনো রাজনৈতিক দলই নেই l আর বিএনপি যেভাবে জামায়াতি মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে, প্রগতিশীল কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না l তাহলে সাধারণ মানুষ আর তথাকথিত সুশীল সেকুলারদের কি হবে ? সবাই কি শুধু সারা জীবন এই দুই দলের জনগনকে নিয়ে ছিনিমিনি খেলা দেখেই যাবে !



অলরেডি এই দুই দল মহান মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের অর্জন বলে জনগনের হাত থেকে ছিনিয়ে নিয়েছে l সাধারণ মানুষ হাহাকারই করে যাচ্ছে আর সেকুলাররা জটিল জটিল বুলি কপচাচ্ছে - কাজের কাজ কিছুই হচ্ছেনা l এই চরম দুরবস্থা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি l এর জন্য দায়ী সেক্যুলার তথা সুশীল মধ্যবিত্তদের নৈতিক ও মূল্যবোধকেন্দ্রিক পরিবর্তন l কিছুদিন আগেও বাংলাদেশের সেকুলার সমাজ ছিল আদর্শ, নীতি ও সামাজিক উন্নয়নের ধারক l আমরা নিশ্চই ভুলে যাইনি যে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ হয়ে নব্বইয়ের স্বৈরাচার-বিরোধী আন্দোলন সবগুলো মধ্যবিত্তের নেতৃত্বেই হয়েছে l কিন্তু সেক্যুলার সমাজের সেই আদর্শিক দিন আর নেই l এখন এই সমাজটিও উচবিত্তদের সাথে পাল্লা দিয়ে বাড়ি-গাড়ি, ধন-সম্পদ আর স্টেটাস নিয়ে ব্যস্ত l দেশের উন্নয়ন নিয়ে ভাবা অথবা কাজ করা মানে হচ্ছে ক্ষ্যাত অথবা ভোদাই তকমা পাওয়া l অথচ আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলেই তৃনমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতা-নেত্রীদের আগমন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেকুলার সমাজ থেকেই ঘটছে l আর এই আগমন গত কয়েক বছর ধরে, যখন সেক্যুলার সমাজ তার নৈতিক চরিত্র হারিয়েছে, থামেনি বরং চলছে l অতএব এই দুই প্রধান দল আর তথাকথিত সেক্যুলারদের কাছ থেকে আর কি আশা করা যায় ?



তো তাহলে কি এভাবেই চলবে ? উত্তর হচ্ছে - জ্বি বস, এভাবেই চলবে l তৃতীয় শক্তি, শ্রেণী-সংগ্রাম, গণজাগরণ, বিপ্লব ইত্যাদি মিছেই দুরাশা l মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, আরব-বসন্ত ইত্যাদি বলে কোনো লাভ নেই l কারণ আমরা বলছি সর্ষের মধ্যে ভুতের কথা l সেক্যুলার সমাজ থেকে উঠে এসে, কথা-বার্তার মারপ্যাচ সব শিখে নিয়ে, সংসদীয় গণতন্ত্রের লেবাস পরে, দুর্নীতির মধ্যে আকন্ঠ নিমজ্জিত থাকলে আর মুখে বিপ্লবী কথার তুবড়ি ছুটালে কি বা করার থাকে ??





পুনশ্চ: আমি নিজেও যদি বাঙালি সেক্যুলার সমাজ থেকে এসে থাকি, তাহলে এর দায়টা আমিও নিচ্ছি l

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

সময়ের প্রয়োজনে বলেছেন: আমেরিকা সেক্যুলার রাষ্ট, গণতণ্ত্রের সুতিকাগার। শুনেছি ওরা বাইবেলে হাত রেখে রাষ্ট ক্ষমতা গ্রহন করে।মুদ্রার উপর লিখে In God We Trust. আমরা যদি কোরআন শরীফে হাত রেখে রাষ্ট ক্ষমতা গ্রহন করতে পারি তবে সেক্যুলার হতে পারব।

কমছে কম ভারতের পথ অনুসরণ করা যেতে পারে।টিভি নাটকের প্রতি Episode - এ ওরা একটা পূজা অর্চনা দেখাবেই।আমরাও ওদের মত নাটকের প্রতি Episode-এ হামদ-নাত, মিলাদ-মাহফিল, কোরআনের আলোচনা দেখাতে পারি । তাহলে সেক্যুলার হতে পারব।

আসলে সেক্যুলার রাষ্ট সোনার পাথর-বাটি। এটা পৃথিবীর কোথায়ও নাই।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

চাদের জোসনা বলেছেন: খৃস্টান বা হিন্দু হয়ে আপনি সেক্যুলার হতে পারবেন কিন্তু ইসলাম মেনে কখনো সেক্যুলার হওয়া যায়না। কারণ ইসলাম খেদানোর জন্যই সেক্যুলারিজমের আগমন।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লাগল, আমার মত একজনকে চিন্তা করতে দেখে । তবে আমি অতটা হতাশ হতে পারি না, মাঝে মাঝে স্বপ্ন দেখার চেষ্টা করি ।

ইসলাম মেনে কখনো সেক্যুলার হওয়া যায়না
কথাটা ঠিক মানতে পারলাম না । বরং ইসলামের ধ্যান-ধারণা অনেকটাই সেক্যুলার চিন্তা-ধারার সাথে মিলে । আর দু'একজন লোকের কর্মকান্ড দিয়ে মতবাদকে সরলীকরণ করা যায় না ।

ক্লিক করুন

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

মাহী ম বলেছেন: ধন্যবাদ সবার কমেন্টের জন্য আর লেখাটি পরার জন্য l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.