নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগারের ইসলাম বিদ্বেষ এবং অপপ্রচার

১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:২৪

ইদানিং লক্ষ করা যাচ্ছে যে ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চাইলে এখন অনেকেই অবলীলায় যা ইচ্ছা বলে যাচ্ছেন, অনেকে আবার এ ধর্মের বিভিন্ন বিশ্বাস নিয়ে হাসি মসকরা করে নিচ্ছেন সুযোগ বুঝে। যা গোটা কয় বছর আগেও অবিশ্বাস্য ছিল।



ইসলাম এখন ঘরে বাইরে দুদিক থেকেই আক্রান্ত। কিন্তু এই সুযোগ ঘটেছে কিভাবে।



এর কারন হিসেবে অনেকেই হয়ত বলতে চাইবেন আগের চাইতে আরো উদার পরিবেশে বেড়ে উঠার সুযোগ হয়েছে আমাদের, চিন্তা চেতনায় আমরা আরো উন্নত হয়েছি। কিংবা আধুনিক বিশ্বে ইসলামের কপট চরিত্রটি ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছে।

তাই যদি হয়ে থাকে আমাদের চাইতে আরো উন্নত আরো অগ্রসর এবং সর্বোপরি ইউরোপীয় ধারায় বেড়ে উঠা তুরষ্কে ইসলামের আবার উত্থান ঘটছে কিভাবে। বিবিসি আর নিউজউইকের মত প্রচার মাধ্যমের সমীক্ষায় পৃথীবির সবচাইতে প্রসারমান ধর্ম ইসলাম হয় বা কিভাবে।

আর আমাদের চিন্তা চেতনা আর মননের আসলেই কি উন্নতি ঘটছে?

আগে শিক্ষকরা ছিলেন কেবলই শ্রদ্ধার পাত্র, এখন বিশববিদ্যালয়ের শিক্ষক তার সহকর্মীকে অবলীলায় খুন করছেন সম্পদ আর যশের লোভে। রাজনীতিকরা দেশের সম্পদ লুটপাট করছেন সবার নাকের ডগায়। বিক্রেতারা খাদ্যে জীবননাশক বীষ মেশাচ্ছেন মুনাফার লোভে। চিকিতসকরা রোগীর চাইতে রোজগারের দিকে মনোযোগী হয়েছেন। ধর্মব্যবসায়ী মোল্লাদের ধ্র্মবানিজ্য এখন পর্বতের চুড়ায়।



তাহলে সুযোগটি ঘটছে কিভাবে?



এরজন্য অপপ্রচার কি দায়ী নয়। এই ধারনাটি অনেক আগে থেকেই প্রচার হয়ে আসছে যে ইসলাম একটি পশ্চাৎপদী ধর্ম যার অবস্থান বরাবরই প্রগতির বিরুদ্ধে।

আবার গ্লোবাল এজের সুবাধে পশ্চিমা সমাজের আচার আচরনের আর সংষ্কৃতির অনেক কিছুরই আমদানী ঘটেছে আমাদের দেশে যা সাময়িকভাবে খুবই চিত্তাকর্ষক কিন্তু এখন যা অনেকটাই প্রমানিত যে লাগামহীন এই সংষ্কৃতি খোদ পশ্চিমাদের জীবনে সামাজিক অবক্ষয়ের কারন হয়েছে। আবার এ সংষ্কৃতির সাথে বানিজ্য জড়িয়ে আছে ব্যাপকভাবে। পুজিবাদী সমাজে পুজিবাদীরা কোনকিছুরই তোয়াক্কা করেনা। মুনাফা অরজনের জন্য সবকিছুকেই তারা পক্ষে বিপক্ষে দাড় করাতে পারে। তাই পশ্চিমা সংষ্কৃতির বিপরীতে ইসলামকে দাড় করানে হচ্ছে প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে। তাদের এক্ষেত্রে সাহায্য করছে কিছু মিডিয়া আর তথাকথিত কিছু প্রগতিশিল বুদ্ধিজীবিরা। ইসলামকে দেশের আর সমাজের সমৃদ্ধির পথে অন্তরায় প্রমান করতে তারা বিভিন্নভাবে প্রচারনা চালাচ্ছেন কৌশলের সাথে।



বিশ্ব মিডিয়ার ভুমিকাটিও এক্ষেত্রে যুক্ত হয়েছে, যার প্রায় সবটাই ইহুদি আর খিরটানদের নিয়ন্ত্রনে। নাইন এলাভেনের পর পরই সিএনএনএ দেখানো হল ফিলিস্থানে মুসলমানেরা বিজয় উতসব করছে যা ছিল একেবারেই মিথ্যে।



