![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।
জাপান সরকার সারা পৃথিবীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি (স্কলারশীপ) প্রদান করে থাকে। কিছু বৃত্তি আবার নির্দিষ্ট কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ।
রিসার্চ ( গবেষণা), টিচার ট্রেইনিং (শিক্ষক প্রশিক্ষণ), জাপানি ভাষা শিক্ষা, বিশেষ প্রশিক্ষণ এবং স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বৃত্তি প্রদান করে থাকে।
১) রিসার্চ ( গবেষণা) - (মাস্টার্স এবং পিএইচডি) (Monbukagakusho: MEXT)
এই বৃত্তিটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের (গ্র্যাজুয়েট) প্রদান করা হয়ে থাকে, স্নাতকোত্তর শিক্ষার জন্য। শিক্ষার্থীগণ যে বিষয়ে পাস করেছেন সে বিষয়েই তাদেরকে পড়াশুনা করতে হবে। বয়স ৩৫ বছরের কম হতে হবে। এটি সর্বোচ্চ ২ বছরের কোর্স, যার মধ্য জাপানি ভাষা প্রশিক্ষণও অন্তর্ভূক্ত। প্রায় সব কটি দেশ থেকে ৪০৪২ জনকে নেয়া হবে। বাংলাদেশিদের জন্য প্রযোজ্য।
২) আন্ডারগ্র্যাজুয়েট বা অস্নাতক
আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে পড়াশুনা করার জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ১২ বছর পড়াশুনার অভিজ্ঞতা (এইচ এস সি) থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ৫ বছরের কোর্স, যার মধ্য জাপানি ভাষা প্রশিক্ষণও অন্তর্ভূক্ত। সব কটি দেশ থেকে ৪৬০ জনকে নেয়া হবে। বাংলাদেশিদের জন্য প্রযোজ্য।
৩) কলেজ অব টেকনোলজি
জাপানের টেকনোলজি কলেজে পড়াশুনা করার জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ১২ বছর পড়াশুনার অভিজ্ঞতা (এইচ এস সি) থাকতে হবে। বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। ৪ বছরের কোর্স, যার মধ্য জাপানি ভাষা প্রশিক্ষণও অন্তর্ভূক্ত। ৪০ টি দেশ থেকে ৮৬ জনকে নেয়া হয়ে থাকে।বাংলাদেশিদের জন্য প্রযোজ্য।
৪) টিচার ট্রেইনিং (শিক্ষক প্রশিক্ষণ)
এই বৃত্তিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকদের জন্য। বিশ্ববিদ্যালয়ের স্নাতকধারী (গ্র্যাজুয়েট অথবা সমমান) বা যারা টিচারস ট্রেইনিং স্কুল থেকে পাস করতে হবে। এই বৃত্তিটি প্রদান করা হবে, জাপানি বিশ্ববিদ্যালয়ে, বিদ্যালয়ের শিক্ষার উপর গবেষণা করার জন্য। ৬৪টি দেশ থেকে ৮৯ জনকে নেয়া হবে। বাংলাদেশিদের জন্য প্রযোজ্য।
৫) বিশেষ প্রশিক্ষণ
বিশেষ প্রশিক্ষণের জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ১২ বছর পড়াশুনার অভিজ্ঞতা (এইচ এস সি) থাকতে হবে। বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। ৩ বছরের কোর্স, যার মধ্য জাপানি ভাষা প্রশিক্ষণও অন্তর্ভূক্ত। ৪৯ টি দেশ থেকে ৯০ জনকে নেয়া হয়ে থাকে। বাংলাদেশিদের জন্য প্রযোজ্য কিনা নিশ্চিত নই।
৬) জাপানি ভাষা
জাপানি ভাষা শিক্ষার জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ১২ বছর পড়াশুনার অভিজ্ঞতা (এইচ এস সি) থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ১ বছরের কোর্স, যার মধ্য জাপানি ভাষা প্রশিক্ষণও অন্তর্ভূক্ত। ৭৪টি দেশ থেকে ১৯০ জনকে নেয়া হবে।
যারা জাপানি ভাষা শিখতে আগ্রহী, তারা নিচের সাইটে আরো তথ্য পেতে পারেন।
http://www.banguradeshu.com/
২| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
মেঘের সাথী বলেছেন: ভাষা কি শিখে যাওয়া লাগে? বুঝিয়ে বলবেন একটু?
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১
মাহিরাহি বলেছেন: প্রথমে আপানাকে শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন করতে হবে।
শিক্ষা মন্ত্রনালয়ে আবেদনকারীদের তালিকা জাপানিজ এম্বেসিতে পাঠাবে।
জাপানিজ এম্বেসি নির্বাচিত (সিলেকটেড) প্রার্থীদের নিকট আবেদনের ফর্ম পাঠাবে।
আপনাকে আবেদনের ফর্ম জাপানি এম্বেসিতে জমা দিতে হবে।
জাপানিজ এম্বেসিতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিও দেয়া লাগে।
জাপানিজ এম্বেসিত প্রার্থীদের নির্বাচন করবে।
Monbukagakusho চুড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচন করবে।
Monbukagakusho আপনার জাপানি বিশ্ববিদ্যালয়ে স্থান নির্ণয় করবে।
আপনার ওরিয়েন্টেশন হবে।
আপনি জাপানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
রিসার্চের জন্য
English and Japanese proficiency
আন্ডারগ্র্যাজুয়েট বা অস্নাতক
Humanities and Commerce
English, Mathematics and Japanese
Natural Science (Engineering)
English, Mathematics, Chemistry, Physics and Japanese
Natural Science (Medicine, Dentistry etc.)
English, Mathematics, Chemistry, Biology and Japanese
কলেজ অব টেকনোলজি
English, Mathematics, Physics, Chemistry and Japanese
টিচার্স টেনিং
English and Japanese proficiency
৩| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
প্রিয়তে রেখে দিলাম সূত্র হিসেবে।
++++
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪০
মেঘের সাথী বলেছেন: অনেকগুলো ধন্যবাদ। কাজে দিবে ভবিষ্যতে।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
মাহিরাহি বলেছেন: উপরের আর্টিক্যালটি যদিও ২০১৫ সালের জন্য প্রযোজ্য, কিন্তু পরের বছরগুলোতেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।