![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
সেই ছোটকাল থেকেই প্রতিটি শিশুর কাধে বিশাল স্কুলের ব্যাগ চাপিয়ে দেয়া হয়, আশা থেকে প্রতিটি অভিভাবকের এই যে বড় হয়ে তার সন্তান ডাক্তার কিংবা ইন্জিনিয়ার হয়ে অধিক উপার্জন করবে। অন্তর্ভুক্ত হবে সেই এলিট সমাজের যারা, দেশ সমাজের সবকিছুই নিয়ন্ত্রণ করে। এমনকি কৃষক, দিনমজুর, শ্রমিকরাও চায় না তার সন্তানেরা তাদের মত একই পেশা বেছে নিয়ে, সমাজের নিচু তলায় দিনানিপাত করবে।
তাই পড়াশুনার মূল উদ্দেশ্য হয় আলোকিত মানুষের লালন পালন নয়, এলিট সমাজের অন্তর্ভুক্তি।
সামান্য গাড়ি বাড়ি, সুন্দরী বৌয়ের জন্য, একজন মানুষকে তার জীবনের বিশ বছরের অধিককাল বইয়ের বোঝা টানতে হয় ইচ্ছায় অনিচ্ছায়। কতই না ক্ষুদ্র এই জীবন, আবার তার কোনও গ্যারান্টিও নেই। মানুষ অনৈতিক হয়ে পড়ছে এই ক্ষুদ্র সময়ের আরাম আয়েশের জন্য, যা বড় অন্য একটি অংশের জন্য সাগর সমান কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছে।
কিন্তু এধরনের একটি সংকীর্ণ বৃত্তে সমাজ আটকে পড়লে তা কখনোই সমাজের জন্য মংগলজনক হবে না।
কয়েক কোটি কৃষক, দিনমজুর, শ্রমিকরা যদি ক্রমশ:ই কোনঠাসা হয়ে পড়ে, অর্থ বৈষম্য যদি বাড়তেই থাকে, তাহলে সমাজে অস্থিরতা বাড়তেই থাকবে।
নৈতিকতার শিক্ষাটি যদি অনবরত অবহেলা করা হতেই থাকে তাহলে এলিট সমাজের একটি অংশও অপরাধপ্রবণ হয়ে উঠবে। দেশ সমাজের সবকিছুই নিয়ন্ত্রণ তাদের হাতে থাকায় তাদের বেপরোয়া হয়ে উঠা সমাজের অবক্ষয়কে ত্বরান্বিত করবে।
এর থেকে মুক্তির উপায় নৈতিকতার শিক্ষা সহ সবধরণের শিক্ষাকে সব কয়টি ঘরে পৌছে দেয়া। পাবলিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বৃদ্ধি পেলে শিক্ষা গ্রহণ সব শ্রেনীর জন্য সহজতর হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রমরমা ব্যবসায় কিছুটা হলেও ভাটা পড়বে।
অর্থ বৈষম্য কমানোর জন্য নিম্নতম মজুরির বৃদ্ধি ছাড়াও অন্যান্য সব ব্যবস্থা গ্রহনের প্রয়োজন, যেমন ক্ষুদ্র ব্যবসা ইত্যাদিকে উতসাহিত করা।
এলিট সমাজের ক্ষমতা হ্রাস করা না গেলে, এগুলোর কোনটাই সম্ভব নয়। এটি সম্ভব বিচার ব্যবস্থা, সরকার ব্যবস্থার আমুল পরিবর্তনের মাধ্যমে।
কোটি কৃষক, দিনমজুর, শ্রমিকদের বড় অংশই এ পর্যন্ত অল্পতেই তুষ্ট ছিল। কিন্তু সমাজের সর্বস্তরে নৈতিকতা যদি ক্রমশ:ই অধ:পতিত হতে থাকে তাহলে এসময় তারাও অসহিস্ষু হয়ে উঠবে। মিডিয়ায় (টেলিভিশন, সিনেমা, পত্রিকা ইত্যাদি) যেভাবে পুরো জাতির সামনে মেকি রংগিন জগতকে রাংগিয়ে তুলা হচ্ছে, বাস্তব হয়ে উঠছে দিনকে দিন আরো কঠিন।
মুনাফা অর্জনের জন্য দেশ, মা, শিশু, নারী (প্রধানত স্বাধীনতা সবকিছুকেই পন্য করা হচ্ছে, পণ্যের প্রচারে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর এসব কিছু আড়াল করতেই সৃষ্টি করা হচ্ছে, সংবেদনশীল ইস্যুর, যার প্রধান উপাদান হল ধর্ম, স্বাধীনতার যুদ্ধ, নারী স্বাধীনতা ইত্যাদি। মজার ব্যপারে কোটি কৃষক, দিনমজুর, শ্রমিকদের বড় অংশই যে কোন বিপর্যয়েই আশ্রয় নেয় তাদের ধর্মেই সান্ত্বনা পাওয়ার জন্য।
