![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঠক ভাই-বোনেরা, নিচের কৌতুকটি মনোযোগ সহকারে পড়ুন, আর মশা-মাছির দিকে নজর রেখে প্রান খুলে হাসুন। বিশেষজ্ঞদের মতে প্রান-খোলা হাসি মানসিক স্বাস্থের জন্য টনিকস্বরূপ।
কৌতুক নং- ০৭
এক লোক বিয়ে করেছে, তার বৌয়ের কোন ভাই-বোন নেই অর্থাৎ বেচারার শ্বশুর বাড়িতে শালা-শালী বলতে কেউ নেই। শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে সে কোন মজা পায় না। এ জন্য সে সহজে পারতপক্ষে শ্বশুরবাড়ি যায় না।
শ্বশুর-শাশুড়ী এজন্য খুব দুঃখ বোধ করেন, তাদের একমাত্র মেয়ের জামাই বেড়াতে আসেনা---তারা প্রতিবেশীদেরও অনেক প্রশ্নের মুখোমুখি হন।
শ্বশুর মশায় ছিলেন বেশ বিচক্ষণ ও চতুর। অনেক ভেবেচিন্তে একদিন তিনি স্ত্রীকে বললেন, " আমি বাজার-সওদা করে আনছি, জামাইকে আজ দাওয়াত দেবো। আমি যেটা যেভাবে বলবো, তুমি সেভাবে করবে। জামাই এ বাড়িতে এলে আনন্দ পায় না, এবার তার আনন্দ লাগার ব্যবস্থা করছি। "
আয়োজন করা হলো, জামাইকে যথাপরিকল্পনা দাওয়াত দেয়া হলো।
জামাই মিয়া অনিচ্ছাসত্ত্বেও এলো। কুশলাদি বিনিময়ের পর শাশুড়ী জামাইকে খেতে ডাকলেন।
খেতে এসে জামাই দেখল, বড় এক প্লেটে সব সাজিয়ে শশুর মশায় ও জামাইকে একসাথে খেতে দেওয়া হয়েছে । শশুর মশায় তার অপেক্ষায় রয়েছেন।
আপ্যায়নের নতুন রীতি দেখে একটু বিস্মিত হলেও জামাই শশুরের সাথে একত্রে খেতে বসল। খাওয়া শুরু করতেই জামাই লক্ষ্য করল, শশুর মশায় মুরগী-মাংস-মাছ সবকিছুর বাছা বাছা বড় বড় টুকরোগুলো নিজের দিকে টেনে নিয়ে গেছেন। জামাই বেচারা লজ্জ্বায় কিছু বলতে বা করতেও পারলো না, ভালোভাবে খেতেও পারলো না, একপ্রকার অভূক্তই রয়ে গেল।
খাওয়ার প্রথম পালা এভাবে শেষ হওয়ার পর শাশুড়ী সেই প্লেটেই এবার দই, চিনি, ভাত সাজিয়ে দিলেন। এতোক্ষণে জামাই মিয়া শশুরের চালাকি ও মানসিকতা কিছুটা বুঝে গেছে। তাছাড়া পেটে ক্ষুধা। এ পর্যায়ে জামাই শশুরের উদ্দেশ্য বলল, " আব্বাজান, দু'একটা বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করছি। আপনাদের মেয়েকে আমি যদি বলি ওদিকে যাও, সে আসে এদিকে।( এ কথা বলতে গিয়ে সে ভঙ্গি টা দেখনোর ছলে প্লেটে বেশ কিছু দই-চিনি নিজের দিকে টেনে কিছু ভাত শশুরের দিকে ঠেলে দিলো। ) আর যদি তাকে বলি এদিকে আসো, সে যায় ওদিকে। ( এবারও দেখানোর ছলে আরো কিছু দই-চিনি টানলো, ভাত ঠেলে দিলো। ) চতুর শশুর মশায় জামাই বাবাজীর মতলব বুঝলেন। তিনি বললেন, " বাবা, এ হলো কলি কাল। সব সময় এভাবে মিলেমিশে থেকো। " ( বলে দেখানোর ছলে তিনি সবটুকু দই-চিনি ভাতের সাথে মেখে ফেললেন। )
