![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"দোস্ত কালকে ফ্রি আছোস?"
"ক্যান?"
"একটা পার্টিতে যাব"
"রোজার মাসে আবার কিসের পার্টি?"
"তোর কোন আইডিয়াই নাই। ঢাকা শহরে রোজার মাসে যত পার্টি হয়, সারাবছরও তত হয় না। আগে শুধু ছিল ইফতার পার্টি আর এখন বেশী পপুলার সেহরী পার্টি।"
"তাইলে তো ভালোই। সবাই নিশ্চয়ই ওই পার্টিতে ইবাদত বন্দেগি কইরা ভালো সওয়াব কামাইতেসে। বেশ বেশ।"
"আরে ধুর। ইবাদত বন্দেগি করলে কেউ আইবো? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি পার্টি অ্যারেঞ্জ করে। পার্টি ফ্লপ হইলে অগোরে নেক্সট টাইম কেউ কাজ দিব? সেজন্য সেহেরী পার্টি জমানোর জন্য মেইন জিনিস ভালো শিল্পী। নাচা-গানায় ভরপুর এক বিরাট মনোজ্ঞ সাংস্কৃতিক সেহরী অনুষ্ঠান হইতে হবে। অতিথিদের সেলফি তোলার সুযোগ করে দেয়ার জন্য বড় বড় কিছু সেলেব্রিটি থাকতে হবে। প্রোগ্রাম সিরাম গরম থাকতে হবে। খাবার যাতে ঠাণ্ডা না হয়ে যায়।"
"বাই দ্য ওয়ে, খাবারের মেন্যু কি?"
"মোস্ট অফ দ্য টাইম ঢাকা শহরের সবচেয়ে বিখ্যাত আর দামী খাবারই থাকে। সোসাইটির সবক্ষেত্রের সেলেব্রেটিরা থাকে। একটা ব্যাপার আছে না?"
"পার্টিতে কি কোন গরীব বা সাধারণ মানুষ একদমই অ্যালাউড না?"
"তোর কি মাথা খারাপ হইসে? মান্যভারের পাঞ্জাবি বা শপারস ওয়ার্ল্ডের শাড়ি ছাড়া এইসব পার্টিতে যাওয়া যায় নাকি? গরীব মানুষ এগুলা কই পাইব?"
"তো, এত ভালো ভালো খাইয়া, সারারাত পার্টি কইরা সেহরির আসল উদ্দেশ্য আই মিন রোজা রাখে তো?"
"সেইটা জানি না বাট পার্টি থেকেই পরের দিনের ইফতারির জন্য বাম্পার ইফতার বক্স দিয়ে দেয়। সারারাতের ক্লান্তিতে কেউ যদি পরদিন ওইটা দিয়া লাঞ্চ কইরা ফালায় তাইলে আর কি করা যাবে? আল্লাহ মাফ কারনেওয়ালা।"
বি. দ্র. - প্রতিটি ঘটনা এবং চরিত্র কাল্পনিক। কেউ যদি নিজের সাথে মিল খুঁজে পান তবে দয়া করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। ধন্যবাদ।
জুলাই ২০, ২০১৪
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
সুমন কর বলেছেন: এতটা খারাপ এখনো হয়নি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
তাশফিয়া নওরিন বলেছেন: Kalponic lakhar dorker ki celo?