নারী স্বাধীনতার কথা সবচাইতে উচ্চারিত হয় এলিট সমাজেই। সেই সমাজেরই একজন নারী মডেল কয়েক ঘন্টায় যে অর্থ উপার্জন করে, তা একজন নারী শ্রমিক সারা জীবন পরিশ্রম করেও উপার্জন করতে পারেন না।
এলিট সমাজের একজন তারকার, সে মডেল হউক, হউক কিংবা খেলোয়ার, অভিনেতা, একজন বুদ্ধীজীবির হোক সে সাহিত্যিক কিংবা সাংবাদিক, একজন চাকুরীজীবির গত একযুগে পারিশ্রামিক বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে, অথচ কৃষক, দিনমজুর, শ্রমিকদের জীবিকা নির্বাহ করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে।পারিশ্রামিক বৃদ্ধি পেয়েছে উল্লেখ না করার মতই।
প্রত্যেকটি শিশু যথার্থ নৈতিক শিক্ষা পেলে, এধরণের অসংগতিতে সোচ্চার হয়ে উঠত, সক্রিয় হত সমাজের পরিশুদ্ধি নিয়ে আসার জন্য।
০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৬
মাহিরাহি বলেছেন: অথচ সব ধরণের চেষ্টা চালানো হচ্ছে মানুষদেরকে ধর্মবিমূখ করার জন্য।
২| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই কারণেই লোকজন অনহারে মরছে। ধর্ম মানলে অন্তত একবেলা খেতে পারতাম সবাই। কিন্তু কিছুই করার নেই।
০৬ ই মে, ২০১৭ রাত ১১:১২
মাহিরাহি বলেছেন: ধর্ম মানলে অন্তত একবেলা খেতে পেরেই খুশি থাকতে পারতাম আমরা, সেটি ধর্মীয় শিক্ষার কারণেই। ধর্ম অল্পতে তুষ্ট থাকার শিক্ষা দেয়।
৩| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১১
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: প্রচন্ড বাস্তব উপলব্ধি , কিন্তু দেখুন আমরা সেই অবাস্তব মরিচীকার দিকেই ছুটছি
৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শিক্ষার শুরু ধর্ম থেকেই শুরু হয়েছিল।
০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৬
মাহিরাহি বলেছেন: ঠিক তাই।
৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৪
মাহিরাহি বলেছেন: অবাস্তব মরিচীকার দিকেই ছুটানোর ফন্দি এটে পকেট ভারী করছে সমাজের একটি সুবিধাভোগী অংশ।
৬| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সম্পদ এবং ক্ষমতার লোভে কিছু মানুষ শয়তানের দাস হয়েছে।
০৬ ই মে, ২০১৭ রাত ১১:২০
মাহিরাহি বলেছেন: যদিও সম্পদ এবং ক্ষমতা দুটিই ক্ষনস্থায়ী।
৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:২১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা তো শুধু তারা মানি যারা আল্লাহকে বিশ্বাস করি। ওরা করে না।
৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:২৫
মাহিরাহি বলেছেন: আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই শুধু মানে, ওরা বিশ্বাস করে এই ক্ষনস্থায়ী জগতে, তাই সম্পদ এবং ক্ষমতার লোভও তাদের বেশি।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিজ ধর্ম অমান্য করলে অঙ্গল হয়।