টোকিওর রাস্তায় এক গাড়িচালক আমার পরিচয় মুসলমান বলে জানতেই বললেন, তোমরা ত শুধু যুদ্ধবিগ্রহ নিয়েই ব্যস্ত থাক। ইরাক ইরান যুদ্ধের প্রসংগ টেনে আনলেন তিনি।

আমি তাকে প্রশ্ন করেছিলাম পৃথিবীতে যে দুটি বিশ্ব যুদ্ধ হয়েছিল তার পক্ষে এবং বিপক্ষে কোন ধর্মের লোকেরা ছিল। ভদ্রলোক চুপ মেরে গিয়েছিলেন।



ইসলাম এখন কাদের চোখে হুমকি এবং সভ্যতার অন্তরায়। গত কয়েক শতক ধরে এবং এখন প্রযন্ত সারা বিশ্বের যেসব সাম্রাজ্যবাদী দেশগুলো বিশব্ব্যাপী লোটপাট আর অরাজকতা চালিয়েছে তাদের। তারাই বলতে চাইছে ইসলাম সভ্যতার একমাত্র শত্রু।

কিন্তু কেন। কারন সোভিয়েত ইউনিয়ন আর প্রতিপক্ষ হিসেবে অবশিষ্ট নেই। লাদেন নামক ফ্রাঙ্কেষ্টাইন কার স্রষ্টি। এখন লাদেনকেই ইসলামী মুল্যবোধের ধারক আর বাহক হিসেবে চিত্রায়িত করার চেষ্টা চালানো হচ্ছে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের কাজটি ছড়িয়ে দেয়া হচ্চে সারা বিশ্বে।

এক্ষেত্রে ইসলামের ব্যপারে অজ্ঞতাটিকে কাজে লাগানো হচ্ছে। একটি আমেরিকান ষ্কুলে একটি আমেরিকান ষ্কুলছাত্রি তার শিক্ষককে প্রশ্ন করেছিল ইসলাম কোন মহাদেশে অবস্থিত। বেশিরভাগ আমেরিকান্রাই মনে করে মুসলমান মানেই আরব দেশের লোক।

অথচ মুসলমানদের কেবল ১৫ ভাগের কিছু বেশি আরব দেশগুলোতে থাকে।

এমনকি আমাদের দেশেও কিছু জ্ঞানপাপী আছে যারা ইসলামের প্রসংগ এলে ইচ্ছেকৃতভাবে জামাতকে টেনে আনে। এই বাংলাদেশে আমেরিকা ফেরত এক বাংলাদেশী ভাইয়ের কাছ থেকে আমাকে শুনতে হল যে মুসলমানের চারটি বিয়ে করা নাকি সুন্নত।



সারা বিশ্বে (কাশ্মীর, চেচেনিয়া, ফিলিস্তিন) মুসলমানেরা নির্যচিত হচ্ছে আর তাদের স্বাধীনতার সংগ্রামকে অপ্রপ্রচারের মাধ্যমে আখ্যায়িত করা হচ্ছে জিহাদ হিসেবে। বিপরীতে পুর্ব তিমুর স্বাধীন হতে পেরেছে খুব কম সময়ের মধ্যে।



এটি অবশ্যই অনশ্বীকার্য যে আধুনিক রাজনইতিক প্রেক্ষাপটে যেসব ইসলামী দলের আবিরভাব ঘটেছে তার সিংহভাগই ছিল সুবিধাবাধী, যার ফলে এর কোনটিরই কোন উল্লেখ্যযোগ্য ভুমিকা রাষ্ট্রে ছিল না। আমাদের দেশে এখনো কোন ইসলামী দলের আবিরভাব ঘটেনি যারা রাষ্টীয় ব্যবস্থায় ইসলামকে প্রিতিষ্ঠিত করতে পারে। জামাতের সমর্থক শতকরা মাত্র ৪ জন। অথচ কোন না কোন ভাবে ধর্মীয় আচার আচরনে নিজেকে সংপৃক্ত করেন এমন মানুষের সংখ্যা শতকারা অর্ধেকেরও বেশি। বিএনপি আর আওয়ামীলীগের ভোট সংখ্যা শতকরা চল্লিশেরও বেশি।

এ পরিস্থিতিতে ইসলাম আমাদের দেশের পক্ষে হুমকি হয় কিভাবে?



তাই সময় এসেছে ইসলামের বিরুদ্ধে এসব অপপ্রচারনার বিরুদ্ধে রুখে দাড়াবার।

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-৮

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩০

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: সাদিকের মন্তব্যে পাচ

২| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩৪

আরণ্যক যাযাবর বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে।

৩| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩৪

আরণ্যক যাযাবর বলেছেন: সাদিক ভাইর মন্তব্যে চোখ বন্ধ করে ৫।

৪| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩৫

মনিটর বলেছেন: ছাগুভূজ। নাম পাল্টায়ে ইচ্ছা করে বানান ভূল করলেও আসল ম্যাতকার লুকান যায় না।
"ইদানিং লক্ষ করা যাচ্ছে যে ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চাইলে এখন অনেকেই অবলীলায় যা ইচ্ছা বলে যাচ্ছেন, অনেকে আবার এ ধর্মের বিভিন্ন বিশ্বাস নিয়ে হাসি মসকরা করে নিচ্ছেন সুযোগ বুঝে। যা গোটা কয় বছর আগেও অবিশ্বাস্য ছিল।"
এই কথাগুলো তোমার ম্যাতকার বোঝার জন্য ইনাফ।

এনিওয়ে-কিপিটাপ।৫ দিলাম।

৫| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩৭

তারা মিয়া বলেছেন: ইসলাম ও জামায়েতে ইসলাম দুটি দুই ধর্ম।
এদেরকে যারা এক ভাবে তারাই আসলে ইসলাম সম্পর্কে ভ্রান্তি ছড়ায়।

৬| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪১

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: "ইদানিং লক্ষ করা যাচ্ছে যে ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চাইলে এখন অনেকেই অবলীলায় যা ইচ্ছা বলে যাচ্ছেন, অনেকে আবার এ ধর্মের বিভিন্ন বিশ্বাস নিয়ে হাসি মসকরা করে নিচ্ছেন সুযোগ বুঝে। যা গোটা কয় বছর আগেও অবিশ্বাস্য ছিল। "

তাতে সমস্যা কি?

৭| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪১

রাকিব বলেছেন: ৫

৮| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪২

মাহিরাহি বলেছেন: আইজউদ্দিন ভাই, এই সাদিকটা কে?
যাযাবর ভাই, জগতে নানাবিধ মানুষ আছে, আমার মত মুর্খ আবার আপনার মত মহাবিদ্বান। তারপরও সবাইকে এই জগতেই ঠাই করে নিতে হয়, এই ব্লগেও তাই।

৯| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৩

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: সাদিকটা হরিদাস পাল -২।

১০| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৩

দিগন্ত বলেছেন: "সারা বিশ্বে (কাশ্মীর, চেচেনিয়া, ফিলিস্তিন) মুসলমানেরা নির্যচিত হচ্ছে"
- আমি আরো কিছু যোগ করি - লাল মসজিদে মাদ্রাসা ছাত্র-ছাত্রীরা, ইরানে ইসলামিক পোশাক না পড়া মেয়েরা, ইরাকে শিয়া-সুন্নীরা বা সুদানের দারফুরে কালো উপজাতিয়রা। এরাও মুসলিম, কিন্তু এদের ব্যাপারে আপনার খুব একটা কি দুঃখ নেই?

১১| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৪

মনিটর বলেছেন: সারা বিশ্বে (কাশ্মীর, চেচেনিয়া, ফিলিস্তিন) মুসলমানেরা নির্যচিত হচ্ছে"
- আমি আরো কিছু যোগ করি - লাল মসজিদে মাদ্রাসা ছাত্র-ছাত্রীরা, ইরানে ইসলামিক পোশাক না পড়া মেয়েরা, ইরাকে শিয়া-সুন্নীরা বা সুদানের দারফুরে কালো উপজাতিয়রা। এরাও মুসলিম, কিন্তু এদের ব্যাপারে আপনার খুব একটা কি দুঃখ নেই?

১২| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৫

সোনার বাংলা বলেছেন: তালিকা দেন।

১৩| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৫

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: সুদানের দাফুরের কথা ভুইলা গেলা যে, নাকি কালো মুসলমান ভালা না। ইরাকে শিয়া সুন্নি মারা মারি করে ক্যা।

১৪| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫৪

আরণ্যক যাযাবর বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে।

১৫| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫৪

কেমিকেল আলী বলেছেন: সুফীর জন্য ৫ দিলাম

১৬| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫৮

মনিটর বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে।

১৭| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫৯

কেমিকেল আলী বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে।

১৮| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৩

মাহিরাহি বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনাখুনি হয়, এর মানেনা এই যে ঐডা খারাপ জায়গা। এর মানেনা এইডাও না যে ওখানকার সব পোলাপান খারাপ। আপনাদের মত মহাবিদ্বানদের না জানার কথা না যে দুনিয়াব্যাপি গোলমাল লাগাইয়া ফায়দা লোটে সাম্রাজ্যবাদীরা। দারফুর, ইরাকের সমস্যা যে রাজনৈতিক তা একটা বাচ্চাও জানে। ধর্মীয় লেবাস পরান হইতাছে ফায়দা লোটার জন্য। কাশ্মীর আর ফিলিস্তিনের ব্যপারটাও তাই।

১৯| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৪

পথহারা বলেছেন: আইজুর কমেন্টে ৫

২০| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৫

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস পথহারায়

২১| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৬

কেমিকেল আলী বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস গোয়া-হারায়

২২| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৭

মাহিরাহি বলেছেন: সুদানের দাফুরের কথা ভুইলা গেলা যে, নাকি কালো মুসলমান ভালা না। ইরাকে শিয়া সুন্নি মারা মারি করে ক্যা।
দাফুর না দারফুর

২৩| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৮

দিগন্ত বলেছেন: darfur, sudan.

২৪| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৯

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: আসলেই দারফুর না কইয়া দাফুর কইসি আমার কি জানি পাপ হইসে। আল্লাহ মাপ করো

২৫| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:০৯

কেমিকেল আলী বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস গোয়া-হারায়

২৬| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৩

দিগন্ত বলেছেন: "দারফুর, ইরাকের সমস্যা যে রাজনৈতিক তা একটা বাচ্চাও জানে। ধর্মীয় লেবাস পরান হইতাছে ফায়দা লোটার জন্য। কাশ্মীর আর ফিলিস্তিনের ব্যপারটাও তাই। "
- একদম ঠিক বলেছেন। কিন্তু পলিটিক্যাল নির্যাতন তো আসামে, উত্তর শ্রীলঙ্কায়, কলম্বিয়ায়, রাশিয়াতে, চিনে - কোথাও কম নেই। শুধু মুসলিমরাই নির্যাতিত হয় তা ঠিক নয়।

২৭| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৪

কেমিকেল আলী বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস গোয়া-হারায়

২৮| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৬

কেমিকেল আলী বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস ফাহি-ঝাহিতে

২৯| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:২৪

মাহিরাহি বলেছেন: কেমিকেল আলী ভাই আপনার লজ্জিত হওয়া উচিত যে আপনি এইটাও জানতেন না যে বাংলাদেশ এলএলডিসির মধ্যে আর এটা বলার জন্য আমারে গালাগালির হুমকি দিছিলেন।
দেশের সমন্ধেই জানেননা। থাকেন ত কানাডায়, আশেপাশে সব রংগীন তাই না?

৩০| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:২৫

মনিটর বলেছেন: তিরভুজ আজ কি খাইছ?

৩১| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:২৬

কেমিকেল আলী বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস ফাহি-ঝাহিতে!!
এইখানে ফাহি-ঝাহি ছাড়া সব আছে

৩২| ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:২৮

মাহিরাহি বলেছেন: আবার তিরভুজফোবিয়া

৩৩| ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:০৬

রবিনহুড বলেছেন: ধর্ম নিয়া কারে কোন প্রশ্ন বা যুক্তি বা দ্বিমত থাকলে সেটা উপস্থাপন করতে পারেন অত্যন্ত শালীন ও শ্রদ্বা পূর্ন ভাবে।


কিন্তু কিছু মানুষ অত্যন্ত্য অশ্রদ্ধা পূর্ন ভাবে কটাক্ষ ভাবে কথা বার্তা বলা মানেই তাদের উদ্দশ্য অন্য রকম।


এই গুলা হল এক শ্রেনীর মালু... মুক্ত চিন্তার নাম করে শুধু মাত্র ইসলাম ধর্মকে কটাক্ষ করাই এদের উদ্দেশ্য।


এদের আর একটা লক্ষন হল শুধু মাত্র ইসলাম কে নিয়ে মাতামাতি করে।


অন্যান্য ধর্ম নিয়ে এরা পোস্ট দেয় না আর কটাক্ষ করে কথা বলে না...

৩৪| ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:১৯

পথহারা বলেছেন: সালার ব্লগ ভরে গেলো যতসব "আলী" ঝালি পোলাপানে।
আইজুর কমেন্টে ৫।

৩৫| ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:৩১

কোপা সামছু বলেছেন: মালু মানে কি?

৩৬| ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:৪০

সোনার বাংলা বলেছেন: 'ঝালি' এবং 'মালু' মানে কি?৫

৩৭| ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:৪৮

কেমিকেল আলী বলেছেন: সালার ব্লগ ভরে গেলো যতসব গোয়া-হারায়

৩৮| ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:৫০

মানচুমাহারা বলেছেন: ৫০০০০০০০০০০০০০০০

৩৯| ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:৫৩

কেমিকেল আলী বলেছেন: ব্লগ ভরিয়া গেলো হরিদাস ফাহি-ঝাহিতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.