নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

পূর্ব ইউরোপের কিছু সুন্দর মসজিদ

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১



পোলান্ডে একটি ছোট কাঠের মসজিদ



লিথুনিয়ার এই মসজিদটি ছোট হলেও বেশ সুন্দর

বেলারুশের মিনসকে, পূর্ব ইউরোপের বৃহত্তম একটি মসজিদ


কিয়েভ, ইউক্রেনের আর রাহমাহ মসজিদ



মাল্টার একটি মসজিদ



বসনিয়ার এই মসজিদটি তৈরি করা হয় ১৫৫৪ বা ১৫৫৭ সালে।



কোসোভোের এই মসজিদটি তৈরি হয় ১৫৯৪ সালে।



বুলগেরিয়ার এই মসজিদটি তৈরি হয় ১৩৬৩ সালে


চেক রিপাবলিকের একটি মসজিদ।






মন্টেনেগ্রোর একটি মসজিদ



Macedonia has the fifth-highest proportion of Muslims in Europe, after those of Kosovo (96%),[156] Turkey 90%,[157] Albania 59%,[158] and Bosnia-Herzegovina (51%).




রোমানিয়ার একটি মসজিদ



আলবেনিয়ার একটি মসজিদ



মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

আশফাক ওশান বলেছেন: ছবি গুলো ভালো লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: লিথুনিয়ার মসজিদটিই সব থেকে বেশী ভালো লেগেছে........শুভেচ্ছা জানবেন ভাই

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

মাহিরাহি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


আগামী ১০/২০ বছরে, ইউরোপের খৃস্টান এলাকার অনেক মসজিদ পরিত্যাক্ত হবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০

মাহিরাহি বলেছেন: ২০১০-২০৫০ সালে
ইউরোপের মোট জনসংখ্যার ১০% হবে মুসলিম।

http://www.somewhereinblog.net/blog/mahirahiblog/30174043

এখন ৬%

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩

মাহিরাহি বলেছেন:

ইউক্রেনের একটি মসজিদ



রোমানিয়ার আরেকটি মসজিদ



ইউক্রেনের একটি মসজিদ

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫

মাহিরাহি বলেছেন: উপরেরটি ইউক্রেনের নিচেরটি রোমানিয়ার

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :``>> এর সাথে কোন কোন দেশে মুসলমানদের ত্রাহি ত্রাহি অবস্হা তার একটি তুলনামূলক বিশ্লষন দিতে পারতেন

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪

মাহিরাহি বলেছেন: তাহলে শিরোনামের সাথে বিষয়টি অপ্রাসংগিক হত।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



ইউরোপে মুসলমানেরাই ধর্মীয় হিসেবে থাকবে, খৃস্টানেরা মোটামুটি এখন আর ধর্ম পালন করছে না; কিন্তু মুসলমানরা জংগীবাদের কারণে ক্রমাগতভাবে চাপের ভেতর থাকবে; চাকুরী পাবে না, সরকারী খরচে দারিদ্র জীবন যাপন করবে।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B তাহলে শিরোনাম পরিবতন করে দিতেন। অতিরিক্ত মোজেজা হিসেবে মাছে, ফলের গায়ে ইদানিং আল্লাহর যে নাম দেখা যাচ্ছে তা যোগ করতে পারতেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

মাহিরাহি বলেছেন: মন্তব্যটি আরো বেশি অপ্রসাংগিক।

মাঠে নামাজরত ছবিটি কোথাকার, বলতে পারবেন কি?

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ;) রেডিও মুন্না' পেইজের এডমিন কে ফোন করেও পাওয়া যাচ্ছে না। তাই অগ্রিম কিছু বলা না, লাইন পাওয়ার সাথে সাথে যোগাযোগ করা হবে!

এই নিয়ে কিছু জানার থাকলে কাফেরদের গুগলে সা+র+চ করুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

মাহিরাহি বলেছেন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজ পড়ছেন।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮

মাহিরাহি বলেছেন: Arabic numerals না থাকলে কিংবা Algorithm (Al-Khwarizmi নাম অনুসারে) ছাড়া কম্পিউটার চলত কিভাবে আর কম্পিউটার না থাকলে গুগুল চলত কিভাবে।
view this link

Algorithm

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :|| হেইড্যা আফনের জানান লাগব না, যারা ফেবু চালায় তারা হেইড্যা জানে। আর এই ক্রিকেটারেরা সেদেশের নাগরিক নয়, তারা অথিতি। এটা দেখে সে দেশের কেউ মুসল, কিংবা নামাজী হবে না, বাংলাদেশেও না। তবে কিছু ফেসবুক পেইজের এডমিনরা টু-পাই ইনকাম হবে! অনেকটা মাছের গায়ে আল্লাহর নাম দেখার মত!