জামাই বাবাজীর এরপর থেকে এভাবে শশুর-বাড়ি সম্পর্কে ধারণা পাল্টে গেল।
( কবি জসীম উদ্দিনের ' বাঙ্গালীর হাসির গল্প ' অবলম্বনে। )
০৮ ই জুন, ২০০৮ রাত ৩:০১
মাহি ইমতিয়াজ বলেছেন: ধন্যবাদ, শামীম ভাই।
২| ০৮ ই জুন, ২০০৮ রাত ৩:০০
ত্রিভুজ বলেছেন: একসময়ের মানুষের কাছে হয়তো এগুলো ইন্টারেস্টিং গল্প ছিলো.. আমার কাছে তেমন ইন্টারেস্টিং বা মজার মনে হলো না।
৩| ০৮ ই জুন, ২০০৮ রাত ৩:০১
ত্রিভুজ বলেছেন: তবে শশুর বেটা রসিক আছে... : )
০৮ ই জুন, ২০০৮ রাত ৩:০৫
মাহি ইমতিয়াজ বলেছেন: ত্রিভুজ ভাই, পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ..... উপরে যা বলেছেন, তার জন্য নিশ্চিত আমার উপস্থাপন-দক্ষতার দৈন্যতাই দায়ী।
০৮ ই জুন, ২০০৮ রাত ৩:১০
মাহি ইমতিয়াজ বলেছেন: আমার পূর্ববর্তী কয়েকটা পোস্টে আপনার মন্তব্য পেলে খুশি হবো। ( বিশেষত কৌতুকের পো্স্ট কয়টিতে। )
৪| ০৮ ই জুন, ২০০৮ রাত ৩:১৪
ত্রিভুজ বলেছেন: ভাই আজকে আর কৌতুক পড়ার দরকার নাই। লিমি মুস্তফা পড়েই চিৎ পটাং...
তবে আপনার এই কৌতুকটা ম্যাসেঞ্জারে কয়েকজনের সাথে শেয়ার করলাম। সবাই মজা পেয়েছে... আমি পেলাম না কেন কে জানে.... লিমি মোস্তফা পড়ে সব কিছু পানসে লাগছে মনে হয়...
আপনার ব্লগ বুক মার্ক করলাম... সময় করে পড়বো। ভাল থাকুন।
০৮ ই জুন, ২০০৮ রাত ৩:১৭
মাহি ইমতিয়াজ বলেছেন: ধন্যবাদ।
৫| ০৮ ই জুন, ২০০৮ রাত ৩:৩৭
বিটলা বলেছেন: শশুর দেখছি আমার আত্মীয়...
হাহাআহহা
পিলাস+
০৮ ই জুন, ২০০৮ রাত ৩:৪১
মাহি ইমতিয়াজ বলেছেন: একেবারে ঠিক বলেছেন, আপনার শশুর তো অবশ্যই আপনার আত্মীয়, আমাদের ভাবীর বাবা। .........আপনাকে ধন্যবাদ, বিটলাদা।
৬| ০৮ ই জুন, ২০০৮ ভোর ৫:১৭
পলাশ রহমান বলেছেন: সত্যিই হাসির.....
০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:০৪
মাহি ইমতিয়াজ বলেছেন: পলাশ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ০৮ ই জুন, ২০০৮ ভোর ৬:০৫
সততার আলো বলেছেন: দারুন।
০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:০৮
মাহি ইমতিয়াজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ০৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৫
কোপা সামছু বলেছেন: কয়দিন যাবৎ "লিমি মোস্তফা " শব্দটা শুনতাছি, বিষয়টা কেডা?
