![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
রাস্তা পেরোতে গিয়ে গায়ে ধাক্কা লাগলো ষন্ডা কিসিমের লোকটার সাথে।
এই মিয়া দেখে হাটেন না, চেচিয়ে উঠল ষন্ডা কিসিমের লোকটা।
না শুনেই অন্য লোকটা হাটা ধরল গন্তব্যে।
দৌড়ে সামনে গিয়ে দাড়ালো বেপড়োায়া ২ য় জন।
কথা কানে যায় নাই?
নিষ্পলক তাকিয়ে আবার হাটা ধরল ১ ম জন।
পেছন থেকে চিতকার করে উঠল ষন্ডা কিসিমের লোকটি।
ঐ বেটা চিনস আমারে।
কোন প্রতিক্রিয়া নেই ১ ম জনের।
কুত্তার বাচ্চা সাহস থাকে ত দাড়া। ভয়ে পালাস কেন। শালা ইন্দুরের বাচ্চা।
এবারও কোন উত্তর নেই ১ ম জনের।
১ ম জনের নিষ্ক্রিয়তায় আশে পাশের লোকজনও কিছুটা অবাক হয় কিংবা বিব্রতবোধ করে।
কয় মিনিট পর ১ ম জন এসে দাড়ায় একটা দোকানের সামনে।
দোকানিটি পরিচিত, ১ ম জনকে দেখতেই হাত তুলে সালাম দেয় তারপর হাতের ইশারায় কিসব বলতে থাকে।
বধিররাই কেবল সে হাতের ভাষা বুজতে পারে।
কতই না ভাল হত যদি আমরা উপেক্ষা করা করতে পারতাম ২ য় জনের মত অভদ্র মানুষদের অসদাচারণকে।
তাহলে তাদের অসদাচারণের একটি পয়সাও মূল্য থাকত না।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: তাহলে তাদের অসদাচারণের একটি পয়সাও মূল্য থাকত না। ++
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৫
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৫
ওমেরা বলেছেন: ধৈর্য অনেক বড় গুন এটা কম মানুষই পায় ।ধন্যবাদ
৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, ধৈর্যশালী মানুষেরা বড়ই ভাগ্যবান।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক বলেছেন। ভালো পোষ্ট......