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১

ডি মুন বলেছেন:
অপূর্ব সব ছবি।

ধন্যবাদ শেয়ারের জন্যে।

+++

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর ছবি ব্লগ

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

গিরি গোহা বলেছেন: সুন্দর+

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

মার্কো পোলো বলেছেন:
চমৎকার ছবি। মসজিদ গুলোর কারুকার্য অনেক সুন্দর।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০৬

ডঃ এম এ আলী বলেছেন: মসজিদের ছবিগুলি দেখে ভাল লাগল
তবে এই ছবি ব্লগটির সর্বনীচে
যেখানে বলা হয়েছে
আলবেনিয়ার একটি মসজিদ
এর নীচে লোকদেরকে খালি
মাঠে নামাজ রত দেখে
বিশেষ করে ইমাম সাহেবের
জন্য জায়নামাজের ব্যবস্থা
নাই দেখে মনটা খারাপ হয়ে গেল ।
যাহোক, যতদুর জানা যায়
আলবেনীয়ার জন্য দির্ঘ প্রতিক্ষিত
একটি বড় মসজিদ রাজধানী
টিরানাতে নির্মানাধীন আছে,
নির্মানাধীন মসজিদের ছবিটি
দেয়া হল নীচে ।
শুভেচ্ছা রইল

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ ছবির জন্য। ভাই ওটি আলবেনিয়ার ছবি না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজ পড়ছেন।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

আততায়ী আলতাইয়ার বলেছেন: পূর্ব ইউরোপের কিছু মসজিদের ছবি নিয়ে জাস্ট একটা পোস্ট হয়েছে
এর মধ্যেই
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) যে টাইপ অপ্রাসংগিক কমেন্ট করা শুরু করসে তাতে এটাই স্পষ্ট যে
ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মাহিরাহি বলেছেন: ইগনোর করা ছাড়া উপায় নেই

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

পথহারা মানব বলেছেন: সুন্দর পোষ্ট...ভাল লেগেছে!!!!
পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম!!!!!!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর পোস্ট , অনেক ভাল লাগল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড

বাংলাদেশি নেড়িদের ইংরেজিতে হাউকাউ :P

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহু খায়রান, অনেক সুন্দর কিছু মসজিদ দেখালেন ভাই। আল্লাহ ঐসব এলাকার ভাইদের নিয়মিত মসজিদ আবাদ রাখার তৌফিক দান করুন, আরো বেশী বেশী মানুষকে ইসলামে দাখিল করুন, আমিন। :)

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৮

বিলুনী বলেছেন:
ব্লগটির শিরোনাম পূর্ব ইউরোপের কিছু সুন্দর মসজিদ

লিখাটির শেষে একটি ছবির কেপশন আলবেনিয়ার একটি মসজিদ

অথচ লিখার নীচে ছবি দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজ রত

এখন কয়েকটি প্রশ্র স্বাভাবিকভাবে মনে জাগে
১) লিখাটির শিরোনাম পূর্ব ইউরোপের কিছু সুন্দর মসজিদ , তাহলে এর সাথে অস্ট্রেলিয়া মহাদেশের নিউজিল্যান্ডের ছবি ঢুকে গেল কি উদ্দেশ্য ।
২) ক্রাইস্ট চার্চে এখন তাপমা্ত্রা ১০- ১৪ ডিগ্রী সেল সিয়াস ,সেখানে আমাদের খেলোয়ারেরা বিভিন্ন ধরনের টি শার্ট গায়ে খোলা মাঠে নামাজ আদায় করল কি কারণে, বাংলাদেশের এই সন্মানীত জাতীয় ক্রিকেট টিমের জন্য সেখানকার কতৃপক্ষ নামাজের সুন্দর ব্যবস্থা করতে পারতোনা , নাকি বাংলাদেশ টিমের প্রয়োজনের দিকে তারা এতটুকুও গুরুত্ব দেয়নি ।
৩) নিইজিল্যান্ড কতৃপক্ষ গুরুত্ব না দিলেও বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট তাঁদের জন্য নামাজের ভাল ব্যবস্থা করতে পারতো,
সকলের জন্য নামাজের দাড়ানোর স্থানে একখন্ড কাপরের ব্যবস্থা তারা করে দিতে করতে পারতো । ইমামের জন্য কেন ম্যনেজম্যাস্ট একটি জায়নামাজের ব্যবস্থা করতে পারলনা এর জবাব বিসিবির ম্যনেজাররা কি দিবে ।
৪) নামাজের কাতারে দাড়ানো বাংলাদেশ জাতীয় টিমের একজন সদস্যের র হাত বাধা বিহীন নামাজের দৃশ্যটি দেখে কেমন জানি লাগে। জাতীয় টিমের একজন সদস্য নামাজের নিয়ম কানুন জানেনা মানতে বড় কস্ট লাগে ।
৪) নামাজরতদের পিছনে মাত্র দুজোড়া পায়ের চপ্পলের ছবি দেখা যায় , বাকীরা ঠান্ডার মধ্যে এতখানি জায়গা খালি পায়ে গেল হেটে , ঠান্ডায় না আবার তাদেরকে করে কাবু । এরকমভাবে টিম ম্যনেজারদের উদাসিনতার কারণে তারা মনে হয় ঠান্ডায় কাবু হয়ে প্রথম ওয়ান ডে মেচে ৭৭ রানের বড় ব্যবধানে গিয়েছে হেরে ।

এখন আপনিই বলেন ইত্যাদি বিবিধ কারনে কি করে বলি এই ছবিটা অপুর্ব হয়েছে ।


এই ছবিটির ব্যপারে প্রকৃত অবস্থা জানানোর জন্য বিসিবি কতৃপক্ষের দৃস্টি আকর্ন করা যেতে পারে ।
আমাদের জাতীয় ক্রিকেট দলের সন্মানীত খোলোয়ারেরা যেন বিদেশে নামাজ আদায় করতে পারে জায়নামাজের উপরে ।
নামাজের জন্য পুর্ব ইউরোপের মত এত সুন্দর মসজিদ না হলেও চলবে শুধু তাঁদের পায়ের নীচে যেন একটু জায়নামাজ থাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.