০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:১৭
মাহি ইমতিয়াজ বলেছেন: "লিমি মোস্তফা " শব্দটা বোঝার জন্য দেখুন,
Click This Link
৯| ০৮ ই জুন, ২০০৮ সকাল ১১:০৯
মিসকল বলেছেন: ভাল লাগল।
০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:১৯
মাহি ইমতিয়াজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১০| ০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:১৭
সাঈদ সৌদিআরব বলেছেন:
পুরাতন হলেও বেশ মজার। আপনাকে অনেক ধন্যবাদ।
০৮ ই জুন, ২০০৮ দুপুর ২:২০
মাহি ইমতিয়াজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১১| ০৯ ই জুন, ২০০৮ ভোর ৫:৫০
সুবচন বলেছেন: মাহিদা আপনার রম্য পোস্টগুলো সত্যিই দারুন এবং বৈচিত্রপূর্ণ। এটিও বেশ মজার। প্লাস।
০৯ ই জুন, ২০০৮ সকাল ১১:৫১
মাহি ইমতিয়াজ বলেছেন: সুবচন, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আমার পোস্টগুলো পড়া এবং সুন্দর মন্তব্যের জন্য।
১২| ১৫ ই জুন, ২০০৮ রাত ২:৫১
পলাশমিঞা বলেছেন: পাঠক ভাই-বোনেরা, নিচের কৌতুকটি মনোযোগ সহকারে পড়ুন, আর মশা-মাছির দিকে নজর রেখে প্রান খুলে হাসুন। বিশেষজ্ঞদের মতে প্রান-খোলা হাসি মানসিক স্বাস্থের জন্য টনিকস্বরূপ। এতটুকু পড়েই আমি হাসতে শুরু করেছি। বাকি পড়ে বলছি হাসলাম না কাদলাম
১৫ ই জুন, ২০০৮ রাত ৩:০৯
মাহি ইমতিয়াজ বলেছেন: পলাশদা, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমার সব কৌতুকের পোস্টগুলো পড়লে আপনি প্রাণ খুলেই হাসবেন।
১৩| ১৫ ই জুন, ২০০৮ রাত ৩:১১
পলাশমিঞা বলেছেন: জি আইচছা পড়মুনে। আপনে বর্তমানে কোথায় আছেন। ইরাক না ইর্ক? আবহাওয়া কেমন?
১৫ ই জুন, ২০০৮ রাত ৩:১৯
মাহি ইমতিয়াজ বলেছেন: আমি গরিব বি.দেশে মানে বাংলাদেশেই আছি, আবহাওয়া চলছে বর্ষা মৌসুম। আপনি কেমন আছেন?
১৪| ১৫ ই জুন, ২০০৮ রাত ৩:১৩
নিহন বলেছেন:
১৫ ই জুন, ২০০৮ রাত ৩:২১
মাহি ইমতিয়াজ বলেছেন:
১৫| ১৫ ই জুন, ২০০৮ রাত ৩:১৫
মিয়াভাই সিলটী বলেছেন: মাহি দা,কেমন আছেন? বড় মজা পাইলাম,আমার শালাও আছে শালী ও আছে...হাহাহা আপনার খবর কি?
১৫ ই জুন, ২০০৮ রাত ৩:২৫
মাহি ইমতিয়াজ বলেছেন: মিয়াভাই, আপনারটা শুনে খুব খুশি হলাম। আমার ভাই, একটাও শালী নাই, শশুরও নাই। বুদ্ধি দেন, বিয়ে কি আরেকটা করে ফেলবো নাকি।
১৬| ১৫ ই জুন, ২০০৮ রাত ৩:১৬
পলাশমিঞা বলেছেন: আমার শালী নাই
জবর আরামে আছি। এক কথায় সওদাগর।
১৫ ই জুন, ২০০৮ রাত ৩:২৭
মাহি ইমতিয়াজ বলেছেন: পলাশভাই, আপনারটা শুনে খুব খুশি হলাম। আমার ভাই, একটাও শালী নাই, শশুরও নাই। বুদ্ধি দেন, বিয়ে কি আরেকটা করে ফেলবো নাকি।
১৭| ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞা কই গেল? আপনে নয়া কৌতুক দেন না কেন?
কেমন আছেন?
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
মাহি ইমতিয়াজ বলেছেন: ধন্যবাদ আঃ হাক ভাই। সারা ব্লগে কৌতুকের ছড়াছড়ি ! আমি ওগুলো উপভোগ করছি, আর সবাইকে কমেন্ট দিয়ে বেড়াচ্ছি। আপনি কেমন আছেন? পলাশ ভাইকে তো আমিও বাতি জ্বালিয়ে গরু-খোঁজা করছি। খবর পেলে জানাবেন।
১৮| ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশ দেশান্তরে চইলা গেছে
গরুখোঁজ হেরান হইয়া লাভা নাই।
আর খবর সবর কি, সবাই কেমন আছেন?
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৮
মাহি ইমতিয়াজ বলেছেন: হায় হায়, কন কি ! পলাশের কাছে আমি কিছু টাকা পাওনা আছি, এখন কি উপায় করি ?
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০০৮ রাত ২:৫৮
একরামুল হক শামীম বলেছেন:

