![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
রেহানা বেগম কাপড়গুলো জড়িয়ে কাদতে থাকেন, তারপর কাদতে কাদতেই কাপড়গুলো তুলে দেন রহিমার হাতে। নিতে না চাইলেও একসময় অনীহাভরে কাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়ে কাজের বুয়া রহিমা। মৃত মানুষের বা তার মনিবের কাপড়গুলোর নেয়ার কোন ইচ্ছে ছিল না। বেশ বিলাসী মানুষ ছিলেন তার মনিব, কাপড়গুলোও দামী। তারপরও তার মন সায় দিচ্ছিল না কাপড়গুলো তার স্বামীর গায়ে চড়ানোর। হাসি পায় রহিমার, সারা বছর খেটে খুটেও একটি ভাল জামা কেনার সাধ্য হয়নি তার স্বামীর, অথচ এই দামী কাপড়গুলো অসহনীয় উঠেছে তার কাছে। নিজের বস্তির কাছাকাছি পৌছে গেলে, অসস্বস্তি বেড়ে যায় তার। পেছনে কিছুদুর হেটে গিয়ে এসে দাড়ায় ছিন্ন বস্রের এক ভিক্ষুকের কাছে, ভিক্ষুকটি থালা নিয়ে মাটিতে বসা। সুযোগ বুঝে কাপড়গুলো ভিক্ষুকের কাছে ফেলে দিয়ে দৌড়ে পালায় রহিমা। হাতের কাছে দামী কাপড়গুলো পেয়ে কিছুটা বোকা বনে যায় শীর্ণকায় ভিক্ষুকটি। ব্রান্ডের কাপড়গুলোর উপর চোখ পড়ে এক যুবকেরও। সন্দেহের চোখে তাকায় ভিক্ষুকের দিকে। চাহনীতে ভড়কে যায় ভিক্ষুকটি। মানুষজন চুরি করা মাল ভাবতে শুরু করলে বিপদ। অসস্বস্তি বেড়ে যায় তার। কিছুদুর দাড়িয়ে থাকা ময়লার গাড়িতে দিকে এগোয় সে কাপড়গুলো জড়িয়ে ধরে। সুযোগ বুঝে কাপড়গুলো ছুড়ে ফেলে ময়লার গাড়িতে। একধরনের স্বস্তিতে মন ভড়ে উঠে ভিক্ষুকটির।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনুগল্প হিসাবে অসাধারণ। গল্পের কনসেপ্ট ব্যতিক্রমধর্মী। ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ মাহিরাহি।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
শায়মা বলেছেন: বেচারা রেহানার বেগমের হাসব্যান্ডের অভাগা জামা।
আলী আবুর জুতার মত ফিরে ফিরে এলো না .......
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আলী আবুর জুতা!
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
আবুল কালাম সরদার বলেছেন: বিলাশী মানুষ মাটির নিচে আর তার ব্যবহৃত পোষাক ময়লার ডাষ্টিবেন।।।।। এটাই তো প্রকৃতির নিয়ম।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২
মাহিরাহি বলেছেন: বিশ্বের সবচেয়ে ধনী আট জন ব্যক্তির সম্পদ, দুনিয়ার অর্ধেক মানুষের সম্পদের সমান - অক্সফ্যাম।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় চমৎকার একটা গল্প বলে গেলেন! কোন কিছুর মূল্য বা কদর নির্ভর করে তার ধারকের উপর। পাত্র বিশেষে মূল্যবান বস্তুও মূল্যহীন হয়ে যায়।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১১
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সময়েও অনেক কিছুর মূল্য বা কদর বদলে যায়।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
সুলক্ষণ, নতুন কিছু নিয়ে ভাবছেন, মানুষকে দেখার বুঝার ক্ষমতা বাড়ছে, ভালো।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
মাহিরাহি বলেছেন: সাইনে আমি প্রায় ১১ বছর ধরে গল্প লিখছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
একজন সত্যিকার হিমু বলেছেন: সময়ে ব্যবহৃত হয়নি,অসময়ে হবে তা আশা করা যায় না ।